Ajker Patrika

বাংলাদেশ বেতারের প্রযোজিত নাটকে তারা পাঁচজন

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৫: ২৭
বাংলাদেশ বেতারের প্রযোজিত নাটকে তারা পাঁচজন

বাংলাদেশ বেতারের প্রযোজনায় ও মাতিয়া বানু শুকুর রচনায় ‘আনন্দলোক’ নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান, ডলি জহুর, তানভীন সুইটি, শাহেদ আলী ও শতাব্দী ওয়াদুদ। এরই মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের কার্যালয়ে নাটকটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এতে পাঁচটি ভিন্ন চরিত্রে উল্লিখিত শিল্পীরা অভিনয় করেছেন। 

‘আনন্দলোক’ নাটকে অভিনয় করা প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘বেশ কিছুদিন বিরতির পর বাংলাদেশ বেতারের আহ্বানে নাটকে অভিনয় করেছি। মাতিয়া বানু শুকুর স্ক্রিপ্ট তো আসলে এক কথায় অনবদ্য। আমার কাছে এতে অভিনয় করতে বেশ ভালো লেগেছে। শ্রোতাদেরও নাটকটি ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’ 

এদিকে ডলি জহুর নিজেই কিছুদিন আগে একটি নাটক নির্মাণ করেছেন। জীবনে প্রথমবারের মতো তিনি নাটক নির্দেশনা দিয়েছেন। আবার তারিক আনাম খান বর্তমানে ব্যস্ত রয়েছেন আগামী ঈদের নাটকের কাজ নিয়ে। তানভীন সুইটি অভিনীত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ওপর ভিত্তি করে নির্মিত ‘মাইক’ সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত