Ajker Patrika

ফিরলেন দীঘি

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৭: ০৯
ফিরলেন দীঘি

জটিলতা কাটিয়ে দেশে ফিরলেন সময়ের আলোচিত চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শুক্রবার (৯ এপ্রিল) বেলা ২টা ১০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় করছেন দীঘি। ভারতের মুম্বাইয়ে এ সিনেমার শুটিং চলছে। তাতে অংশ নিতে গত ২৫ মার্চ ভারত যান তিনি। কিন্তু এর মধ‌্যে জারি করা হয় লকডাউন। তৈরি হয় টিকিট জটিলতা।

অভিনেত্রী বলেন, ‘কোনো কাজ ছিল না। হোটেলে লকডাউন হয়ে ছিলাম। অবশেষে দুই সপ্তাহের বেশি সময় পর ঢাকায় ফিরলাম। খুব ভালো লাগছে, স্বস্তি অনুভব করছি!’

তবে মুম্বাইয়ে রেখে আসা শুটিং টিমের জন‌্য মন খারাপ দীঘির। তা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘মুম্বাই থেকে চলে আসার সময় খারাপ লাগছিল। কারণ এতদিন একটি টিমের সঙ্গে কাজ করেছি। তাদের মায়ায় পড়ে গিয়েছিলাম। সবাইকে অনেক মিস করছি।’

বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ করছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করছেন দীঘি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত