ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মজার একটি পর্ব হচ্ছে মিউজিক্যাল ড্রামা। ইত্যাদির প্রতি পর্বেই থাকে নিত্যনতুন বিভিন্ন বিষয় নিয়ে এই আয়োজন। আয়-ব্যয় ও মূল্যবোধ নিয়ে দুটি মিউজিক্যাল ড্রামা নির্মিত হয়েছে এবারের ঈদের ইত্যাদির জন্য।
ছোটবেলায় অভিভাবকেরা সন্তানকে শিখিয়েছেন সত্য কথা বলতে, সৎপথে চলতে। বড় হয়ে সেই সন্তান যদি ভিন্ন পথে চলে, তাহলে কী হয়? এই বিষয়ে তৈরি হয়েছে একটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা। চার অভিভাবকের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, সাবেরী আলম ও আল মামুন। দীর্ঘদিন পর এই অনুষ্ঠানের মাধ্যমে আবার টিভি পর্দায় উপস্থিত হচ্ছেন একসময়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিশেষ দ্রষ্টব্য’র উপস্থাপক আল মামুন।
আরও একটি মিউজিক্যাল ড্রামায় দেখা যাবে, ঈদ এলে অনেকেই গ্রামের বাড়িতে কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ না করে চলে যান বিভিন্ন স্থানে ঘুরতে। কেউ যান দেশের বাইরে। অনেকে আবার স্বামীর আয় বিবেচনা না করে ঈদে চান দামি দামি উপহার। তাই অনেক স্বামী বাধ্য হন অবৈধ আয়ের দিকে পা বাড়াতে। এসব চিত্রই তুলে ধরা হয়েছে এই মিউজিক্যাল ড্রামাটিতে। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও সারিকা সাবরিন।
এ ছাড়া এবারের ইত্যাদিতে গাইবেন প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই ছেলে প্রতীক হাসান ও প্রীতম হাসান। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানটিতে দুই শিল্পীর সঙ্গে অংশ নিয়েছেন আট তরুণ বিট বক্সার।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।
ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মজার একটি পর্ব হচ্ছে মিউজিক্যাল ড্রামা। ইত্যাদির প্রতি পর্বেই থাকে নিত্যনতুন বিভিন্ন বিষয় নিয়ে এই আয়োজন। আয়-ব্যয় ও মূল্যবোধ নিয়ে দুটি মিউজিক্যাল ড্রামা নির্মিত হয়েছে এবারের ঈদের ইত্যাদির জন্য।
ছোটবেলায় অভিভাবকেরা সন্তানকে শিখিয়েছেন সত্য কথা বলতে, সৎপথে চলতে। বড় হয়ে সেই সন্তান যদি ভিন্ন পথে চলে, তাহলে কী হয়? এই বিষয়ে তৈরি হয়েছে একটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা। চার অভিভাবকের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, সাবেরী আলম ও আল মামুন। দীর্ঘদিন পর এই অনুষ্ঠানের মাধ্যমে আবার টিভি পর্দায় উপস্থিত হচ্ছেন একসময়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিশেষ দ্রষ্টব্য’র উপস্থাপক আল মামুন।
আরও একটি মিউজিক্যাল ড্রামায় দেখা যাবে, ঈদ এলে অনেকেই গ্রামের বাড়িতে কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ না করে চলে যান বিভিন্ন স্থানে ঘুরতে। কেউ যান দেশের বাইরে। অনেকে আবার স্বামীর আয় বিবেচনা না করে ঈদে চান দামি দামি উপহার। তাই অনেক স্বামী বাধ্য হন অবৈধ আয়ের দিকে পা বাড়াতে। এসব চিত্রই তুলে ধরা হয়েছে এই মিউজিক্যাল ড্রামাটিতে। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও সারিকা সাবরিন।
এ ছাড়া এবারের ইত্যাদিতে গাইবেন প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই ছেলে প্রতীক হাসান ও প্রীতম হাসান। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানটিতে দুই শিল্পীর সঙ্গে অংশ নিয়েছেন আট তরুণ বিট বক্সার।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।
ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
৪১ মিনিট আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
২ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৩ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
১৩ ঘণ্টা আগে