প্রায় দুই দশক ধরে জনপ্রিয়তার তুঙ্গে ছিল এবিসি চ্যানেলের টিভি শো—গ্রে’স অ্যানাটমি। এই টিভি শোর নিউরোসার্জন ডেরেক শেফার্ড চরিত্রে অভিনয় করে ছোটপর্দার জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন প্যাট্রিক ডেম্পসি।
ডেম্পসি ভক্তদের সাড়ায় এতই আলোচিত হয়েছেন যে তাঁকে দেখা গেছে যুক্তরাষ্ট্রের পিপল ম্যাগাজিনের অসংখ্য সংখ্যার মলাটে। ম্যাগাজিনটির জরিপে এখন তাঁকে বলা হচ্ছে, জীবিত পুরুষদের মধ্যে সবচেয়ে আবেদনময়।
৫৭ বছর বয়সী এ অভিনেতা পিপল ম্যাগাজিনকে বলেন, ‘আমি আনন্দিত যে, আমার জীবনের এ পর্যায়ে এসে এটি হচ্ছে। স্বীকৃতি পাওয়া আনন্দের বিষয় এবং এতে অবশ্যই আমার অহংকার কিছুটা বেড়েছে। তবে আমি ইতিবাচক কিছুর জন্য এ স্বীকৃতি ব্যবহার করতে পারব।’
ডেম্পসি তাঁর মায়ের স্মরণে প্রতিষ্ঠা করেছেন ডেম্পসি সেন্টার। প্রতিষ্ঠানটিতে ক্যানসার রোগী ও তাঁদের স্বজনদের সহযোগিতা করা হয়।
ডেম্পসির স্ত্রী জিলিয়ান (৫৭) একজন মেকআপ আর্টিস্ট। নিজস্ব বিউটি লাইনও আছে তাঁর। ডেম্পসি ও জিলিয়ান দম্পতির তিন সন্তান।
অভিনয়ের পাশাপাশি রেসিংকার চালাতে ভালোবাসেন ডেম্পসি।
বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষের তকমা পাওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ডেম্পসি বলেন, ‘আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম। এরপর অবশ্য হাসি পেয়েছিল। ভেবেছিলাম এটা নিশ্চয়ই ইয়ার্কি!’
এ তালিকায় স্থান পাবেন বলে কখনো ভাবতেও পারেননি ডেম্পসি। সন্তানদের ইঙ্গিত ডেরেক ম্যাকড্রিমি খ্যাত এ অভিনেতা বলেন, ‘ওরা আমাকে নিয়ে এখন মজা করবে। তবে ওরাই আমাকে তরুণ রাখে।’
আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া বায়োপিক ‘ফেরারি’তে নিজের রেসিং দক্ষতা প্রদর্শন করবেন ডেম্পসি। মাইকেল মান পরিচালিত এ সিনেমায় তাঁকে ইতালীয় রেসিংকার ড্রাইভার পিয়েরো তারুফির ভূমিকায় দেখা যাবে।
প্রায় দুই দশক ধরে জনপ্রিয়তার তুঙ্গে ছিল এবিসি চ্যানেলের টিভি শো—গ্রে’স অ্যানাটমি। এই টিভি শোর নিউরোসার্জন ডেরেক শেফার্ড চরিত্রে অভিনয় করে ছোটপর্দার জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন প্যাট্রিক ডেম্পসি।
ডেম্পসি ভক্তদের সাড়ায় এতই আলোচিত হয়েছেন যে তাঁকে দেখা গেছে যুক্তরাষ্ট্রের পিপল ম্যাগাজিনের অসংখ্য সংখ্যার মলাটে। ম্যাগাজিনটির জরিপে এখন তাঁকে বলা হচ্ছে, জীবিত পুরুষদের মধ্যে সবচেয়ে আবেদনময়।
৫৭ বছর বয়সী এ অভিনেতা পিপল ম্যাগাজিনকে বলেন, ‘আমি আনন্দিত যে, আমার জীবনের এ পর্যায়ে এসে এটি হচ্ছে। স্বীকৃতি পাওয়া আনন্দের বিষয় এবং এতে অবশ্যই আমার অহংকার কিছুটা বেড়েছে। তবে আমি ইতিবাচক কিছুর জন্য এ স্বীকৃতি ব্যবহার করতে পারব।’
ডেম্পসি তাঁর মায়ের স্মরণে প্রতিষ্ঠা করেছেন ডেম্পসি সেন্টার। প্রতিষ্ঠানটিতে ক্যানসার রোগী ও তাঁদের স্বজনদের সহযোগিতা করা হয়।
ডেম্পসির স্ত্রী জিলিয়ান (৫৭) একজন মেকআপ আর্টিস্ট। নিজস্ব বিউটি লাইনও আছে তাঁর। ডেম্পসি ও জিলিয়ান দম্পতির তিন সন্তান।
অভিনয়ের পাশাপাশি রেসিংকার চালাতে ভালোবাসেন ডেম্পসি।
বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষের তকমা পাওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ডেম্পসি বলেন, ‘আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম। এরপর অবশ্য হাসি পেয়েছিল। ভেবেছিলাম এটা নিশ্চয়ই ইয়ার্কি!’
এ তালিকায় স্থান পাবেন বলে কখনো ভাবতেও পারেননি ডেম্পসি। সন্তানদের ইঙ্গিত ডেরেক ম্যাকড্রিমি খ্যাত এ অভিনেতা বলেন, ‘ওরা আমাকে নিয়ে এখন মজা করবে। তবে ওরাই আমাকে তরুণ রাখে।’
আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া বায়োপিক ‘ফেরারি’তে নিজের রেসিং দক্ষতা প্রদর্শন করবেন ডেম্পসি। মাইকেল মান পরিচালিত এ সিনেমায় তাঁকে ইতালীয় রেসিংকার ড্রাইভার পিয়েরো তারুফির ভূমিকায় দেখা যাবে।
বলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
৫ মিনিট আগেইরানের এই সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতা জাফর পানাহি। শেষ তিন দশকে সিনেমা বানানোর অধিকারের জন্য, শিল্পীর স্বাধীনতার জন্য তিনি অনেক লড়াই করেছেন ইরান সরকারের বিরুদ্ধে। ফলে তিনবার কারাবরণ করতে হয়েছে পানাহিকে। তাঁর সিনেমা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ছিল সাক্ষাৎকার দেওয়া কিংবা বিদেশে...
১ ঘণ্টা আগেহেভি মেটাল সংগীতের পথিকৃৎ ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ-এর কিংবদন্তি প্রধান গায়ক ওজি অসবর্ন মারা গেছেন। গতকাল মঙ্গলবার ৭৬ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর শেষ কনসার্টের মাত্র কয়েক সপ্তাহ পরেই ভক্তদের জন্য এই শোকাবহ সংবাদ এল।
২ ঘণ্টা আগেফিরোজ সাঁইয়ের গাওয়া জনপ্রিয় গান ‘এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা, চক্ষু মুদিলে, হায়রে দম ফুরাইলে।’ গানটির প্রথম চার লাইন নিয়ে নতুন করে গান বাঁধলেন ডিজে রাহাত ও আদিব কবীর। গানে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ ও ঢাকায় বসবাস করা নাইজেরিয়ান শিল্পী ওলি বয়।
৩ ঘণ্টা আগে