Ajker Patrika

মেগাস্টার বিতর্ক নিয়ে মুখ খুললেন জাহিদ হাসান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভক্ত থেকে শুরু করে সিনেমাসংশ্লিষ্ট অনেকে শাকিব খানকে মেগাস্টার বলে সম্বোধন করেন। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোতে তাঁর নামের আগে ব্যবহার করা হয় ‘মেগাস্টার’ তকমা। তবে কয়েক দিন আগে শাকিব খানের নামের সঙ্গে মেগাস্টার শব্দ নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন অভিনেতা জাহিদ হাসান। তাঁর সেই সমালোচনা ভালোভাবে নেয়নি শাকিবভক্তরা। সমালোচনার জবাবে জাহিদ হাসান জানালেন, ভুল-বোঝাবুঝির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কাউকে ছোট করার মতো মানুষ তিনি নন।

জাহিদ হাসান বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এটা ভুল-বোঝাবুঝি। আমি বলতে চাচ্ছিলাম যেভাবে, সেভাবে হয়তো আমি বোঝাতে পারিনি, নয়তো মানুষ ভুল বুঝেছে। আমি বলতে চাচ্ছিলাম, মানুষ যখন নিজে অনেক বড় হয়ে যায়, তার সামনে অন্য কোনো বিশেষণ লাগে না। যেমন টম ক্রুজ, তাঁকে কি অন্য কোনো বিশেষণ দেওয়ার দরকার আছে? তেমনি শাহরুখ খান, সালমান খান, ম্যারাডোনা বা মেসি—তাঁদের সামনে তো বিশেষ কিছু লাগে না। নামটাই যথেষ্ট। আমি সেটাই বোঝাতে চেয়েছি।’

জাহিদ হাসান আরও বলেন, ‘কাউকে ছোট করে কখনো কেউ বড় হতে পারে না। এই পৃথিবীতে কেউ হয়নি। আমি কাউকে ছোট করতে চাইও না। আমি নিজেই মানুষটা ছোট। অন্য কাউকে কেন ছোট করব? আমি চাই ভুল-বোঝাবুঝির অবসান হোক। এ নিয়ে আমার বা শাকিব সম্পর্কে মানুষের একটা ভুল ধারণা তৈরি হবে। আমি তো এ রকম মানুষ না।’

শাকিব খানের ভক্তদের উদ্দেশে জাহিদ হাসান বলেন, ‘আমি তাদের ইমোশনকে শ্রদ্ধা করি। তাঁকে (শাকিব) যারা ভালোবাসে, তারা যে মন খারাপ করেছে, এটা একধরনের ইতিবাচক দিক। কিন্তু আমি যেটা বলতে চেয়েছি, সেটা বুঝলে তারা আরও বড় হতো বা শাকিব আরও বড় হতো বলে আমি বিশ্বাস করি। কারণ, তারা তো শাকিবকে ভালোবাসে। আমরাও শাকিবকে ভালোবাসি। আমি চাই এই বলয়টা ভেঙে সে আরও ওপরে যাবে। তখন আমারও গর্ব হবে।’

এবার কোরবানির ঈদে শাকিব খানের ‘তাণ্ডব’-এর সঙ্গে মুক্তি পায় জাহিদ হাসানের ‘উৎসব’। চতুর্থ সপ্তাহে এসে প্রদর্শনী এবং আয়ের দিক থেকে তাণ্ডবকে ছাড়িয়ে গেছে উৎসব। সেই প্রসঙ্গে বলতে গিয়েই মেগাস্টার নিয়ে কথা বলেছিলেন জাহিদ হাসান। বলেছিলেন, ‘তাণ্ডব সিনেমাকে আলাদা ধরা হয় শাকিব খানের জন্য। তাঁকে শুধু শাকিব খান বলা হয় না। বলা হয় মেগাস্টার শাকিব খান। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন, এটা বুঝি না। তিনি তো একজন অভিনেতা। তাঁকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এটা তাঁর জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না। তবে শব্দটা কানে লাগে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত