Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

বিনোদন ডেস্ক
‘ঘুমপরী’ সিনেমায় প্রীতম হাসান, পারশা মাহজাবীন ও তানজিন তিশা। ছবি: সংগৃহীত
‘ঘুমপরী’ সিনেমায় প্রীতম হাসান, পারশা মাহজাবীন ও তানজিন তিশা। ছবি: সংগৃহীত

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

ঘুমপরী (বাংলা সিনেমা)

  • অভিনয়: প্রীতম হাসান, তানজিন তিশা, পারশা মাহজাবীন
  • মুক্তি: ২০ ফেব্রুয়ারি, চরকি
  • গল্পসংক্ষেপ: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেঘ প্রাইভেট পড়ায় উষাকে। একসময় মেঘকে ভালোবাসে উষা। কিন্তু মুখ ফুটে সেই কথা বলতে পারে না। অন্যদিকে মেঘ পছন্দ করে জ্যোতিকে। ফোনে তাদের কথা হলেও কখনো দেখা হয়নি। অনেক প্রতীক্ষার পর মেঘের সঙ্গে দেখা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে কোমায় চলে যায় জ্যোতি।

শ্যামা কাব্য (বাংলা সিনেমা)

  • অভিনয়: সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার
  • মুক্তি: ২০ ফেব্রুয়ারি, বঙ্গ
  • গল্পসংক্ষেপ: ব্রোকেন ফ্যামিলিতে বেড়ে ওঠা আজাদ একটি কলেজে শিক্ষকতা করে। মা-বাবার বিচ্ছেদ তার জীবনে বড় প্রভাব ফেলে। বড় হয়ে যখন সম্পর্কে জড়ায় আজাদ, সেখানে আসে বিচ্ছেদ। তার মধ্যে হতাশা জন্ম নেয়। একসময় তার জীবনে শ্যামার আগমন ঘটে। এমন নানা রকম সম্পর্কের ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় সিনেমার গল্প।

চালচিত্র (বাংলা সিনেমা)

  • অভিনয়: টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, জিয়াউল ফারুক অপূর্ব
  • মুক্তি: ২০ ফেব্রুয়ারি, হইচই
  • গল্পসংক্ষেপ: সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক নারী খুন হতে থাকে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এই সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। রহস্য উদ্‌ঘাটনে সাহায্যের হাত বাড়ায় রহস্যময় এক পুরুষ। এ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব।

ডাকু মহারাজ (তেলুগু সিনেমা)

  • অভিনয়: নন্দামুরি বালাকৃষ্ণ, ববি দেওল, উর্বশী রাউতেলা
  • মুক্তি: ২১ ফেব্রুয়ারি, নেটফ্লিক্স
  • গল্পসংক্ষেপ: সীতারাম নামের এক সরকারি প্রকৌশলী বাধ্য হয়ে অপরাধে যুক্ত হয় এবং একসময় ডাকু মাহারাজ নামে পরিচিতি পায়। অপরাধের দায়ে জেলে যেতে হয় তাকে। বেশ কয়েক বছর পর কারাগার থেকে পালায় ডাকু মহারাজ, চাকরি নেয় ড্রাইভারের। এরপর শুরু হয় তার প্রতিশোধ আর পুরোনো শত্রুদের ঘায়েল করার লড়াই।

জিরো ডে (ইংরেজি সিরিজ)

  • অভিনয়: রবার্ট ডি নিরো, লিজি ক্যাপল্যান, জোয়ান অ্যালেন
  • মুক্তি: ২০ ফেব্রুয়ারি, নেটফ্লিক্স
  • গল্পসংক্ষেপ: পলিটিক্যাল এই সিরিজের নায়ক একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। বিপর্যয় ডেকে আনা বিশ্বব্যাপী একটি সাইবার আক্রমণের তদন্তে নামেন তিনি। সেই কাজে আসে নানা বাধা আর বিপত্তি। নিজের লক্ষ্যে অটল থাকেন তিনি।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত