জেনিফার লোপেজের জন্য ২০২৪ ছিল নানা উত্থান-পতনের বছর। পেশাগত ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জনের পাশাপাশি, তাঁর এবং বেন অ্যাফ্লেকের বিবাহবিচ্ছেদও ছিল আলোচনার কেন্দ্রে। তবে সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করা রিক্যাপ ভিডিওতে বেন অ্যাফ্লেকের উপস্থিতি নেই, যা ভক্তদের বেশ অবাক করেছে।
ভিডিওতে জেনিফারের ২০২৪ সালের উল্লেখযোগ্য মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে মেট গালায় তাঁর চমকপ্রদ উপস্থিতি এবং তাঁর অভিনীত চলচ্চিত্র ‘আল্টাস’ এর রেড কার্পেট ইভেন্ট। এ ছাড়াও তার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘আনস্টপেবল’ এবং ‘দিস ইজ মি...নাও: এ লাভ স্টোরি’-এর কিছু ঝলক দেখা গেছে।
ভিডিওতে আরও জায়গা পেয়েছে অভিনেত্রীর কনসার্টের অসাধারণ পারফরম্যান্স এবং ভাইরাল হওয়া বডেগার অর্ডারের সেই বিখ্যাত কমলা রঙের পানীয়। এর পাশাপাশি বিভিন্ন সাক্ষাৎকারের উল্লেখযোগ্য মুহূর্তগুলোও তুলে ধরা হয়েছে।
এক সাক্ষাৎকারে জেনিফার বলেন, ‘আমি গর্বিত যেভাবে আমি সবকিছু সামলেছি। অভিনেত্রী জানান, তিনি নিজের অনুভূতিগুলোকে অনুভব করা এবং তা ছেড়ে দেওয়ার কৌশল শিখেছেন।
উত্থান-পতন নিয়ে স্মৃতিচারণ করে জেনিফার বলেন, ‘এটি ছিল সত্যিই চ্যালেঞ্জিং এক বছর, তবে আমি বিশ্বাস করি সেরা দিনগুলো এখনো বাকি। আমি এখন আমার মন ও হৃদয় অটুট রেখে ভালোবাসায় পূর্ণ থাকতে পারি।’
জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেকের বিবাহবিচ্ছেদ ছিল জটিল। তবে তাঁরা বরাবরই বলেছেন যে তাঁদের সন্তানের কথা মাথায় রেখে তাঁরা সুসম্পর্ক বজায় রাখতে চান। বিচ্ছেদের মধ্যেও তাঁদের একসঙ্গে দেখা গেছে। তারা পরিস্থিতি পরিপক্বতার সঙ্গেও সামলাচ্ছেন।
জেনিফার লোপেজের জন্য ২০২৪ ছিল নানা উত্থান-পতনের বছর। পেশাগত ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জনের পাশাপাশি, তাঁর এবং বেন অ্যাফ্লেকের বিবাহবিচ্ছেদও ছিল আলোচনার কেন্দ্রে। তবে সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করা রিক্যাপ ভিডিওতে বেন অ্যাফ্লেকের উপস্থিতি নেই, যা ভক্তদের বেশ অবাক করেছে।
ভিডিওতে জেনিফারের ২০২৪ সালের উল্লেখযোগ্য মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে মেট গালায় তাঁর চমকপ্রদ উপস্থিতি এবং তাঁর অভিনীত চলচ্চিত্র ‘আল্টাস’ এর রেড কার্পেট ইভেন্ট। এ ছাড়াও তার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘আনস্টপেবল’ এবং ‘দিস ইজ মি...নাও: এ লাভ স্টোরি’-এর কিছু ঝলক দেখা গেছে।
ভিডিওতে আরও জায়গা পেয়েছে অভিনেত্রীর কনসার্টের অসাধারণ পারফরম্যান্স এবং ভাইরাল হওয়া বডেগার অর্ডারের সেই বিখ্যাত কমলা রঙের পানীয়। এর পাশাপাশি বিভিন্ন সাক্ষাৎকারের উল্লেখযোগ্য মুহূর্তগুলোও তুলে ধরা হয়েছে।
এক সাক্ষাৎকারে জেনিফার বলেন, ‘আমি গর্বিত যেভাবে আমি সবকিছু সামলেছি। অভিনেত্রী জানান, তিনি নিজের অনুভূতিগুলোকে অনুভব করা এবং তা ছেড়ে দেওয়ার কৌশল শিখেছেন।
উত্থান-পতন নিয়ে স্মৃতিচারণ করে জেনিফার বলেন, ‘এটি ছিল সত্যিই চ্যালেঞ্জিং এক বছর, তবে আমি বিশ্বাস করি সেরা দিনগুলো এখনো বাকি। আমি এখন আমার মন ও হৃদয় অটুট রেখে ভালোবাসায় পূর্ণ থাকতে পারি।’
জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেকের বিবাহবিচ্ছেদ ছিল জটিল। তবে তাঁরা বরাবরই বলেছেন যে তাঁদের সন্তানের কথা মাথায় রেখে তাঁরা সুসম্পর্ক বজায় রাখতে চান। বিচ্ছেদের মধ্যেও তাঁদের একসঙ্গে দেখা গেছে। তারা পরিস্থিতি পরিপক্বতার সঙ্গেও সামলাচ্ছেন।
বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
২ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৪ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৮ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৭ ঘণ্টা আগে