স্ত্রী সাইরা বানুর সঙ্গে ২৯ বছরের দাম্পত্য জীবন ভেঙেছে অস্কার বিজয়ী প্রখ্যাত সংগীত পরিচালক ও শিল্পী এ আর রহমানের। সোশ্যাল মিডিয়ায় ‘এআরসায়রাব্রেকআপ’ হ্যাশট্যাগ দিয়ে রাহমানও বিষয়টি নিশ্চিত করেন। ঠিক এর পরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ আগ বাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার! এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ঝাঁজালো উত্তর দিলেন মোহিনী। স্পষ্ট জানালেন, রহমান তাঁর কাছে পিতৃসম।
গতকাল সোমবার লম্বা ক্যাপশন দিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন মোহিনী। পোস্টে মোহিনী লেখেন, ‘খুব অবাক লাগছে, চারদিকে আমাকে আর রহমানকে নিয়ে যে ধরনের মিথ্যা খবর রটেছে। সংবাদমাধ্যম যেভাবে পুরো বিষয়টাকে নিয়ে কেচ্ছা করছে, তা সত্যিই ক্রাইমের পর্যায় পরে।’
এই বেজ গিটারিস্ট এ-ও বলেন, ‘আমার জীবনে পিতৃতুল্য অনেকেই রয়েছেন। তাঁদের একজন রহমান। আট বছরেরও বেশি সময় তাঁর সঙ্গে কাজ করেছি। অকারণ কলঙ্কিত করা হচ্ছে।’
২৯ বছরের মোহিনী দে, কলকাতার মেয়ে। রহমানের সঙ্গে দেশে-বিদেশে প্রায় ৪০টি শোতে পারফর্ম করেছেন তিনি। ২০২৩ সালের আগস্ট মাসে নিজের অ্য়ালবামও প্রকাশ করেছেন। শোনা যায়, রহমানের খুবই পছন্দের শিল্পী তিনি।
১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ আর রহমান ও সায়রা বানু দম্পতি। খাদিজা, রহিমা ও আমিন নামের তিন সন্তান রয়েছে তাঁদের। এদিকে এ আর রাহমান ও মোহিনীকে নিয়ে গুঞ্জন রটায় বিরক্ত রাহমানের সন্তানেরাও। গুঞ্জন রটনাকারীদের উদ্দেশে রাহমান-সায়রার মেয়ে রহিমা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সব সময় মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দুকেরা, বোকারা সেটা ছড়িয়ে দেয়। আর নির্বোধেরা ওই গুজব বিশ্বাস করে।’
উল্লেখ্য, এ আর রাহমানের গানের দলের অন্যতম সদস্য বেজিস্ট মোহিনী। রাহমানের সঙ্গে ৪০টির বেশি শো করেছেন বিভিন্ন দেশে। মোহিনীর একক ক্যারিয়ারও যথেষ্ট সমৃদ্ধ। স্যাক্সোফোনিস্ট মার্ক হার্টসাচের সঙ্গে মোহিনীর বিচ্ছেদের ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছেন তিনি।
স্ত্রী সাইরা বানুর সঙ্গে ২৯ বছরের দাম্পত্য জীবন ভেঙেছে অস্কার বিজয়ী প্রখ্যাত সংগীত পরিচালক ও শিল্পী এ আর রহমানের। সোশ্যাল মিডিয়ায় ‘এআরসায়রাব্রেকআপ’ হ্যাশট্যাগ দিয়ে রাহমানও বিষয়টি নিশ্চিত করেন। ঠিক এর পরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ আগ বাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার! এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ঝাঁজালো উত্তর দিলেন মোহিনী। স্পষ্ট জানালেন, রহমান তাঁর কাছে পিতৃসম।
গতকাল সোমবার লম্বা ক্যাপশন দিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন মোহিনী। পোস্টে মোহিনী লেখেন, ‘খুব অবাক লাগছে, চারদিকে আমাকে আর রহমানকে নিয়ে যে ধরনের মিথ্যা খবর রটেছে। সংবাদমাধ্যম যেভাবে পুরো বিষয়টাকে নিয়ে কেচ্ছা করছে, তা সত্যিই ক্রাইমের পর্যায় পরে।’
এই বেজ গিটারিস্ট এ-ও বলেন, ‘আমার জীবনে পিতৃতুল্য অনেকেই রয়েছেন। তাঁদের একজন রহমান। আট বছরেরও বেশি সময় তাঁর সঙ্গে কাজ করেছি। অকারণ কলঙ্কিত করা হচ্ছে।’
২৯ বছরের মোহিনী দে, কলকাতার মেয়ে। রহমানের সঙ্গে দেশে-বিদেশে প্রায় ৪০টি শোতে পারফর্ম করেছেন তিনি। ২০২৩ সালের আগস্ট মাসে নিজের অ্য়ালবামও প্রকাশ করেছেন। শোনা যায়, রহমানের খুবই পছন্দের শিল্পী তিনি।
১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ আর রহমান ও সায়রা বানু দম্পতি। খাদিজা, রহিমা ও আমিন নামের তিন সন্তান রয়েছে তাঁদের। এদিকে এ আর রাহমান ও মোহিনীকে নিয়ে গুঞ্জন রটায় বিরক্ত রাহমানের সন্তানেরাও। গুঞ্জন রটনাকারীদের উদ্দেশে রাহমান-সায়রার মেয়ে রহিমা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সব সময় মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দুকেরা, বোকারা সেটা ছড়িয়ে দেয়। আর নির্বোধেরা ওই গুজব বিশ্বাস করে।’
উল্লেখ্য, এ আর রাহমানের গানের দলের অন্যতম সদস্য বেজিস্ট মোহিনী। রাহমানের সঙ্গে ৪০টির বেশি শো করেছেন বিভিন্ন দেশে। মোহিনীর একক ক্যারিয়ারও যথেষ্ট সমৃদ্ধ। স্যাক্সোফোনিস্ট মার্ক হার্টসাচের সঙ্গে মোহিনীর বিচ্ছেদের ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছেন তিনি।
টালিউডে নিয়মিত কাজ করতে চান আরিফিন শুভ। আর তাই সেখানে থাকার ঠিকানা খুঁজছেন তিনি। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভ জানান, টালিউডের নির্মাতারা তাঁকে নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তাই সেখানে নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগটা নিতে চান তিনি।
১৩ ঘণ্টা আগেট্রাম্প বাণিজ্য দপ্তরের মতো সংশ্লিষ্ট মার্কিন সরকারি সংস্থাগুলোকে অবিলম্বে বিদেশে নির্মিত এবং যুক্তরাষ্ট্রে আনা সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা আবারও আমেরিকায় চলচ্চিত্র নির্মাণ করতে চাই!’
২১ ঘণ্টা আগেকণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ আছেন কানাডায়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তাঁর ছেলে নিবিড়। সেই থেকে ছেলেকে সুস্থ করে তোলার তুমুল এক লড়াইয়ে কুমার বিশ্বজিৎ। গান ছেড়েছেন, দেশ ছেড়েছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে দিনের পর দিন হাসপাতালে ছেলের পাশে থেকেছেন। বিশ্বজিৎ জানালেন...
১ দিন আগেহলিউড যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ভর করে সমৃদ্ধ হতে পারে, তবে বলিউড কেন ভিলেজ সিনেম্যাটিক ইউনিভার্স (ভিসিইউ) হতে পারে না? এ আইডিয়া ‘পঞ্চায়েত’ সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্রর। গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
১ দিন আগে