বিনোদন ডেস্ক
ক্যানসারের সঙ্গে লড়াই শেষে গত ২০ নভেম্বর মারা গেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হাসপাতালে ভর্তির আগে ‘অলক্ষ্মীজ ইন গোয়া’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শুরু করেছিলেন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়লে স্থগিত করা হয় শুটিং।
এরপর ঐন্দ্রিলার পরিবর্তে প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে নিয়ে এগিয়ে নেওয়া হয় সিরিজটির শুটিং। সেই সময় অভিনেত্রী প্রিয়াঙ্কার নাম গোপন রাখা হয়। সম্প্রতি প্রকাশ পেয়েছে ওয়েব সিরিজটির পোস্টার। সেখানে দেখা গেল ঐন্দ্রিলার পরিবর্তে প্রিয়াঙ্কা ভট্টাচার্যের ছবি।
প্রিয়াঙ্কা টালিপাড়ার পরিচিত মুখ। সিরিয়াল থেকে শুরু করে কাজ করেছেন পশ্চিমবঙ্গের সিনেমায়ও। এমনকি বলিউডেও অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি। শ্রীতমা দত্তের ‘তাল্লুক’ সিনেমায় তাঁর সহশিল্পী বিনয় পাঠক, অনুপ্রিয়া প্রমুখ। এতে বিনয় পাঠকের মেয়ে ‘ঈশানি’র চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
‘অলক্ষ্মীজ ইন গোয়া’ ওয়েব সিরিজে ঐন্দ্রিলাকে দেখা না গেলেও সিরিজের শেষে তাঁর শুটিং করা অংশগুলো দেখা যাবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা দেয়নি নির্মাতা প্রতিষ্ঠান।
‘অলক্ষ্মীজ ইন গোয়া’র কেন্দ্রে রয়েছে চারজন নারী এবং তাদের গোয়ার ভ্রমণবৃত্তান্ত। বলিউড সিনেমা ‘দিল চাহতা হ্যায়’ দেখে ওরা ঠিক করেছিল বড় হয়ে গোয়া যাবে। ডার্ক কমেডি ঘরানার এই সিরিজের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়। অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মণ্ডল, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, অনুরাধা মুখোপাধ্যায়, আভেরী সিংহ রায়, দেবরাজ ভট্টাচার্য প্রমুখ। নতুন বছরের জানুয়ারি মাস থেকে ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে ওয়েব সিরিজটির স্ট্রিমিং শুরু হবে।
ক্যানসারের সঙ্গে লড়াই শেষে গত ২০ নভেম্বর মারা গেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হাসপাতালে ভর্তির আগে ‘অলক্ষ্মীজ ইন গোয়া’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শুরু করেছিলেন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়লে স্থগিত করা হয় শুটিং।
এরপর ঐন্দ্রিলার পরিবর্তে প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে নিয়ে এগিয়ে নেওয়া হয় সিরিজটির শুটিং। সেই সময় অভিনেত্রী প্রিয়াঙ্কার নাম গোপন রাখা হয়। সম্প্রতি প্রকাশ পেয়েছে ওয়েব সিরিজটির পোস্টার। সেখানে দেখা গেল ঐন্দ্রিলার পরিবর্তে প্রিয়াঙ্কা ভট্টাচার্যের ছবি।
প্রিয়াঙ্কা টালিপাড়ার পরিচিত মুখ। সিরিয়াল থেকে শুরু করে কাজ করেছেন পশ্চিমবঙ্গের সিনেমায়ও। এমনকি বলিউডেও অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি। শ্রীতমা দত্তের ‘তাল্লুক’ সিনেমায় তাঁর সহশিল্পী বিনয় পাঠক, অনুপ্রিয়া প্রমুখ। এতে বিনয় পাঠকের মেয়ে ‘ঈশানি’র চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
‘অলক্ষ্মীজ ইন গোয়া’ ওয়েব সিরিজে ঐন্দ্রিলাকে দেখা না গেলেও সিরিজের শেষে তাঁর শুটিং করা অংশগুলো দেখা যাবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা দেয়নি নির্মাতা প্রতিষ্ঠান।
‘অলক্ষ্মীজ ইন গোয়া’র কেন্দ্রে রয়েছে চারজন নারী এবং তাদের গোয়ার ভ্রমণবৃত্তান্ত। বলিউড সিনেমা ‘দিল চাহতা হ্যায়’ দেখে ওরা ঠিক করেছিল বড় হয়ে গোয়া যাবে। ডার্ক কমেডি ঘরানার এই সিরিজের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়। অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মণ্ডল, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, অনুরাধা মুখোপাধ্যায়, আভেরী সিংহ রায়, দেবরাজ ভট্টাচার্য প্রমুখ। নতুন বছরের জানুয়ারি মাস থেকে ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে ওয়েব সিরিজটির স্ট্রিমিং শুরু হবে।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১২ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১৩ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
১৬ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
১৭ ঘণ্টা আগে