বিনোদন ডেস্ক
মারাঠি, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম—সব ইন্ডাস্ট্রিতে অভিনয় দিয়ে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। অভিনয় করেছেন বাংলা সিনেমাতেও। ইংরেজি ভাষার কনটেন্টেও কাজ করেছেন তিনি। এবার রাধিকা আপ্তের ক্যারিয়ার বইছে ভিন্ন স্রোতে। অভিনেত্রী পরিচয় ছাপিয়ে প্রথমবারের মতো বসতে চলেছেন পরিচালকের চেয়ারে।
ভ্যারাইটি জানিয়েছে, ‘কোটিয়া’ নামের একটি সিনেমা পরিচালনা করছেন রাধিকা আপ্তে। ভারতের সিনেভেস্টর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় আসরে সিনেভ-সিএইডি প্রকল্পের আওতায় ২২টি সিনেমা বানাবে একদল প্রতিষ্ঠিত ও উদীয়মান নির্মাতা। এ তালিকায় রয়েছে রাধিকা পরিচালিত কোটিয়া সিনেমার নাম। রাধিকা ছাড়া এ প্রকল্পে রয়েছে পরিচালক হানসাল মেহতা, কানি কুসরুতি, সোনালি বোস, প্রতীক ভাটসসহ অনেকের সিনেমা।
দুই দশকের অভিনয়জীবন রাধিকা আপ্তের। তাঁর অভিনীত সিনেমা মানেই ভিন্ন গল্প ও উপস্থাপন। রাধিকা পরিচালিত কোটিয়া সিনেমাতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। হিন্দি-মারাঠি এই অ্যাকশন-ফ্যান্টাসি গল্পের মূল চরিত্রে একজন নারী। এই মধ্যবয়সী অভিবাসী নারী আখ কাটার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। ঘটনাক্রমে ভুল চিকিৎসার ভুক্তভোগী হতে হয় তাকে।
তবে এই ভুল চিকিৎসা অনেকটা শাপে বর হয়ে আসে নারীটির জীবনে। সুপারপাওয়ার অর্জন করে সে। এর মাধ্যমে সে তার পরিবারকে ঋণমুক্ত করতে সক্ষম হয়। এমন গল্পে এগোবে কোটিয়া সিনেমার কাহিনি। এটি প্রযোজনা করবেন বলিউডের প্রখ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে।
রাধিকা আপ্তেকে সম্প্রতি দেখা গেছে ‘সিস্টার মিডনাইট’ সিনেমায়। ইংরেজি ভাষার এ সিনেমায় তিনি অভিনয় করেছেন উমা চরিত্রে, যাকে একটি অসুখী দাম্পত্যের ভেতর দিয়ে যেতে হয়। কান উৎসবে সিস্টার মিডনাইটের প্রিমিয়ার হয়েছিল, পেয়েছিল বাফটা মনোনয়নও।
মারাঠি, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম—সব ইন্ডাস্ট্রিতে অভিনয় দিয়ে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। অভিনয় করেছেন বাংলা সিনেমাতেও। ইংরেজি ভাষার কনটেন্টেও কাজ করেছেন তিনি। এবার রাধিকা আপ্তের ক্যারিয়ার বইছে ভিন্ন স্রোতে। অভিনেত্রী পরিচয় ছাপিয়ে প্রথমবারের মতো বসতে চলেছেন পরিচালকের চেয়ারে।
ভ্যারাইটি জানিয়েছে, ‘কোটিয়া’ নামের একটি সিনেমা পরিচালনা করছেন রাধিকা আপ্তে। ভারতের সিনেভেস্টর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় আসরে সিনেভ-সিএইডি প্রকল্পের আওতায় ২২টি সিনেমা বানাবে একদল প্রতিষ্ঠিত ও উদীয়মান নির্মাতা। এ তালিকায় রয়েছে রাধিকা পরিচালিত কোটিয়া সিনেমার নাম। রাধিকা ছাড়া এ প্রকল্পে রয়েছে পরিচালক হানসাল মেহতা, কানি কুসরুতি, সোনালি বোস, প্রতীক ভাটসসহ অনেকের সিনেমা।
দুই দশকের অভিনয়জীবন রাধিকা আপ্তের। তাঁর অভিনীত সিনেমা মানেই ভিন্ন গল্প ও উপস্থাপন। রাধিকা পরিচালিত কোটিয়া সিনেমাতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। হিন্দি-মারাঠি এই অ্যাকশন-ফ্যান্টাসি গল্পের মূল চরিত্রে একজন নারী। এই মধ্যবয়সী অভিবাসী নারী আখ কাটার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। ঘটনাক্রমে ভুল চিকিৎসার ভুক্তভোগী হতে হয় তাকে।
তবে এই ভুল চিকিৎসা অনেকটা শাপে বর হয়ে আসে নারীটির জীবনে। সুপারপাওয়ার অর্জন করে সে। এর মাধ্যমে সে তার পরিবারকে ঋণমুক্ত করতে সক্ষম হয়। এমন গল্পে এগোবে কোটিয়া সিনেমার কাহিনি। এটি প্রযোজনা করবেন বলিউডের প্রখ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে।
রাধিকা আপ্তেকে সম্প্রতি দেখা গেছে ‘সিস্টার মিডনাইট’ সিনেমায়। ইংরেজি ভাষার এ সিনেমায় তিনি অভিনয় করেছেন উমা চরিত্রে, যাকে একটি অসুখী দাম্পত্যের ভেতর দিয়ে যেতে হয়। কান উৎসবে সিস্টার মিডনাইটের প্রিমিয়ার হয়েছিল, পেয়েছিল বাফটা মনোনয়নও।
জাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
৩৬ মিনিট আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
২ ঘণ্টা আগেবর্ষাকালে এমনিতেই কমে যায় কনসার্ট নিয়ে শিল্পিদের ব্যস্ততা। তবে গত কয়েক বছর এই সময়ে দেখা গেছে ইনডোর কনসার্টের আধিক্য। কিন্তু এ বছর প্রেক্ষাপট যেন ভিন্ন। কনসার্টের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। দেশে ব্যস্ততা কমায় বিদেশে কনসার্টের দিকে মনোযোগী হচ্ছেন শিল্পীরা। নগর বাউল জেমস, মাইলস, আর্ক, অর্থহীন...
৪ ঘণ্টা আগেকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ অবলম্বনে মঞ্চে মিউজিক্যাল পাপেট থিয়েটার নিয়ে আসছে টুগেদার উই ক্যান। নাম দেওয়া হয়েছে ‘আগুনি’। অংশ নিয়েছেন জুলাই আন্দোলনের প্রায় অর্ধশতাধিক যোদ্ধা। প্রযোজনাটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়...
৪ ঘণ্টা আগে