বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত প্রায়ই বেফাঁস মন্তব্য করে উঠে আসেন শিরোনামে। কখনো বলিউডের নেপটিসম কিংবা পলিটিক্স প্রসঙ্গ, কখনোবা ব্যক্তিগত বিষয় নিয়ে কন্ট্রভার্সিতে থাকেন এই ‘কুইন’ অভিনেত্রী। সব বিষয়েই খোলাখুলি কথা বলেন তিনি। এবার রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করে কথা বলেছেন কঙ্গনা।
গতকাল বৃহস্পতিবার সকালে ভারতের সংসদ চত্বরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস ও বিজেপি সংসদ সদস্যরা। এ সময় রাহুল গান্ধীর ধাক্কায় বিজেপির দুই সংসদ সদস্য আহত হওয়ার অভিযোগ উঠে। এবার এই ইস্যু নিয়েই সরব বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা।
কঙ্গনা রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করে ‘জিম প্রশিক্ষক’ বলেন। ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা মন্তব্য করেন, এই লোকটা সংসদে হাতের পেশি দেখাতে দেখাতে আসেন। সংসদে বিজেপি সংসদ সদস্যদের ওপর রাহুল গান্ধী হামলা করেছেন। যেন ‘জিম ট্রেনার’।
কঙ্গনা লেখেন, এবার তো লোকজনকে ধাক্কা, ঘুষিও মারলেন। কোনো সম্মান নেই।
গণমাধ্যমের কাছে মন্তব্য করে কঙ্গনা বলেন, ‘আমাদের একজন সংসদ সদস্যের মাথায় আঘাত লেগেছে, সেলাইও পড়েছে। কংগ্রেস আজ সংসদ পর্যন্ত হিংসা পৌঁছে দিয়েছে।’
সংসদ প্রাঙ্গণে এমন অপ্রীতিকর ঘটনার জেরে অনুরাগ ঠাকুরসহ ৩ বিজেপি সংসদ সদস্য মার্গ থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিজেপির দুই আহত সংসদ সদস্যের সঙ্গে কথা বলে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ওডিশার বালাসোরের সংসদ সদস্য প্রতাপ সারেঙ্গীর মাথা ফেটেছে। গুরুতর জখম হয়েছেন উত্তর প্রদেশের ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপূতও। বিজেপির অভিযোগ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধাক্কায় তাঁরা আহত হয়েছেন।
বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত প্রায়ই বেফাঁস মন্তব্য করে উঠে আসেন শিরোনামে। কখনো বলিউডের নেপটিসম কিংবা পলিটিক্স প্রসঙ্গ, কখনোবা ব্যক্তিগত বিষয় নিয়ে কন্ট্রভার্সিতে থাকেন এই ‘কুইন’ অভিনেত্রী। সব বিষয়েই খোলাখুলি কথা বলেন তিনি। এবার রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করে কথা বলেছেন কঙ্গনা।
গতকাল বৃহস্পতিবার সকালে ভারতের সংসদ চত্বরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস ও বিজেপি সংসদ সদস্যরা। এ সময় রাহুল গান্ধীর ধাক্কায় বিজেপির দুই সংসদ সদস্য আহত হওয়ার অভিযোগ উঠে। এবার এই ইস্যু নিয়েই সরব বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা।
কঙ্গনা রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করে ‘জিম প্রশিক্ষক’ বলেন। ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা মন্তব্য করেন, এই লোকটা সংসদে হাতের পেশি দেখাতে দেখাতে আসেন। সংসদে বিজেপি সংসদ সদস্যদের ওপর রাহুল গান্ধী হামলা করেছেন। যেন ‘জিম ট্রেনার’।
কঙ্গনা লেখেন, এবার তো লোকজনকে ধাক্কা, ঘুষিও মারলেন। কোনো সম্মান নেই।
গণমাধ্যমের কাছে মন্তব্য করে কঙ্গনা বলেন, ‘আমাদের একজন সংসদ সদস্যের মাথায় আঘাত লেগেছে, সেলাইও পড়েছে। কংগ্রেস আজ সংসদ পর্যন্ত হিংসা পৌঁছে দিয়েছে।’
সংসদ প্রাঙ্গণে এমন অপ্রীতিকর ঘটনার জেরে অনুরাগ ঠাকুরসহ ৩ বিজেপি সংসদ সদস্য মার্গ থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিজেপির দুই আহত সংসদ সদস্যের সঙ্গে কথা বলে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ওডিশার বালাসোরের সংসদ সদস্য প্রতাপ সারেঙ্গীর মাথা ফেটেছে। গুরুতর জখম হয়েছেন উত্তর প্রদেশের ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপূতও। বিজেপির অভিযোগ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধাক্কায় তাঁরা আহত হয়েছেন।
ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
৪০ মিনিট আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
২ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৩ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
১৩ ঘণ্টা আগে