বিনোদন প্রতিবেদক, ঢাকা
ছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা যাবে তাঁকে।
সত্য ঘটনার ছায়া অবলম্বনে আমলনামা বানিয়েছেন রায়হান রাফী, যেমনটা তাঁর প্রায় সব কাজেই দেখা যায়। তবে এবার কোন ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছেন, তা এখনই বলতে চান না নির্মাতা। রাফী বলেন, ‘আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। এই সিনেমায় যে গল্পটা দেখানো হয়েছে, তা দর্শককে একধরনের রহস্যের মধ্যে রাখবে বলে আমার বিশ্বাস।’
সম্প্রতি প্রকাশ পেয়েছে ওয়েব ফিল্মটির টিজার। ২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন মাদকবিরোধী অভিযানের কথা বলে একজনকে তার বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। আমলনামা সিনেমায় জাহিদ হাসানকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। মুক্তির আগে তিনি সিনেমার গল্প ও নিজের অভিনীত চরিত্র নিয়ে কিছু বলতে চান না। শুধু জানালেন, মানুষের মাঝে সচেতনতা তৈরি করতেই কাজটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। জাহিদ হাসান বলেন, ‘সিনেমাটি তৈরি হয়েছে সত্য ঘটনার আলোকে। আমরা যে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো যেন আর না ঘটে সে জন্যই কাজটি করা। মানুষ যেন জীবনে চলার পথে সাবধান থাকে, কী করব আর কী করব না, সেটা যেন চিন্তা করে।’
আমলনামায় আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সারিকা সাবরিন, তমা মির্জা, কামরুজ্জামান কামু, হাসনাত রিপন প্রমুখ। এ সিনেমা দিয়েই আবার রাফীর পরিচালনায় ফিরলেন তমা। এর আগে রাফীর নির্দেশনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’সহ বেশ কয়েকটি কাজ করেছেন তমা। দুজনের মাঝে সম্পর্কের গুঞ্জনও আছে। তবে গত সেপ্টেম্বরে শোনা গিয়েছিল তাঁদের মাঝে সম্পর্ক আর নেই।
সে সময় ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তমা জানান, ফাটল ধরেছে তাঁদের সম্পর্কে। রাফীর সঙ্গে আর কাজ না করারও ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী। সবকিছু উড়িয়ে দিয়ে আমলনামার মাধ্যমে আবারও এক হলেন নায়িকা-নির্মাতা জুটি। জানা গেছে, মার্চের মাঝামাঝি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।
ছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা যাবে তাঁকে।
সত্য ঘটনার ছায়া অবলম্বনে আমলনামা বানিয়েছেন রায়হান রাফী, যেমনটা তাঁর প্রায় সব কাজেই দেখা যায়। তবে এবার কোন ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছেন, তা এখনই বলতে চান না নির্মাতা। রাফী বলেন, ‘আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। এই সিনেমায় যে গল্পটা দেখানো হয়েছে, তা দর্শককে একধরনের রহস্যের মধ্যে রাখবে বলে আমার বিশ্বাস।’
সম্প্রতি প্রকাশ পেয়েছে ওয়েব ফিল্মটির টিজার। ২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন মাদকবিরোধী অভিযানের কথা বলে একজনকে তার বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। আমলনামা সিনেমায় জাহিদ হাসানকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। মুক্তির আগে তিনি সিনেমার গল্প ও নিজের অভিনীত চরিত্র নিয়ে কিছু বলতে চান না। শুধু জানালেন, মানুষের মাঝে সচেতনতা তৈরি করতেই কাজটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। জাহিদ হাসান বলেন, ‘সিনেমাটি তৈরি হয়েছে সত্য ঘটনার আলোকে। আমরা যে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো যেন আর না ঘটে সে জন্যই কাজটি করা। মানুষ যেন জীবনে চলার পথে সাবধান থাকে, কী করব আর কী করব না, সেটা যেন চিন্তা করে।’
আমলনামায় আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সারিকা সাবরিন, তমা মির্জা, কামরুজ্জামান কামু, হাসনাত রিপন প্রমুখ। এ সিনেমা দিয়েই আবার রাফীর পরিচালনায় ফিরলেন তমা। এর আগে রাফীর নির্দেশনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’সহ বেশ কয়েকটি কাজ করেছেন তমা। দুজনের মাঝে সম্পর্কের গুঞ্জনও আছে। তবে গত সেপ্টেম্বরে শোনা গিয়েছিল তাঁদের মাঝে সম্পর্ক আর নেই।
সে সময় ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তমা জানান, ফাটল ধরেছে তাঁদের সম্পর্কে। রাফীর সঙ্গে আর কাজ না করারও ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী। সবকিছু উড়িয়ে দিয়ে আমলনামার মাধ্যমে আবারও এক হলেন নায়িকা-নির্মাতা জুটি। জানা গেছে, মার্চের মাঝামাঝি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
৫ ঘণ্টা আগেআজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
৫ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
১৫ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
১৫ ঘণ্টা আগে