অনলাইন ডেস্ক
জেনিফার লোপেজের জন্য ২০২৪ ছিল নানা উত্থান-পতনের বছর। পেশাগত ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জনের পাশাপাশি, তাঁর এবং বেন অ্যাফ্লেকের বিবাহবিচ্ছেদও ছিল আলোচনার কেন্দ্রে। তবে সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করা রিক্যাপ ভিডিওতে বেন অ্যাফ্লেকের উপস্থিতি নেই, যা ভক্তদের বেশ অবাক করেছে।
ভিডিওতে জেনিফারের ২০২৪ সালের উল্লেখযোগ্য মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে মেট গালায় তাঁর চমকপ্রদ উপস্থিতি এবং তাঁর অভিনীত চলচ্চিত্র ‘আল্টাস’ এর রেড কার্পেট ইভেন্ট। এ ছাড়াও তার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘আনস্টপেবল’ এবং ‘দিস ইজ মি...নাও: এ লাভ স্টোরি’-এর কিছু ঝলক দেখা গেছে।
ভিডিওতে আরও জায়গা পেয়েছে অভিনেত্রীর কনসার্টের অসাধারণ পারফরম্যান্স এবং ভাইরাল হওয়া বডেগার অর্ডারের সেই বিখ্যাত কমলা রঙের পানীয়। এর পাশাপাশি বিভিন্ন সাক্ষাৎকারের উল্লেখযোগ্য মুহূর্তগুলোও তুলে ধরা হয়েছে।
এক সাক্ষাৎকারে জেনিফার বলেন, ‘আমি গর্বিত যেভাবে আমি সবকিছু সামলেছি। অভিনেত্রী জানান, তিনি নিজের অনুভূতিগুলোকে অনুভব করা এবং তা ছেড়ে দেওয়ার কৌশল শিখেছেন।
উত্থান-পতন নিয়ে স্মৃতিচারণ করে জেনিফার বলেন, ‘এটি ছিল সত্যিই চ্যালেঞ্জিং এক বছর, তবে আমি বিশ্বাস করি সেরা দিনগুলো এখনো বাকি। আমি এখন আমার মন ও হৃদয় অটুট রেখে ভালোবাসায় পূর্ণ থাকতে পারি।’
জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেকের বিবাহবিচ্ছেদ ছিল জটিল। তবে তাঁরা বরাবরই বলেছেন যে তাঁদের সন্তানের কথা মাথায় রেখে তাঁরা সুসম্পর্ক বজায় রাখতে চান। বিচ্ছেদের মধ্যেও তাঁদের একসঙ্গে দেখা গেছে। তারা পরিস্থিতি পরিপক্বতার সঙ্গেও সামলাচ্ছেন।
জেনিফার লোপেজের জন্য ২০২৪ ছিল নানা উত্থান-পতনের বছর। পেশাগত ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জনের পাশাপাশি, তাঁর এবং বেন অ্যাফ্লেকের বিবাহবিচ্ছেদও ছিল আলোচনার কেন্দ্রে। তবে সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করা রিক্যাপ ভিডিওতে বেন অ্যাফ্লেকের উপস্থিতি নেই, যা ভক্তদের বেশ অবাক করেছে।
ভিডিওতে জেনিফারের ২০২৪ সালের উল্লেখযোগ্য মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে মেট গালায় তাঁর চমকপ্রদ উপস্থিতি এবং তাঁর অভিনীত চলচ্চিত্র ‘আল্টাস’ এর রেড কার্পেট ইভেন্ট। এ ছাড়াও তার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘আনস্টপেবল’ এবং ‘দিস ইজ মি...নাও: এ লাভ স্টোরি’-এর কিছু ঝলক দেখা গেছে।
ভিডিওতে আরও জায়গা পেয়েছে অভিনেত্রীর কনসার্টের অসাধারণ পারফরম্যান্স এবং ভাইরাল হওয়া বডেগার অর্ডারের সেই বিখ্যাত কমলা রঙের পানীয়। এর পাশাপাশি বিভিন্ন সাক্ষাৎকারের উল্লেখযোগ্য মুহূর্তগুলোও তুলে ধরা হয়েছে।
এক সাক্ষাৎকারে জেনিফার বলেন, ‘আমি গর্বিত যেভাবে আমি সবকিছু সামলেছি। অভিনেত্রী জানান, তিনি নিজের অনুভূতিগুলোকে অনুভব করা এবং তা ছেড়ে দেওয়ার কৌশল শিখেছেন।
উত্থান-পতন নিয়ে স্মৃতিচারণ করে জেনিফার বলেন, ‘এটি ছিল সত্যিই চ্যালেঞ্জিং এক বছর, তবে আমি বিশ্বাস করি সেরা দিনগুলো এখনো বাকি। আমি এখন আমার মন ও হৃদয় অটুট রেখে ভালোবাসায় পূর্ণ থাকতে পারি।’
জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেকের বিবাহবিচ্ছেদ ছিল জটিল। তবে তাঁরা বরাবরই বলেছেন যে তাঁদের সন্তানের কথা মাথায় রেখে তাঁরা সুসম্পর্ক বজায় রাখতে চান। বিচ্ছেদের মধ্যেও তাঁদের একসঙ্গে দেখা গেছে। তারা পরিস্থিতি পরিপক্বতার সঙ্গেও সামলাচ্ছেন।
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
২১ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
২১ ঘণ্টা আগেগত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন...
২১ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
২১ ঘণ্টা আগে