২৪ অক্টোবর জীবনের ৩৩ বসন্তে পা দিলেন চিত্রনায়িকা পরীমণি। দুই বছর আগেও নিজের জন্মদিন জাকজমকভাবেই পালন করতে চিত্রনায়িকা পরীমণি। তবে মা হওয়ার পর বদলে গেছে চিত্র। এ ছাড়া এবার নায়িকার পাশে নেই তাঁর সবচেয়ে আপনজন নানা শামসুল হক গাজী। গত নভেম্বরে মারা গেছেন পরীর নানা। তাই এবার মন খারাপ নিয়েই জন্মদিনের কেক কাটলেন পরী।
আয়োজন না করলেও জন্মদিনের বিশেষ এই মুহূর্ত ভক্তদের সঙ্গে কাটিয়েছেন পরী। ফেসবুক লাইভে এসে কেটেছেন কেক। এ সময় পরীমণি বলেন, ‘আমি একটু অসুস্থ। আমার জন্মদিন পালন করার কোনও পরিকল্পনাই ছিল না। কারণ আমার নানা ভাই ছাড়া আমি বড্ড একা।’
প্রিয় নানুভাই পাশে নেই বলে এবারের জন্মদিনের সময়টা দূরে কোথাও গিয়ে কাটাতে চেয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে ভক্তদের সঙ্গে কেক কাটার সিদ্ধান্ত নেন তিনি। পরী বলেন, ‘প্রতিবছর নানু ভাইয়ের হাত ধরেই কেক কাটতাম। কিন্তু নানু ভাই তো নেই। ভেবেছিলাম, জন্মদিনে যান্ত্রিক এই শহর থেকে দূরে কোথাও গিয়ে নিজের মতো সময় কাটাবো। কিন্তু আমার কাছের প্রিয় কিছু মানুষ আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর তাই আমিও চাই এই বিশেষ মুহূর্তটি আমার দুই সন্তান ও ১ কোটি ৬০ লাখ ভক্তকে নিয়েই কেক কাটতে।’
পরী এখন ব্যস্ত তাঁর অভিনীত প্রথম ওয়েব সিরিজ রঙিলা কিতাবের প্রচারে। আগামী ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি। অনম বিশ্বাসের পরিচালনায় এতে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান। রঙিলা কিতাব নিয়ে পরীমণি বলেন, ‘প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্য সব সময় স্পেশাল। সে রকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। শুটিংয়ের সময় আমার সহ-অভিনেতা ও টিমের সব সদস্য খুব হেল্পফুল ছিল। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায়।’
২৪ অক্টোবর জীবনের ৩৩ বসন্তে পা দিলেন চিত্রনায়িকা পরীমণি। দুই বছর আগেও নিজের জন্মদিন জাকজমকভাবেই পালন করতে চিত্রনায়িকা পরীমণি। তবে মা হওয়ার পর বদলে গেছে চিত্র। এ ছাড়া এবার নায়িকার পাশে নেই তাঁর সবচেয়ে আপনজন নানা শামসুল হক গাজী। গত নভেম্বরে মারা গেছেন পরীর নানা। তাই এবার মন খারাপ নিয়েই জন্মদিনের কেক কাটলেন পরী।
আয়োজন না করলেও জন্মদিনের বিশেষ এই মুহূর্ত ভক্তদের সঙ্গে কাটিয়েছেন পরী। ফেসবুক লাইভে এসে কেটেছেন কেক। এ সময় পরীমণি বলেন, ‘আমি একটু অসুস্থ। আমার জন্মদিন পালন করার কোনও পরিকল্পনাই ছিল না। কারণ আমার নানা ভাই ছাড়া আমি বড্ড একা।’
প্রিয় নানুভাই পাশে নেই বলে এবারের জন্মদিনের সময়টা দূরে কোথাও গিয়ে কাটাতে চেয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে ভক্তদের সঙ্গে কেক কাটার সিদ্ধান্ত নেন তিনি। পরী বলেন, ‘প্রতিবছর নানু ভাইয়ের হাত ধরেই কেক কাটতাম। কিন্তু নানু ভাই তো নেই। ভেবেছিলাম, জন্মদিনে যান্ত্রিক এই শহর থেকে দূরে কোথাও গিয়ে নিজের মতো সময় কাটাবো। কিন্তু আমার কাছের প্রিয় কিছু মানুষ আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর তাই আমিও চাই এই বিশেষ মুহূর্তটি আমার দুই সন্তান ও ১ কোটি ৬০ লাখ ভক্তকে নিয়েই কেক কাটতে।’
পরী এখন ব্যস্ত তাঁর অভিনীত প্রথম ওয়েব সিরিজ রঙিলা কিতাবের প্রচারে। আগামী ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি। অনম বিশ্বাসের পরিচালনায় এতে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান। রঙিলা কিতাব নিয়ে পরীমণি বলেন, ‘প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্য সব সময় স্পেশাল। সে রকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। শুটিংয়ের সময় আমার সহ-অভিনেতা ও টিমের সব সদস্য খুব হেল্পফুল ছিল। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায়।’
দর্শক চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
২ ঘণ্টা আগেদুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথমদিকে সিনেপ্লেক্সে কমসংখ্যক শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে জংলির সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহ আরও বাড়ছে শোয়ের সংখ্যা।
৩ ঘণ্টা আগেবাংলা নতুন বছরের শুরুতে আগামীকাল শুক্রবার নিজেদের নন্দিত নাটক ‘খনা’ মঞ্চে নিয়ে আসছে বটতলা। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটির ৯২তম মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
৬ ঘণ্টা আগেস্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
১৫ ঘণ্টা আগে