Ajker Patrika

‘৬৯ বছর বয়সে এটাই হয়’ উদিত নারায়ণের চুমুকাণ্ডে উরফি জাভেদ

অনলাইন ডেস্ক
ভারতীয় জনপ্রিয় সংগীত শিল্পী উদিত নারায়ণ ও বলিউডের ‘কনট্রোভার্সি কুইন’ খ্যাত উরফি জাভেদ।
ভারতীয় জনপ্রিয় সংগীত শিল্পী উদিত নারায়ণ ও বলিউডের ‘কনট্রোভার্সি কুইন’ খ্যাত উরফি জাভেদ।

ভারতীয় জনপ্রিয় সংগীত শিল্পী উদিত নারায়ণকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক দিন ধরেই চলছে নানা আলোচনা-সমালোচনা। মঞ্চে নারী ভক্তকে টেনে নিয়ে চুমু খাওয়ার দৃশ্য ছড়িয়ে পড়তেই এ লঙ্কাকাণ্ড। সংগীত মহলের অনেকেই বিভিন্নভাবে বিষয়টিকে ব্যাখ্যা করারও চেষ্টা করছেন।

এই ফাঁকে উদিত নারায়ণকে নিয়ে মন্তব্য করেছেন বলিউডের ‘কনট্রোভার্সি কুইন’ খ্যাত উরফি জাভেদ। কটাক্ষ করলেন বয়স নিয়েও। উরফির মন্তব্য, ‘৬৯ বয়সের পুরুষদের এটাই হয়!’

গায়কের চরিত্র নিয়ে কটাক্ষ করেই থামেননি উরফি। ঠাট্টার ছলে উদিতের বিখ্যাত গান ‘পাপা কেহতে হ্যায় বাড়া নাম কারেগা’ গানের কথার সামান্য বদল বলেছেন, ‘পাপা হি বাড়া নাম কারেঙ্গে!’ অর্থাৎ ছেলে আদিত্য নারায়ণের থেকে বাবা উদিতই বেশি নাম করবেন!

খোলামেলা পোশাক পরে শরীর দেখানোর কারণে চর্চায় থাকেন উরফি। স্পষ্টভাষী হিসেবেও ‘দুর্নাম’ রয়েছে তাঁর। রক্ষণশীল পরিবারের মেয়ে হয়েও শরীর প্রদর্শন নিয়ে বিন্দুমাত্র কুণ্ঠা নেই। তিনি উদিতকে নিয়ে বিদঘুটে মন্তব্য করবেন, সেটাই স্বাভাবিক।

তবে এসব নিয়ে খানিকটা বিব্রত হলেও বিষয়টাকে বেশ উপভোগও করছেন গুণী এ সংগীত শিল্পী। ভারতীয় গণমাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাৎকারে উদিত নারায়ণ বলেছেন, ‘এই ঘটনা কিন্তু কয়েক মাস আগের। কেন নতুন করে ভাইরাল করা হলো, বুঝতে পারছি না। সম্ভবত কেউ আমাকে কলঙ্কিত করতেই বিষয়টি ঘটিয়েছেন।’

সেখানে একটু থেমে হাসতে হাসতে তিনি এও বলেছেন, ‘এতে শাপে বর হয়েছে। উল্টে আমার জনপ্রিয়তা আরও বেড়েছে।’

আরো পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

রমজানের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত