গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরা
ক্যাম্পাস ডেস্ক
যেখানে স্বপ্নের সীমা নেই, সেখানে কল্পনা ও বিজ্ঞান মিলে গড়ে ওঠে ভবিষ্যতের পৃথিবী। গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা কেবল মহাকাশ নিয়ে কল্পনা করেনি, তারা ডিজাইন করেছে টেকসই মানববসতির ভবিষ্যৎ। সম্প্রতি এই স্কুলের শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে সমাদৃত এনএসএস জেরার্ড কে ও’নিল স্পেস সেটেলমেন্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে বড় সাফল্য অর্জন করেছে।
এই প্রতিযোগিতায় অংশ নিয়ে লার্জ গ্রুপ (গ্রেড ৯) ক্যাটাগরিতে ৯ সদস্যের একটি দল প্রথম স্থান অর্জন করেছে। তারা ‘চিরন্তন আশ্রয়’ শীর্ষক একটি প্রকল্প উপস্থাপন করে। গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরা টানা তিন বছর এই পুরস্কার পেয়েছে। ‘চিরন্তন আশ্রয়’ প্রকল্পটি মানবজাতির জন্য বামন গ্রহ সেরেসে প্রথম স্বনির্ভর মহাকাশ বসতির ধারণার ওপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। এই প্রকল্প জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অবক্ষয় এবং মহাজাগতিক বিপদের প্রভাব এড়াতে সাহায্য করবে। পরিকল্পনায় মোবিয়াস স্ট্রিপ অনুপ্রাণিত সৌর প্যানেল দ্বারা পরিচালিত টেকসই জীবনযাত্রার ধারণা তুলে ধরা হয়েছে।
বিজয়ী দলের সদস্যরা হলেন অদ্বৈত ভাস্কর, আহমাদ আবদুল্লাহ, আয়শা আফসারা ইয়াসমিন, সিয়াম আহমেদ, ইব্রাহিম আমিন, মুহায়ের মনযুর, আহনাফ তাহমিদ আরিয়ান, সাফওয়ান চৌধুরী ও কাজী আফসান রওনাক আনান।
পাঁচ সদস্যের আরেকটি দল ‘এক্সসার্টা’ প্রকল্পের জন্য ছোট গ্রুপ (গ্রেড ৯) ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে। প্রতিযোগিতায় তারা ২৫টি দেশের ৪ হাজার ৯০০ প্রকল্পের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেছে। ‘এক্সসার্টা’ নামের উৎস ‘পেটুনিয়া এক্সসার্টা’ নামের একটি তারার মতো লাল রঙের ফুল, যার রং মঙ্গলের প্রতীক। ‘এক্সসার্টা’ শব্দের অর্থ ‘প্রক্ষেপণ’ বা ‘ধাক্কা দিয়ে এগিয়ে চলা’।
এই দলের পাঁচ সদস্য হলেন আরিশা আহমেদ রায়না, ফাবিহা আফাফ, ফারিজা শামস, সামারা শার্লিজ এমদাদ ও শাহরিয়া আফরিন।
গ্লেনরিচের তৃতীয় দল ‘অ্যাটলাস’ শীর্ষক প্রকল্পের জন্য লার্জ গ্রুপ (গ্রেড ১১) ক্যাটাগরিতে ‘অনারেবল মেনশন’ অর্জন করেছে।
ন্যাশনাল স্পেস সোসাইটি (মার্কিন যুক্তরাষ্ট্র) আয়োজিত এনএসএস জেরার্ড কে ও’নিল স্পেস সেটেলমেন্ট প্রতিযোগিতা একটি আন্তর্জাতিক আয়োজন, যেখানে শিক্ষার্থীরা মহাকাশে মানবসৃষ্ট বসতি কেমন হবে, সেই সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ডিজাইন করে থাকে।
প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, বৈজ্ঞানিক চিন্তাভাবনা এবং মহাকাশ অন্বেষণের আগ্রহকে বিশেষভাবে উৎসাহিত করার জন্য আয়োজন করা হয়।
এ বছর রোমানিয়া, আয়ারল্যান্ড, বাংলাদেশ, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রসহ প্রায় ২৫টি দেশের ২৬ হাজারের বেশি শিক্ষার্থী ৪ হাজার ৯০০টির বেশি এন্ট্রিতে প্রতিযোগিতায় অংশ নেয়। বাংলাদেশ থেকে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল একটি দল তাদের ‘চিরন্তন আশ্রয়’ প্রকল্প প্রতিযোগিতার জন্য জমা দেয়।
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল তাদের মেধা, উদ্ভাবনী চিন্তা এবং পরিশ্রমের মাধ্যমে দেশের গৌরব বাড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সাফল্য কেবল একটি প্রতিযোগিতার জয় নয়, এটি দেশের শিক্ষাব্যবস্থার উজ্জ্বল ভবিষ্যতের প্রতিফলন।
যেখানে স্বপ্নের সীমা নেই, সেখানে কল্পনা ও বিজ্ঞান মিলে গড়ে ওঠে ভবিষ্যতের পৃথিবী। গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা কেবল মহাকাশ নিয়ে কল্পনা করেনি, তারা ডিজাইন করেছে টেকসই মানববসতির ভবিষ্যৎ। সম্প্রতি এই স্কুলের শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে সমাদৃত এনএসএস জেরার্ড কে ও’নিল স্পেস সেটেলমেন্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে বড় সাফল্য অর্জন করেছে।
এই প্রতিযোগিতায় অংশ নিয়ে লার্জ গ্রুপ (গ্রেড ৯) ক্যাটাগরিতে ৯ সদস্যের একটি দল প্রথম স্থান অর্জন করেছে। তারা ‘চিরন্তন আশ্রয়’ শীর্ষক একটি প্রকল্প উপস্থাপন করে। গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরা টানা তিন বছর এই পুরস্কার পেয়েছে। ‘চিরন্তন আশ্রয়’ প্রকল্পটি মানবজাতির জন্য বামন গ্রহ সেরেসে প্রথম স্বনির্ভর মহাকাশ বসতির ধারণার ওপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে। এই প্রকল্প জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অবক্ষয় এবং মহাজাগতিক বিপদের প্রভাব এড়াতে সাহায্য করবে। পরিকল্পনায় মোবিয়াস স্ট্রিপ অনুপ্রাণিত সৌর প্যানেল দ্বারা পরিচালিত টেকসই জীবনযাত্রার ধারণা তুলে ধরা হয়েছে।
বিজয়ী দলের সদস্যরা হলেন অদ্বৈত ভাস্কর, আহমাদ আবদুল্লাহ, আয়শা আফসারা ইয়াসমিন, সিয়াম আহমেদ, ইব্রাহিম আমিন, মুহায়ের মনযুর, আহনাফ তাহমিদ আরিয়ান, সাফওয়ান চৌধুরী ও কাজী আফসান রওনাক আনান।
পাঁচ সদস্যের আরেকটি দল ‘এক্সসার্টা’ প্রকল্পের জন্য ছোট গ্রুপ (গ্রেড ৯) ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে। প্রতিযোগিতায় তারা ২৫টি দেশের ৪ হাজার ৯০০ প্রকল্পের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেছে। ‘এক্সসার্টা’ নামের উৎস ‘পেটুনিয়া এক্সসার্টা’ নামের একটি তারার মতো লাল রঙের ফুল, যার রং মঙ্গলের প্রতীক। ‘এক্সসার্টা’ শব্দের অর্থ ‘প্রক্ষেপণ’ বা ‘ধাক্কা দিয়ে এগিয়ে চলা’।
এই দলের পাঁচ সদস্য হলেন আরিশা আহমেদ রায়না, ফাবিহা আফাফ, ফারিজা শামস, সামারা শার্লিজ এমদাদ ও শাহরিয়া আফরিন।
গ্লেনরিচের তৃতীয় দল ‘অ্যাটলাস’ শীর্ষক প্রকল্পের জন্য লার্জ গ্রুপ (গ্রেড ১১) ক্যাটাগরিতে ‘অনারেবল মেনশন’ অর্জন করেছে।
ন্যাশনাল স্পেস সোসাইটি (মার্কিন যুক্তরাষ্ট্র) আয়োজিত এনএসএস জেরার্ড কে ও’নিল স্পেস সেটেলমেন্ট প্রতিযোগিতা একটি আন্তর্জাতিক আয়োজন, যেখানে শিক্ষার্থীরা মহাকাশে মানবসৃষ্ট বসতি কেমন হবে, সেই সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ডিজাইন করে থাকে।
প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, বৈজ্ঞানিক চিন্তাভাবনা এবং মহাকাশ অন্বেষণের আগ্রহকে বিশেষভাবে উৎসাহিত করার জন্য আয়োজন করা হয়।
এ বছর রোমানিয়া, আয়ারল্যান্ড, বাংলাদেশ, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রসহ প্রায় ২৫টি দেশের ২৬ হাজারের বেশি শিক্ষার্থী ৪ হাজার ৯০০টির বেশি এন্ট্রিতে প্রতিযোগিতায় অংশ নেয়। বাংলাদেশ থেকে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল একটি দল তাদের ‘চিরন্তন আশ্রয়’ প্রকল্প প্রতিযোগিতার জন্য জমা দেয়।
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল তাদের মেধা, উদ্ভাবনী চিন্তা এবং পরিশ্রমের মাধ্যমে দেশের গৌরব বাড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সাফল্য কেবল একটি প্রতিযোগিতার জয় নয়, এটি দেশের শিক্ষাব্যবস্থার উজ্জ্বল ভবিষ্যতের প্রতিফলন।
লেখাপড়ায় ভালো করতে হলে সবচেয়ে জরুরি হলো মনোযোগ ধরে রাখা। কিন্তু নানা কারণে পড়ার সময় অনেকের মন বসে না। নিচে কিছু কার্যকর উপায় দেওয়া হলো, যা অনুসরণ করলে লেখাপড়ায় মনোযোগ বাড়বে।
১৫ ঘণ্টা আগেডেনমার্কে ডেনিশ ডেটা সায়েন্স একাডেমি (ডিডিএসএ) ভিজিট গ্রান্ট স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১৫ ঘণ্টা আগেইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ হতে চলেছে। এই বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং বাংলাদেশের দীর্ঘদিনের মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে একটি কেন্দ্রীয় কাঠামোয় এনে নৈতিকতা, জ্ঞান ও গবেষণার পথে এগিয়ে নেওয়ার প্রয়াস।
১৫ ঘণ্টা আগেহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে প্রথমবারের মতো দুই দিনব্যাপী (১৮ ও ১৯ জুলাই) ‘আইইইই সিএস বিডিসি সামার সিম্পোজিয়াম ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
১৫ ঘণ্টা আগে