Ajker Patrika

ঈদের ইত্যাদিতে একসঙ্গে গাইলেন হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ইত্যাদির মঞ্চে প্রীতম হাসান ও হাবিব ওয়াহিদ। ছবি: ফাগুন অডিও ভিশনের সৌজন্যে
ইত্যাদির মঞ্চে প্রীতম হাসান ও হাবিব ওয়াহিদ। ছবি: ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

বরাবরের মতোই নানা চমক নিয়ে আসছে এবারের ঈদের ‘ইত্যাদি’। ঈদের ইত্যাদির গান মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ ও ভিন্নমাত্রা। সেই ধারাবাহিকতায় এবারের ইত্যাদির বিশেষ চমক হিসেবে তৈরি হলো জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানের দ্বৈত সংগীত। এর আগে হাবিব ও প্রীতম একসঙ্গে কাজ করলেও একসঙ্গে গাননি কোনো গান। এই প্রথম একসঙ্গে ইত্যাদির গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা। গানটি লিখেছেন ইনামুল তাহসিন, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।

হাবিব ও প্রীতমের এই গানটি চিত্রায়িত হয়েছে চারদিকে লেকবেষ্টিত একটি স্থানে। নেচে-গেয়ে প্রায় পাঁচ হাজার দর্শককে মাতিয়ে তোলেন শিল্পীদ্বয়। ফাগুন নিকেতনেও শুটিং হয়েছে গানটির কিছু অংশ।

নতুনদের নিয়ে অনেক গান করেছেন হাবিব ওয়াহিদ। কণ্ঠশিল্পীদের পাশাপাশি নতুন অনেক গীতিকারও উপহার দিয়েছেন তিনি। অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়ার মধ্য দিয়ে নিজের গানের একটা স্টাইল দাঁড় করিয়েছেন হাবিব।

অন্যদিকে, সংগীতশিল্পী ও সংগীত আয়োজক প্রীতম হাসানের বিশেষ আগ্রহ দেখা যায় বাউল ও লোকসংগীতের প্রতি। তাঁর গানে ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি ও আধুনিকতার মিশ্রণ ভিন্নমাত্রা এনে দেয়। পাশাপাশি অভিনয়েও নজর কেড়েছেন প্রীতম। ২০১২ সালে প্রচারিত ইত্যাদির বরিশাল পর্বের মাধ্যমে প্রীতম হাসান প্রথম টিভি পর্দায় উপস্থিত হন।

দুই শিল্পীর গানের ধরন বুঝেই তৈরি হয়েছে নতুন গানটি। সেই গান নিয়ে একসঙ্গে ইত্যাদির মঞ্চে উঠলেন হাবিব ও প্রীতম।

প্রতি ঈদের মতো এবারও ইত্যাদি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে চলছে কারফিউ, পরিবেশ থমথমে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত