দীর্ঘদিনের প্রেম শান্তা ও তানভীরের। শান্তার পরিবার থেকেও সবাই জানে বিষয়টি। একপর্যায়ে পড়ালেখার জন্য বিদেশে যায় শান্তা। এর পর থেকেই যোগাযোগ বন্ধ হয়ে যায় তানভীরের সঙ্গে। বিদেশ থেকে ফিরে এসে শান্তা খুঁজে বের করে তানভীরকে। কিন্তু এরই মাঝে পাল্টে গেছে দুজনের জীবনের গল্প। এমন গল্প নিয়ে ঈদের নাটক নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। নাটকের নাম ‘শেষ পর্যন্ত তোমাকে চাই’। নাটকটির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। এর আগে ‘বিয়ে বিষয়ক জটিলতা’, ‘ডাকাত’, ‘কিশোর গ্যাং’সহ বেশ কয়েকটি নাটক বানিয়েছেন ইশতিয়াক।
শেষ পর্যন্ত তোমাকে চাই নাটকটির প্রধান দুই চরিত্র তানভীর ও শান্তার ভূমিকায় অভিনয় করেছেন আরশ খান ও তানিয়া বৃষ্টি। আরও আছেন শাহেদ আলী, শেখ স্বপ্না, প্রিয়ন্তী গোমেজ প্রমুখ। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকটির শুটিং।
আরশ খান বলেন, ‘ভালো একটি গল্প ও চিত্রনাট্যে কাজ করলাম। ইউনিটের সবাই খুব শ্রম দিয়ে কাজটি করেছেন। দর্শকের ভালো লাগলেই সবার পরিশ্রম সার্থক হবে।’
তানিয়া বৃষ্টি বলেন, ‘নাটকের গল্প ও সংলাপ খুব সুন্দর। গোছানো একটি কাজ হয়েছে। সবাই মিলে একটা ভালো কাজ করার চেষ্টা করেছি।’
গানচিল ড্রামা অ্যান্ড সিনেমার ব্যানারে নির্মিত ‘শেষ পর্যন্ত তোমাকে চাই’ প্রযোজনা করেছেন আসিফ ইকবাল। শিগগির গানচিল ড্রামা অ্যান্ড সিনেমার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নাটকটি।
দীর্ঘদিনের প্রেম শান্তা ও তানভীরের। শান্তার পরিবার থেকেও সবাই জানে বিষয়টি। একপর্যায়ে পড়ালেখার জন্য বিদেশে যায় শান্তা। এর পর থেকেই যোগাযোগ বন্ধ হয়ে যায় তানভীরের সঙ্গে। বিদেশ থেকে ফিরে এসে শান্তা খুঁজে বের করে তানভীরকে। কিন্তু এরই মাঝে পাল্টে গেছে দুজনের জীবনের গল্প। এমন গল্প নিয়ে ঈদের নাটক নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। নাটকের নাম ‘শেষ পর্যন্ত তোমাকে চাই’। নাটকটির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। এর আগে ‘বিয়ে বিষয়ক জটিলতা’, ‘ডাকাত’, ‘কিশোর গ্যাং’সহ বেশ কয়েকটি নাটক বানিয়েছেন ইশতিয়াক।
শেষ পর্যন্ত তোমাকে চাই নাটকটির প্রধান দুই চরিত্র তানভীর ও শান্তার ভূমিকায় অভিনয় করেছেন আরশ খান ও তানিয়া বৃষ্টি। আরও আছেন শাহেদ আলী, শেখ স্বপ্না, প্রিয়ন্তী গোমেজ প্রমুখ। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকটির শুটিং।
আরশ খান বলেন, ‘ভালো একটি গল্প ও চিত্রনাট্যে কাজ করলাম। ইউনিটের সবাই খুব শ্রম দিয়ে কাজটি করেছেন। দর্শকের ভালো লাগলেই সবার পরিশ্রম সার্থক হবে।’
তানিয়া বৃষ্টি বলেন, ‘নাটকের গল্প ও সংলাপ খুব সুন্দর। গোছানো একটি কাজ হয়েছে। সবাই মিলে একটা ভালো কাজ করার চেষ্টা করেছি।’
গানচিল ড্রামা অ্যান্ড সিনেমার ব্যানারে নির্মিত ‘শেষ পর্যন্ত তোমাকে চাই’ প্রযোজনা করেছেন আসিফ ইকবাল। শিগগির গানচিল ড্রামা অ্যান্ড সিনেমার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নাটকটি।
প্রায় দেড় যুগ পর আসছে আমির খানের ‘তারে জমিন পার’ সিনেমার সিকুয়েল ‘সিতারে জমিন পার’। গতকাল মঙ্গলবার প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। বিশেষ চাহিদাসম্পন্ন একদল মানুষ কীভাবে রূঢ় স্বভাবের বাস্কেটবল কোচকে ভালো মানুষ হতে শেখায়, সেটাই দেখা যাবে সিনেমায়। তবে ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে...
১ ঘণ্টা আগেশাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
১৪ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
১৪ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
১৫ ঘণ্টা আগে