বিনোদন প্রতিবেদক, ঢাকা
বরাবরের মতোই নানা চমক নিয়ে আসছে এবারের ঈদের ‘ইত্যাদি’। ঈদের ইত্যাদির গান মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ ও ভিন্নমাত্রা। সেই ধারাবাহিকতায় এবারের ইত্যাদির বিশেষ চমক হিসেবে তৈরি হলো জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানের দ্বৈত সংগীত। এর আগে হাবিব ও প্রীতম একসঙ্গে কাজ করলেও একসঙ্গে গাননি কোনো গান। এই প্রথম একসঙ্গে ইত্যাদির গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা। গানটি লিখেছেন ইনামুল তাহসিন, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।
হাবিব ও প্রীতমের এই গানটি চিত্রায়িত হয়েছে চারদিকে লেকবেষ্টিত একটি স্থানে। নেচে-গেয়ে প্রায় পাঁচ হাজার দর্শককে মাতিয়ে তোলেন শিল্পীদ্বয়। ফাগুন নিকেতনেও শুটিং হয়েছে গানটির কিছু অংশ।
নতুনদের নিয়ে অনেক গান করেছেন হাবিব ওয়াহিদ। কণ্ঠশিল্পীদের পাশাপাশি নতুন অনেক গীতিকারও উপহার দিয়েছেন তিনি। অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়ার মধ্য দিয়ে নিজের গানের একটা স্টাইল দাঁড় করিয়েছেন হাবিব।
অন্যদিকে, সংগীতশিল্পী ও সংগীত আয়োজক প্রীতম হাসানের বিশেষ আগ্রহ দেখা যায় বাউল ও লোকসংগীতের প্রতি। তাঁর গানে ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি ও আধুনিকতার মিশ্রণ ভিন্নমাত্রা এনে দেয়। পাশাপাশি অভিনয়েও নজর কেড়েছেন প্রীতম। ২০১২ সালে প্রচারিত ইত্যাদির বরিশাল পর্বের মাধ্যমে প্রীতম হাসান প্রথম টিভি পর্দায় উপস্থিত হন।
দুই শিল্পীর গানের ধরন বুঝেই তৈরি হয়েছে নতুন গানটি। সেই গান নিয়ে একসঙ্গে ইত্যাদির মঞ্চে উঠলেন হাবিব ও প্রীতম।
প্রতি ঈদের মতো এবারও ইত্যাদি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
বরাবরের মতোই নানা চমক নিয়ে আসছে এবারের ঈদের ‘ইত্যাদি’। ঈদের ইত্যাদির গান মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ ও ভিন্নমাত্রা। সেই ধারাবাহিকতায় এবারের ইত্যাদির বিশেষ চমক হিসেবে তৈরি হলো জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানের দ্বৈত সংগীত। এর আগে হাবিব ও প্রীতম একসঙ্গে কাজ করলেও একসঙ্গে গাননি কোনো গান। এই প্রথম একসঙ্গে ইত্যাদির গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা। গানটি লিখেছেন ইনামুল তাহসিন, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।
হাবিব ও প্রীতমের এই গানটি চিত্রায়িত হয়েছে চারদিকে লেকবেষ্টিত একটি স্থানে। নেচে-গেয়ে প্রায় পাঁচ হাজার দর্শককে মাতিয়ে তোলেন শিল্পীদ্বয়। ফাগুন নিকেতনেও শুটিং হয়েছে গানটির কিছু অংশ।
নতুনদের নিয়ে অনেক গান করেছেন হাবিব ওয়াহিদ। কণ্ঠশিল্পীদের পাশাপাশি নতুন অনেক গীতিকারও উপহার দিয়েছেন তিনি। অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়ার মধ্য দিয়ে নিজের গানের একটা স্টাইল দাঁড় করিয়েছেন হাবিব।
অন্যদিকে, সংগীতশিল্পী ও সংগীত আয়োজক প্রীতম হাসানের বিশেষ আগ্রহ দেখা যায় বাউল ও লোকসংগীতের প্রতি। তাঁর গানে ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি ও আধুনিকতার মিশ্রণ ভিন্নমাত্রা এনে দেয়। পাশাপাশি অভিনয়েও নজর কেড়েছেন প্রীতম। ২০১২ সালে প্রচারিত ইত্যাদির বরিশাল পর্বের মাধ্যমে প্রীতম হাসান প্রথম টিভি পর্দায় উপস্থিত হন।
দুই শিল্পীর গানের ধরন বুঝেই তৈরি হয়েছে নতুন গানটি। সেই গান নিয়ে একসঙ্গে ইত্যাদির মঞ্চে উঠলেন হাবিব ও প্রীতম।
প্রতি ঈদের মতো এবারও ইত্যাদি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
তারকাদের জীবন নিয়ে বরাবরই ব্যাপক আগ্রহ থাকে ভক্ত–অনুরাগীদের। টিভির পর্দা বা ম্যাগাজিনের পাতার বাইরে ব্যক্তিজীবনে তাঁরা কেমন, কীভাবে সামলান জীবনের বিভিন্ন ঝক্কি–ঝামেলা তা জানতে চান সবাই। ভক্ত–অনুরাগীদের সেই আগ্রহেই এবার নিজেদের সন্তান পালন নিয়ে কথা বললেন মার্কিন সুপার মডেল জিজি হাদিদ এবং সংগীত শিল্পী
১ ঘণ্টা আগেপ্রতিদিনের ইফতারি তৈরি নিয়ে দীপ্ত টিভি প্রচার করছে সহজেই সুস্বাদু খাবারের রেসিপির কুকিং শো ‘সহজ ইফতার’। প্রচারিত হচ্ছে প্রতিদিন বেলা ২টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটির সঞ্চালক মারিয়াম হোসেন নূপুর। প্রযোজনায় গৌরব সরকার। এ ছাড়া রমজান উপলক্ষে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে রান্নাবিষয়ক আরও কয়েকটি অনুষ্ঠান।
১০ ঘণ্টা আগেএম্পায়ার ম্যাগাজিনে প্রকাশিত একাধিক প্রতিবেদনে ৭০ বছর বয়সী ক্যামেরন উল্লেখ করেছেন, অ্যাভাটার-এর তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমাটি দ্বিতীয় কিস্তির চেয়েও দীর্ঘ হবে। ২০২২ সালে মুক্তি পাওয়া অ্যাভাটার সিরিজের দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমাটির দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা
১৮ ঘণ্টা আগেটিজারে আফরান নিশোকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমায় তাঁর চরিত্রের নাম নিশান। প্রথমে তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাঁকে পাওয়া যায় স্বাভাবিক চেহারায় আর একেবারে শেষে তাঁকে পাওয়া যায় ৭৮৬ নম্বর কয়েদির পোশাকে।
১ দিন আগে