Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
এ সপ্তাহের ওটিটি

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর এই প্রতিবেদনে।
 
*চিনি ২ (বাংলা সিনেমা)
অভিনয়: মধুমিতা, অপরাজিতা আঢ্য, লিলি চক্রবর্তী, অনির্বাণ
দেখা যাবে: হইচই
গল্পসংক্ষেপ: মা ও মেয়ের সম্পর্কের এক ভিন্ন রসায়ন নিয়ে ২০২০ সালে মুক্তি পায় ‘চিনি’। মধুমিতা ও অপরাজিতা আঢ্যর কেমিস্ট্রি নজর কেড়েছিল সবার। একজন আধুনিকা কর্মজীবী নারী তাঁর মাকে কীভাবে সামলায়, তা নিয়ে তৈরি হয়েছিল সিনেমাটি। এবার আসছে সেই সিনেমার সিক্যুয়েল। বাড়িওয়ালি মাসিমাকে নিয়ে পড়েছে এবার চিনি। মাসিকে সামলানোর পাশাপাশি নিজেও প্রেমে হাবুডুবু খেতে শুরু করে। আর প্রেমের বেলায় মাসিকেই লাভগুরু মেনে নেয় চিনি।
 
*সুলতান অব দিল্লি (হিন্দি সিরিজ)
অভিনয়: তাহির রাজ ভাসিন, আনজুম শর্মা, মৌনি রয়
দেখা যাবে: ডিজনি হটস্টার
গল্পসংক্ষেপ: গল্পটা ষাটের দশকের। অর্জুন ভাটিয়া নামের এক যুবক নিজেকে দেখতে চায় ক্ষমতার চূড়ান্তে। অবৈধ অস্ত্র ব্যবসায়ের পরতে পরতে বিপদের হাতছানি। সেই বিপদকে ক্রমাগত পরাস্ত করে এগিয়ে যায় সে। জানে এই জগতে কেবল শক্তিশালীরাই টিকে থাকবে। উচ্চাকাঙ্ক্ষা আর কর্তব্যবোধ ক্রমাগত তাড়া করে অর্জুনকে। তবু অন্ধকার এই জগতে নিজেকে দিল্লির সুলতান হিসেবেই দেখতে চায় অর্জুন ভাটিয়া।
 
*দ্য বুরিয়্যাল (ইংলিশ সিনেমা)
অভিনয়: টমি লি জোনস, জেমি ফক্স
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: আইনজীবী ইউলি ই গ্রে ও তাঁর ক্লায়েন্ট জোসেফ ও’কিফের মাঝে ঘটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। জেমি ফক্স অভিনয় করেছেন গ্রের ভূমিকায় আর টমি লি রয়েছেন ও’কিফের চরিত্রে। মৃতদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা একটি প্রতিষ্ঠান নিয়ে মামলায় নামে তারা দুজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত