বিনোদন ডেস্ক
এবার রেস্তোরাঁ খুলছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘নেটফ্লিক্স বাইটস’ নামের রেস্তোরাঁয় মিলবে বিশ্বের বিখ্যাত সব শেফের খাবার, যেখানে মিলবে ব্রিটিশ-বাংলাদেশি নাদিয়ার তৈরি খাবারও।
২০১৫ সালে যুক্তরাজ্যে রান্নাবিষয়ক টেলিভিশন অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’-এ বিলেতি রীতির কেক বানিয়ে বিজয়ীর মুকুট ছিনিয়ে নিয়েছিলেন নাদিয়া। আর পরের বছর ২০১৬ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মবার্ষিকীতে কমলালেবুর দই দিয়ে কেক তৈরি করে গড়েন ইতিহাস।
সিএনএন জানিয়েছে, ‘নেটফ্লিক্স বাইটস’ নামের রেস্তোরাঁটির কার্যক্রম শুরু হবে আগামী ৩০ জুন। ওয়েস্ট হলিউডের ‘শর্ট স্টোরিজ’ হোটেলে এই রেস্তোরাঁ খোলা থাকবে প্রতিদিন বিকেল ৫টা থেকে ১০টা পর্যন্ত। এ ছাড়া সপ্তাহের দুই দিন শনি ও রোববার ‘ব্রাঞ্চ’ দেওয়া হবে।
‘শেফস টেবলস’, ‘আয়রন শেফ’, ‘ইজ ইট কেক’ এবং ‘ড্রিংক মাস্টার্স’-এর মতো রান্নার শোগুলোর শেফদের হাতের মজাদার খাবার এত দিন কেবল স্ক্রিনে দেখা গেলেও সেসব চেখে দেখার সুযোগ ছিল না দর্শকদের। এবার সেই সুযোগ করে দিচ্ছে ‘নেটফ্লিক্স বাইটস’। বিখ্যাত এসব শেফের খাবার মিলবে এই রেস্তোরাঁয়। শেফদের মধ্যে নাদিয়া ছাড়াও শেফ ডোমিনিক ক্রেন এবং কার্টিস স্টোনকেও নেটফ্লিক্সের রেস্তোরাঁয় পাওয়া যাবে।
এক বিবৃতিতে স্টোন জানিয়েছেন, ‘খাবার নিয়ে বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাওয়া আমার জীবনের রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা। ক্যামেরায় এত দিন যা ঘটেছে, সেটার স্বাদ ভক্তদের দিতেই এই রেস্তোরাঁ।’
তবে ‘নেটফ্লিক্স বাইটসে’ গিয়ে জনপ্রিয় শেফদের হাতে তৈরি মজার মজার খাবার পাওয়া গেলেও সেখানে সশরীরের তাদের দেখা পাওয়া যাবে না।
‘নেটফ্লিক্স বাইটস’-এর ওয়েবসাইটে মেন্যু দেখতে ‘চেক ব্যাক সুন’ অপশন রাখা হয়েছে। এ ছাড়া ওয়েবসাইটের ‘রেসি ডটকম’-এ গিয়ে আগাম বুকিংয়ের ব্যবস্থাও রেখেছে কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে জনপ্রতি ২৫ ডলার আগাম দিতে হবে, যা বিলের সঙ্গে সমন্বয় করা হবে।
এবার রেস্তোরাঁ খুলছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘নেটফ্লিক্স বাইটস’ নামের রেস্তোরাঁয় মিলবে বিশ্বের বিখ্যাত সব শেফের খাবার, যেখানে মিলবে ব্রিটিশ-বাংলাদেশি নাদিয়ার তৈরি খাবারও।
২০১৫ সালে যুক্তরাজ্যে রান্নাবিষয়ক টেলিভিশন অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’-এ বিলেতি রীতির কেক বানিয়ে বিজয়ীর মুকুট ছিনিয়ে নিয়েছিলেন নাদিয়া। আর পরের বছর ২০১৬ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মবার্ষিকীতে কমলালেবুর দই দিয়ে কেক তৈরি করে গড়েন ইতিহাস।
সিএনএন জানিয়েছে, ‘নেটফ্লিক্স বাইটস’ নামের রেস্তোরাঁটির কার্যক্রম শুরু হবে আগামী ৩০ জুন। ওয়েস্ট হলিউডের ‘শর্ট স্টোরিজ’ হোটেলে এই রেস্তোরাঁ খোলা থাকবে প্রতিদিন বিকেল ৫টা থেকে ১০টা পর্যন্ত। এ ছাড়া সপ্তাহের দুই দিন শনি ও রোববার ‘ব্রাঞ্চ’ দেওয়া হবে।
‘শেফস টেবলস’, ‘আয়রন শেফ’, ‘ইজ ইট কেক’ এবং ‘ড্রিংক মাস্টার্স’-এর মতো রান্নার শোগুলোর শেফদের হাতের মজাদার খাবার এত দিন কেবল স্ক্রিনে দেখা গেলেও সেসব চেখে দেখার সুযোগ ছিল না দর্শকদের। এবার সেই সুযোগ করে দিচ্ছে ‘নেটফ্লিক্স বাইটস’। বিখ্যাত এসব শেফের খাবার মিলবে এই রেস্তোরাঁয়। শেফদের মধ্যে নাদিয়া ছাড়াও শেফ ডোমিনিক ক্রেন এবং কার্টিস স্টোনকেও নেটফ্লিক্সের রেস্তোরাঁয় পাওয়া যাবে।
এক বিবৃতিতে স্টোন জানিয়েছেন, ‘খাবার নিয়ে বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাওয়া আমার জীবনের রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা। ক্যামেরায় এত দিন যা ঘটেছে, সেটার স্বাদ ভক্তদের দিতেই এই রেস্তোরাঁ।’
তবে ‘নেটফ্লিক্স বাইটসে’ গিয়ে জনপ্রিয় শেফদের হাতে তৈরি মজার মজার খাবার পাওয়া গেলেও সেখানে সশরীরের তাদের দেখা পাওয়া যাবে না।
‘নেটফ্লিক্স বাইটস’-এর ওয়েবসাইটে মেন্যু দেখতে ‘চেক ব্যাক সুন’ অপশন রাখা হয়েছে। এ ছাড়া ওয়েবসাইটের ‘রেসি ডটকম’-এ গিয়ে আগাম বুকিংয়ের ব্যবস্থাও রেখেছে কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে জনপ্রতি ২৫ ডলার আগাম দিতে হবে, যা বিলের সঙ্গে সমন্বয় করা হবে।
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
১৭ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
১৭ ঘণ্টা আগেগত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন...
১৭ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
১৭ ঘণ্টা আগে