Ajker Patrika

এ সপ্তাহের সিনেমা

বঙ্গ ও ১১ হলে মুক্তি পাচ্ছে ‘রিকশা গার্ল’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘রিকশা গার্ল’ সিনেমার দৃশ্য
‘রিকশা গার্ল’ সিনেমার দৃশ্য

ছবি আঁকতে পছন্দ করে নাঈমা নামের এক কিশোরী। সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় নাঈমার। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই উপায়ান্তর না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয় সে। জটিল হতে থাকে গল্প। প্রশ্ন এসে দাঁড়ায় নাঈমা কীভাবে তার স্বপ্ন পূরণ করবে। এমন গল্পে অমিতাভ রেজা চৌধুরী বানিয়েছেন ‘রিকশা গার্ল’। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর আজ দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। প্রেক্ষাগৃহের সঙ্গে একই দিন থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতেও মুক্তি পাচ্ছে রিকশা গার্ল।

রিকশা গার্লে নাঈমা চরিত্রে অভিনয় করেছেন মোমেনা চৌধুরীর মেয়ে নভেরা রহমান। অন্যান্য চরিত্রে চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।

নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘আমাদের দেশের রিকশা পেইন্টিংয়ের মতো দারুণ একটা শিল্পকে সারা বিশ্বের দর্শকের সামনে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। আমাদের কিশোর-কিশোরী যারা ছবি আঁকতে চায়, তাদের অনুপ্রাণিত করবে সিনেমাটি। সেই জায়গা থেকেই রিকশা গার্ল নির্মাণ করা।’

যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস অবলম্বনে রিকশা গার্ল তৈরি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায়। প্রযোজনা করেছেন এরিক জে অ্যাডামস, ফরিদুর রেজা সাগর, জিয়াউদ্দিন আদিল ও শিহাব আহমেদ সিরাজী। নির্বাহী প্রযোজক মো. আসাদুজ্জামান। করোনা মহামারির আগেই শেষ হয়েছিল শুটিং। ২০২০ সালে মুক্তির কথা থাকলেও করোনার কারণে বদলে যায় পরিকল্পনা। দেশে মুক্তি না দিয়ে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারও জিতেছে রিকশা গার্ল। বিশ্বের ৩০টির বেশি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পাশাপাশি ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ১৮ রাজ্যের ৫২টি শহরে চলচ্চিত্রটি দেখানো হয়। অবশেষে বাংলাদেশের দর্শক সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত