বিনোদন প্রতিবেদক, ঢাকা
কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের সৃষ্টি ‘তারা তিনজন’। যেখানে স্বাধীন খসরুর মামা চরিত্রে ছিলেন এজাজুল ইসলাম। আর এজাজের বন্ধুর চরিত্রে ফারুক আহমেদ। এ তিন চরিত্র নিয়ে ৯টি নাটক নির্মিত হয়েছিল। প্রতিটি পর্বেই প্রাণখুলে হেসেছেন দর্শক। হুমায়ূন আহমেদের ছেলে নির্মাতা নুহাশ হুমায়ূনের মাধ্যমে আবার পর্দায় ফিরলেন তারা তিনজন।
ফারুক আহমেদ, এজাজুল ইসলাম ও স্বাধীন খসরুকে নিয়ে নুহাশ নির্মাণ করেছেন একটি বিজ্ঞাপনচিত্র। গতকাল প্রচারে আসা বিজ্ঞাপনে ফুটে উঠেছে একটি গল্প। নাম দেওয়া হয়েছে ‘জীবন একটা কুয়া’। এতে দেখা গেল, কুয়ায় লাফ দিয়ে আত্মহত্যা করতে চায় ফারুক আহমেদ। এজাজুল ইসলাম এসে তাঁকে বাধা দেন। তখন ফারুক জানান, তাঁর জীবনে কুয়ার মতো গভীর দুঃখ। তাঁর দুঃখের কথা বলতে থাকেন। সব শুনে দুঃখ দূর করার সমাধান জানায় ভাগনে চরিত্রে থাকা স্বাধীন খসরু।
নতুন এই বিজ্ঞাপনচিত্র নিয়ে জানতে চাইলে নুহাশ হুমায়ূন জানান, এটি নতুন কোনো নাটক, ফিকশন বা ওটিটি কনটেন্ট নয়। তারা তিনজনের কোনো সিকুয়েলও নয়। এটি নতুন একটি বিজ্ঞাপনের কাজ। জানা গেছে, এই তিন শিল্পীকে নিয়ে কয়েকটি বিজ্ঞাপনচিত্র বানিয়েছেন নুহাশ।
হুমায়ূন আহমেদের সৃষ্ট তারা তিনজন এখনো বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় নাটকগুলোর ক্লিপস দেখা যায়। ইউটিউব ও ফেসবুকের মন্তব্যের ঘরে ঢুঁ মারলেই বোঝা যায় দর্শক এখনো মিস করেন এ তিন চরিত্রের গল্প। গত বছর এই তিন চরিত্র নিয়ে সিনেমা নির্মাণের ইঙ্গিত দিয়েছিলেন স্বাধীন খসরু। সিনেমার চিত্রনাট্যের কাজও শুরু করেছেন বলে জানিয়েছিলেন তিনি। সিনেমা নিয়ে কথা বলেছেন ফারুক আহমেদের সঙ্গেও। সেই সিনেমার আগেই নুহাশের পরিচালনায় পর্দায় দেখা মিলল এই ত্রয়ীর। নতুন এই বিজ্ঞাপন প্রকাশের পর থেকেই দর্শক তাঁদের ভালো লাগার কথা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের সৃষ্টি ‘তারা তিনজন’। যেখানে স্বাধীন খসরুর মামা চরিত্রে ছিলেন এজাজুল ইসলাম। আর এজাজের বন্ধুর চরিত্রে ফারুক আহমেদ। এ তিন চরিত্র নিয়ে ৯টি নাটক নির্মিত হয়েছিল। প্রতিটি পর্বেই প্রাণখুলে হেসেছেন দর্শক। হুমায়ূন আহমেদের ছেলে নির্মাতা নুহাশ হুমায়ূনের মাধ্যমে আবার পর্দায় ফিরলেন তারা তিনজন।
ফারুক আহমেদ, এজাজুল ইসলাম ও স্বাধীন খসরুকে নিয়ে নুহাশ নির্মাণ করেছেন একটি বিজ্ঞাপনচিত্র। গতকাল প্রচারে আসা বিজ্ঞাপনে ফুটে উঠেছে একটি গল্প। নাম দেওয়া হয়েছে ‘জীবন একটা কুয়া’। এতে দেখা গেল, কুয়ায় লাফ দিয়ে আত্মহত্যা করতে চায় ফারুক আহমেদ। এজাজুল ইসলাম এসে তাঁকে বাধা দেন। তখন ফারুক জানান, তাঁর জীবনে কুয়ার মতো গভীর দুঃখ। তাঁর দুঃখের কথা বলতে থাকেন। সব শুনে দুঃখ দূর করার সমাধান জানায় ভাগনে চরিত্রে থাকা স্বাধীন খসরু।
নতুন এই বিজ্ঞাপনচিত্র নিয়ে জানতে চাইলে নুহাশ হুমায়ূন জানান, এটি নতুন কোনো নাটক, ফিকশন বা ওটিটি কনটেন্ট নয়। তারা তিনজনের কোনো সিকুয়েলও নয়। এটি নতুন একটি বিজ্ঞাপনের কাজ। জানা গেছে, এই তিন শিল্পীকে নিয়ে কয়েকটি বিজ্ঞাপনচিত্র বানিয়েছেন নুহাশ।
হুমায়ূন আহমেদের সৃষ্ট তারা তিনজন এখনো বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় নাটকগুলোর ক্লিপস দেখা যায়। ইউটিউব ও ফেসবুকের মন্তব্যের ঘরে ঢুঁ মারলেই বোঝা যায় দর্শক এখনো মিস করেন এ তিন চরিত্রের গল্প। গত বছর এই তিন চরিত্র নিয়ে সিনেমা নির্মাণের ইঙ্গিত দিয়েছিলেন স্বাধীন খসরু। সিনেমার চিত্রনাট্যের কাজও শুরু করেছেন বলে জানিয়েছিলেন তিনি। সিনেমা নিয়ে কথা বলেছেন ফারুক আহমেদের সঙ্গেও। সেই সিনেমার আগেই নুহাশের পরিচালনায় পর্দায় দেখা মিলল এই ত্রয়ীর। নতুন এই বিজ্ঞাপন প্রকাশের পর থেকেই দর্শক তাঁদের ভালো লাগার কথা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
কনসার্টপ্রেমীদের জন্য গত কয়েক মাস ভালো যায়নি। নিরাপত্তার অজুহাত দেখিয়ে বেশ কটি কনসার্ট স্থগিত করা হয়েছে। তবে আজ কনসার্টপ্রেমীদের জন্য রয়েছে আনন্দের সংবাদ। কেননা আজ ঢাকার দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দু্ইটি কনসার্ট।
১৬ ঘণ্টা আগেপর্দায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্তকে। গুঞ্জনটা প্রায় এক বছরের। রায়হান রাফীর ‘তুফান’ সিনেমার শুটিং শুরুর পর এ নিয়ে প্রথম চর্চা শুরু হয়। শেষ পর্যন্ত তুফানে দেখা যায়নি যিশুকে। সেই রেশ কাটতে না-কাটতে গত বছরের শেষ দিকে আবার শুরু হয় একই গুঞ্জন। এবার খবর ছড়িয়ে পড়ে মেহেদী
১৬ ঘণ্টা আগে২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার ২৯ বছরে পা রাখে নাট্যদল প্রাচ্যনাট। এ উপলক্ষে ফেব্রুয়ারি মাসব্যাপী নানা আয়োজন করে দলটি। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে বর্ষপূর্তির সমাপনী অনুষ্ঠান দিয়ে শেষ হচ্ছে মাসব্যাপী এই আয়োজন।
১৬ ঘণ্টা আগেবলিউড বাদশা শাহরুখ খানের যারা ভক্ত তাদের কাছে তাঁর বাড়ি ‘মান্নাত’ যেন এক তীর্থস্থান। জন্মদিন, সিনেমার মুক্তি, ঈদে মান্নাতের বারান্দায় শুধু ভক্তদের জন্য দেখা দেন কিং খান। বান্দ্রার এই বাড়িটির সামনে বিশেষ দিনগুলোতে নামে অগণিত মানুষের ঢল। কিন্তু এই এই হেরিটেজ ছেড়ে স্ত্রী গৌরী ও সন্তানদের নিয়ে ভাড়া...
১ দিন আগে