Ajker Patrika

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন সালমান মুক্তা‌দির

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৩: ৩৪
কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন সালমান মুক্তা‌দির

কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। এমন ঘটনায় বিব্রত বোধ করছেন বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার সকালে ফেসবুকে সালমান মুক্তাদির লেখেন, ‘এমন কোনো ছাত্র আছেন, যিনি হামলার শিকার হয়েছেন অথবা হলে ঢুকতে পারছেন না? আমি তোমাদের খেয়াল রাখব। তবে, লাখ লাখ মেসেজ বা পোস্টের মধ্যে তোমাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব। তাই যদি আপনাদের কোনো বন্ধু থাকে আমার বন্ধু তালিকায়, তাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেন।’

শিক্ষার্থীদের হামলার ঘটনায় বিব্রত বোধ করছেন জানিয়ে সালমান মুক্তাদির আরও লেখেন, ‘এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু করতে না পারার জন্য দুঃখিত। কারও যদি থাকার জায়গার প্রয়োজন হয় অথবা চিকিৎসাসেবার প্রয়োজন হয়। আমি আছি। এইমাত্র কিছু ভিডিও দেখলাম, যেখানে অনেকেই তাঁদের হলে প্রবেশ করতে পারছেন না... যদি এটা যথেষ্ট না হয় তাহলে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সত্যিই ভেঙে পড়েছি, বিব্রত বোধ করছি। জনপ্রিয় হয়েও কোনো কাজে না আসায় লজ্জাবোধ করছি।’

গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত