নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্র ও শনিবার রাতে বসেছিল চাঁদের হাট। বলিউডের জনপ্রিয় তারকারা হাজির হয়েছিলেন ওই জমকালো অনুষ্ঠানে। শুধু তা-ই নয়, টম হল্যান্ড, তাঁর বান্ধবী জেন্ডায়া, পেনেলোপে ক্রুজ, এমা চেম্বারলেন, জিজি হাদিদসহ হলিউডের অনেকে এসেছিলেন সেখানে। নাচ, গান আর ফ্যাশন শোতে জমে উঠেছিল বান্দ্রার কুরলা কমপ্লেক্স।
সেখানে জিজির সঙ্গে একই মঞ্চে নাচতে দেখা গেছে বরুণ ধাওয়ানকে। নাচতে নাচতে জিজি হাদিদকে কোলে তুলে নেন বরুণ। এরপর তাঁর গালে চুমু খেয়ে বসেন। লজ্জা পেয়ে স্টেজ থেকে ছুটে পালিয়ে যান জিজি। সেখান থেকে বিতর্কের সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় এ ভিডিও ছড়িয়ে পড়ার পর ট্রলের শিকার বরুণ ধাওয়ান। নেটিজেনদের একাংশ এই চুমুকে ‘অপ্রীতিকর’ বলছেন। অনেকে তো বরুণের চরিত্র নিয়ে ঢালাওভাবে আক্রমণ করতে শুরু করেন। তাঁদের দাবি, জিজি নাকি এই আকস্মিক চুম্বনে অস্বস্তিতে পড়়েছিলেন!
তবে বিতর্ক আরও ঘনীভূত হওয়ার আগে রাশ টানলেন অভিনেতা। পুরো বিষয়টি ব্যাখ্যা করে টুইটারে জানিয়ে দিলেন, এটা নিয়ে অযথা বিতর্ক করার কিছু নেই। বরুণ জানান, জিজির মঞ্চের দিকে আসা থেকে শুরু করে তাঁর গালে চুমু—সবটাই ছিল পরিকল্পিত। টুইটে বরুণ লিখেছেন, ‘পুরো বিষয়টি পরিকল্পনামাফিক হয়েছে। আমাকে বলা হয়েছিল জিজি হাদিদকে স্টেজে কোলে তুলতে হবে। তাই আমি সেটা করেছি। আপনারা টুইটারে তর্ক করার জন্য এবার অন্য বিষয় খুঁজে নিন।’
এতেও যখন বিতর্ক থামছে না, তখন দায়িত্ব নিলেন স্বয়ং জিজি হাদিদ। বরুণের সঙ্গে শনিবারের অনুষ্ঠানের সেই ভাইরাল ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘বরুণ আমার বলিউডের স্বপ্ন পূরণ করেছেন।’ তাঁর কথায় স্পষ্ট যে বরুণের সঙ্গে তাঁর ভিডিও ঘিরে যে শোরগোল শুরু হয়েছিল, তা একেবারে ভিত্তিহীন।
নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্র ও শনিবার রাতে বসেছিল চাঁদের হাট। বলিউডের জনপ্রিয় তারকারা হাজির হয়েছিলেন ওই জমকালো অনুষ্ঠানে। শুধু তা-ই নয়, টম হল্যান্ড, তাঁর বান্ধবী জেন্ডায়া, পেনেলোপে ক্রুজ, এমা চেম্বারলেন, জিজি হাদিদসহ হলিউডের অনেকে এসেছিলেন সেখানে। নাচ, গান আর ফ্যাশন শোতে জমে উঠেছিল বান্দ্রার কুরলা কমপ্লেক্স।
সেখানে জিজির সঙ্গে একই মঞ্চে নাচতে দেখা গেছে বরুণ ধাওয়ানকে। নাচতে নাচতে জিজি হাদিদকে কোলে তুলে নেন বরুণ। এরপর তাঁর গালে চুমু খেয়ে বসেন। লজ্জা পেয়ে স্টেজ থেকে ছুটে পালিয়ে যান জিজি। সেখান থেকে বিতর্কের সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় এ ভিডিও ছড়িয়ে পড়ার পর ট্রলের শিকার বরুণ ধাওয়ান। নেটিজেনদের একাংশ এই চুমুকে ‘অপ্রীতিকর’ বলছেন। অনেকে তো বরুণের চরিত্র নিয়ে ঢালাওভাবে আক্রমণ করতে শুরু করেন। তাঁদের দাবি, জিজি নাকি এই আকস্মিক চুম্বনে অস্বস্তিতে পড়়েছিলেন!
তবে বিতর্ক আরও ঘনীভূত হওয়ার আগে রাশ টানলেন অভিনেতা। পুরো বিষয়টি ব্যাখ্যা করে টুইটারে জানিয়ে দিলেন, এটা নিয়ে অযথা বিতর্ক করার কিছু নেই। বরুণ জানান, জিজির মঞ্চের দিকে আসা থেকে শুরু করে তাঁর গালে চুমু—সবটাই ছিল পরিকল্পিত। টুইটে বরুণ লিখেছেন, ‘পুরো বিষয়টি পরিকল্পনামাফিক হয়েছে। আমাকে বলা হয়েছিল জিজি হাদিদকে স্টেজে কোলে তুলতে হবে। তাই আমি সেটা করেছি। আপনারা টুইটারে তর্ক করার জন্য এবার অন্য বিষয় খুঁজে নিন।’
এতেও যখন বিতর্ক থামছে না, তখন দায়িত্ব নিলেন স্বয়ং জিজি হাদিদ। বরুণের সঙ্গে শনিবারের অনুষ্ঠানের সেই ভাইরাল ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘বরুণ আমার বলিউডের স্বপ্ন পূরণ করেছেন।’ তাঁর কথায় স্পষ্ট যে বরুণের সঙ্গে তাঁর ভিডিও ঘিরে যে শোরগোল শুরু হয়েছিল, তা একেবারে ভিত্তিহীন।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১৭ মিনিট আগে