Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

‘মির্জা’, ‘ফাউন্টেন অব ইয়ুথ’সহ মুক্তি পাচ্ছে যেসব কনটেন্ট

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

বিনোদন ডেস্ক
‘মির্জা’ সিনেমায় মোশাররফ করিম
‘মির্জা’ সিনেমায় মোশাররফ করিম

মির্জা (ওয়েব ফিল্ম)

  • অভিনয়: মোশাররফ করিম, পারসা ইভানা, দিলরুবা দোয়েল
  • মুক্তি: বঙ্গ (২৩ মে)
  • গল্পসংক্ষেপ: মির্জা একজন প্রাইভেট ডিটেকটিভ। সাধারণত গোয়েন্দাকে যেমন দেখা যায়, মির্জা ঠিক তেমনটা নয়। মির্জার বয়স ৫০। বেশ মোটাসোটা, দৌড়াতে পারে না। ফাইট করতে পারে না। তবে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন মানুষ। গোয়েন্দা হয়ে উঠতে যে গুণাবলি থাকা দরকার, তার চেয়ে কিঞ্চিৎ কম রয়েছে মির্জার।

ফাউন্টেন অব ইয়ুথ (ইংরেজি সিনেমা)

  • অভিনয়: জন ক্রাসিনস্কি, নাটালি পোর্টম্যান, এজা গঞ্জালেস
  • মুক্তি: অ্যাপল টিভি প্লাস (২৩ মে)
  • গল্পসংক্ষেপ: দুই ভাই-বোন বের হয় সেই পৌরাণিক ঝর্নার খোঁজে, যার পানি পান করলে মানুষ অমরত্ব লাভ করে। হাজার বছর ধরে এ ঝর্নার খোঁজ চলছে। দুই ভাই-বোন সেই রহস্য ভেদ করতে একটি অপরাধ চক্রের সঙ্গে যোগ দেয়, যায় পৃথিবীর নানা প্রান্তে। ইতিহাসের জ্ঞান ব্যবহার করে তাদের সেই ঝরনা খুঁজে বের করতে হবে, যা তাদের জীবন বদলে দেবে।

ফরগেট ইউ নট (তাইওয়ানিজ সিরিজ)

  • অভিনয়: সিহ ইং-জুয়ান, চিন হান
  • মুক্তি: নেটফ্লিক্স (২৩ মে)
  • গল্পসংক্ষেপ: লেলে একজন স্ট্যান্ডআপ কমেডিয়ান, পাশাপাশি একটি দোকানে খণ্ডকালীন কাজ করে। স্বামীর সঙ্গে টালমাটাল সম্পর্ক। তার জীবনে অনেক চ্যালেঞ্জ। তবুও সে স্বপ্ন দেখে উন্নত জীবনের। লেলের এই সংগ্রামী জীবনে একমাত্র প্রশান্তির ছায়া তার বৃদ্ধ বাবা। একদিন বাবা পড়ে গিয়ে আহত হয়। এরপর থেকে সারাক্ষণ তার সেবাযত্ন করতে থাকে লেলে। বদলে যেতে থাকে জীবন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি।

মিকি ১৭ (ইংরেজি সিনেমা)

  • অভিনয়: রবার্ট প্যাটিনসন, মার্ক রুফালো, নাওমি আকি
  • মুক্তি: ম্যাক্স (২৩ মে)
  • গল্পসংক্ষেপ: এ সিনেমায় দেখানো হয়েছে ভবিষ্যতের পৃথিবীকে। বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টের নামে সমাজ ও পরিবেশ বিধ্বংসী কার্যকলাপকে ব্যঙ্গাত্মকভাবে এতে তুলে এনেছেন পরিচালক বং জুন হো। গল্পের কেন্দ্রে আছে মিকি, ঋণের দায়ে জর্জরিত সে। তাই ভিনগ্রহে যাওয়ার এক প্রজেক্টে যুক্ত হয়। কিন্তু মিকি জানত না, সে আসলে বিজ্ঞানের নতুন গিনিপিগ হিসেবে নিজের নাম লিখিয়েছে।

অভিলাসম (মালয়ালম সিনেমা)

  • অভিনয়: সাইজু কুরুপ, তানভি রাম
  • মুক্তি: প্রাইম ভিডিও (২৩ মে)
  • গল্পসংক্ষেপ: শৈশবেই শিরিনের (তানভি) প্রেমে পড়েছিল অভিলাস (সাইজু)। কিন্তু তখন প্রকাশ করতে পারেনি। ধীরে ধীরে শিরিনের কথা ভুলতেই বসেছিল সে। অনেক বছর পর শিরিন ফিরে আসে এলাকায়। তাকে দেখে শৈশবের সেই অনুভূতি আবার জাগে অভিলাসের মনে। তাকে মনের কথাটা বলার চেষ্টা করতে থাকে নানাভাবে।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়্যব

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

দেশে ফিরলেন আওয়ামী লীগ নেতা, বিমানবন্দরে গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি: অর্ধেক সনদ যাচাই শেষ, গরমিল ৪ শতাংশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত