Ajker Patrika

কালো গাউনে কলকাতায় দ্যুতি ছড়ালেন মিম

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৭: ০৮
Thumbnail image

২৮ এপ্রিল কলকাতার কলামন্দির প্রেক্ষাগৃহে ঢাকা ও কলকাতার তারকাদের সম্মাননা জানায় ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড’ কর্তৃপক্ষ। আইকনিক স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে কলকাতায় গিয়েছিলেন বাংলাদেশের অনেক তারকা।

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ছবি: নায়িকার ফেসবুকসেখানে বিভিন্ন ক্যাটাগরিতে তাঁদের সম্মাননা জানানো হয়। সে অনুষ্ঠানে কালো ইভিনিং গাউনে সবার নজর কেড়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

মিমের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও পশ্চিম বঙ্গের অভিনেতা রুদ্রনীল ঘোষ।কলকাতার কলামন্দির প্রেক্ষাগৃহে ২৮ এপ্রিল সন্ধ্যায় মিমের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও পশ্চিম বঙ্গের অভিনেতা রুদ্রনীল ঘোষ।

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ছবি: নায়িকার ফেসবুকবিদ্যা সিনহা মিম পরিবার নিয়ে বেশ কিছুদিন ধরেই অবস্থান করছেন ভারতে। মুম্বাই থেকেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। সেখান থেকে ছুটির মেজাজে নিয়মিতই ভক্তদের সঙ্গে বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন মিম।

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ছবি: নায়িকার ফেসবুকস্বামী সনি পোদ্দার ছাড়াও মিমের সঙ্গে তাঁর মা-বাবা রয়েছেন।

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ছবি: নায়িকার ফেসবুক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত