বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিয়াজ মাহবুবের পরিচালনায় প্রথমবার একসঙ্গে একই নাটকে অভিনয় করেছেন অভিনয়শিল্পী মোশাররফ করিম, নাজিয়া হক অর্ষা ও স্বর্ণলতা দেবনাথ। নাটকের নাম ‘টেনশন’। রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে নাটকটির।
পরিচালক নিয়াজ মাহবুব জানিয়েছেন, অহেতুক টেনশনের কারণে একটি ঘটনার সঙ্গে জড়িয়ে যায় এক লোক। যদিও এর সঙ্গে তার নিজের কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু দায়টা এসে পড়ে তার নিজের ঘাড়ে। সেই দায় থেকে বের হওয়ার গল্প হচ্ছে টেনশন। এটি প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে।
এর আগে নিয়াজ মাহবুবের পরিচালনায় ‘পায়ের নীচে পিচ্ছিল স্বর্গ’ নাটকে অভিনয় করেছিলেন মোশাররফ করিম। টেনশনে অভিনয় প্রসঙ্গে মোশাররফ বলেন, ‘পেশাগত কারণেই গড়পড়তা অনেক গল্পে কাজ করতে হয় আমাদের। তার মধ্যে ভালো গল্প পেলে সেই কাজটি করার আগ্রহ বেড়ে যায়। টেনশন নাটকটি সে রকম একটা গল্পের। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে। অর্ষার সঙ্গে আগেও কাজ হয়েছে আমার। নিঃসন্দেহে বেশ ভালো অভিনেত্রী সে। এই নাটকেও ভালো করেছে। স্বর্ণলতার সঙ্গে এবারই প্রথম কাজ। অভিনয়ের ব্যাপারে তাকে খুবই সিনসিয়ার মনে হয়েছে। আর নির্মাতা নিয়াজ সব সময়ই ভালো কাজ করতে চায়। যদিও তার সঙ্গে বেশি কাজ করা হয়নি। এখন থেকে আমরা নিয়মিত কাজ করব আশা রাখছি।’
অর্ষা বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে “খায়েশ”, “বনলতার প্যারা”, “সেইরকম চা খোর”, “স্বপ্ন বিভ্রাট”, “ঘুম”সহ বেশ কিছু নাটকে কাজ করেছি। তাঁর সঙ্গে কাজ করলে সব সময়ই কিছু না কিছু শেখা যায়। তাই তাঁর সঙ্গে কাজ করতে ভালো লাগে আমার। এই নাটকেও তার ব্যতিক্রম হয়নি।’
স্বর্ণলতা বলেন, ‘মোশাররফ করিম ভাইকে অভিনয়ের একটি প্রতিষ্ঠান বলা চলে। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করব, এটা আমার স্বপ্ন ছিল। নিয়াজ মাহবুব ভাইকে ধন্যবাদ আমার সেই স্বপ্ন পূরণ করে দেওয়ায়। কাজটি করে আমি অভিনয়ের আরও অনেক কিছু জানতে পেরেছি, নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। অর্ষা আপুও গুণী অভিনেত্রী। তাঁর অভিনয় আমার ভীষণ ভালো লাগে। তাঁদের দুজনের সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হলো। নাটকটি আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
নিয়াজ মাহবুবের পরিচালনায় প্রথমবার একসঙ্গে একই নাটকে অভিনয় করেছেন অভিনয়শিল্পী মোশাররফ করিম, নাজিয়া হক অর্ষা ও স্বর্ণলতা দেবনাথ। নাটকের নাম ‘টেনশন’। রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে নাটকটির।
পরিচালক নিয়াজ মাহবুব জানিয়েছেন, অহেতুক টেনশনের কারণে একটি ঘটনার সঙ্গে জড়িয়ে যায় এক লোক। যদিও এর সঙ্গে তার নিজের কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু দায়টা এসে পড়ে তার নিজের ঘাড়ে। সেই দায় থেকে বের হওয়ার গল্প হচ্ছে টেনশন। এটি প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে।
এর আগে নিয়াজ মাহবুবের পরিচালনায় ‘পায়ের নীচে পিচ্ছিল স্বর্গ’ নাটকে অভিনয় করেছিলেন মোশাররফ করিম। টেনশনে অভিনয় প্রসঙ্গে মোশাররফ বলেন, ‘পেশাগত কারণেই গড়পড়তা অনেক গল্পে কাজ করতে হয় আমাদের। তার মধ্যে ভালো গল্প পেলে সেই কাজটি করার আগ্রহ বেড়ে যায়। টেনশন নাটকটি সে রকম একটা গল্পের। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে। অর্ষার সঙ্গে আগেও কাজ হয়েছে আমার। নিঃসন্দেহে বেশ ভালো অভিনেত্রী সে। এই নাটকেও ভালো করেছে। স্বর্ণলতার সঙ্গে এবারই প্রথম কাজ। অভিনয়ের ব্যাপারে তাকে খুবই সিনসিয়ার মনে হয়েছে। আর নির্মাতা নিয়াজ সব সময়ই ভালো কাজ করতে চায়। যদিও তার সঙ্গে বেশি কাজ করা হয়নি। এখন থেকে আমরা নিয়মিত কাজ করব আশা রাখছি।’
অর্ষা বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে “খায়েশ”, “বনলতার প্যারা”, “সেইরকম চা খোর”, “স্বপ্ন বিভ্রাট”, “ঘুম”সহ বেশ কিছু নাটকে কাজ করেছি। তাঁর সঙ্গে কাজ করলে সব সময়ই কিছু না কিছু শেখা যায়। তাই তাঁর সঙ্গে কাজ করতে ভালো লাগে আমার। এই নাটকেও তার ব্যতিক্রম হয়নি।’
স্বর্ণলতা বলেন, ‘মোশাররফ করিম ভাইকে অভিনয়ের একটি প্রতিষ্ঠান বলা চলে। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করব, এটা আমার স্বপ্ন ছিল। নিয়াজ মাহবুব ভাইকে ধন্যবাদ আমার সেই স্বপ্ন পূরণ করে দেওয়ায়। কাজটি করে আমি অভিনয়ের আরও অনেক কিছু জানতে পেরেছি, নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। অর্ষা আপুও গুণী অভিনেত্রী। তাঁর অভিনয় আমার ভীষণ ভালো লাগে। তাঁদের দুজনের সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হলো। নাটকটি আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এ বিষয়ে প্রসূন বলেন, ‘বাবা নিজেই বাসায় ফিরেছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। তাঁকে এখনো এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করা হয়নি। তিনি ফিরেছেন, এটাই বড় কথা।’
১ ঘণ্টা আগেবাবা নিখোঁজ হওয়ার বিষয়ে প্রসূন আজাদ সাংবাদিকদের বলেন, ‘বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তিনি মালিবাগের বাসা থেকে লুঙ্গি আর পাঞ্জাবি পরে বের হন গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে। মা ভেবেছেন এলাকায় ঘোরাঘুরি করে বাসায়ই তো ফিরবে। তবে তিনি এখনো বাসায় আসেননি। মোবাইলও বাসায় রেখে যাওয়ায় তাঁর সন্ধান পাওয়া...
৫ ঘণ্টা আগে১৭ জুলাই প্রকাশিত হলো ওয়ারফেজের পলাশ নূরের ফিচারিংয়ে ‘খুঁজি তোমায়’ শিরোনামের গান। এতে কণ্ঠ দিয়েছেন মাইলসের হামিন আহমেদ। মাইলস ব্যান্ডের দলপ্রধানের পাশাপাশি বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতির দায়িত্ব পালন করছেন হামিন।
১৪ ঘণ্টা আগেদুই বাংলায় একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে জয়া আহসানের। গত কোরবানির ঈদে দেশের হলে মুক্তি পায় তাঁর জোড়া সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। গতকাল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’।
১৪ ঘণ্টা আগে