Ajker Patrika

তেজগাঁও কলেজ স্মৃতির উঠানে প্রথম পুনর্মিলনী

ইলিয়াস শান্ত, ঢাকা
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৬: ০১
তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগে অ্যালামনাই পুনর্মিলনীর সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগে অ্যালামনাই পুনর্মিলনীর সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগে গত শুক্রবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে বিভাগটির প্রথম অ্যালামনাই পুনর্মিলনী ২০২৫। সময়ের পরিক্রমায় যে বন্ধন কিছুটা শিথিল হয়ে পড়েছিল, সেই সম্পর্ককে আবার নতুন করে জোড়া লাগানোর এক অনবদ্য প্রয়াস দেখা গেল এই আয়োজনে।

১৯৯৮ সাল থেকে শুরু করে ২০২৫ সালের ব্যাচ পর্যন্ত বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ চত্বর যেন পরিণত হয়েছিল এক প্রাণবন্ত মিলনমেলায়। দীর্ঘদিন পর সহপাঠী, শিক্ষক ও পুরোনো প্রাঙ্গণকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।

রাজধানীর তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা ইয়াসমিন। গভর্নিং বডির সদস্য নূর নবী আল মাহমুদ, সমাজকর্ম বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সায়েদা আক্তার, ড. এ এইচ এম এম মাহবুবুর রহমান এবং বিভাগের বর্তমান চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শারমিন নাহার; যিনি অনুষ্ঠানটির সভাপতিত্বও করেন।
রাজধানীর তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা ইয়াসমিন। গভর্নিং বডির সদস্য নূর নবী আল মাহমুদ, সমাজকর্ম বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সায়েদা আক্তার, ড. এ এইচ এম এম মাহবুবুর রহমান এবং বিভাগের বর্তমান চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শারমিন নাহার; যিনি অনুষ্ঠানটির সভাপতিত্বও করেন।

সকালের সূর্য যখন ক্যাম্পাসের আকাশে উঁকি দিচ্ছে, ঠিক তখনই শুরু হয় এই অনুষ্ঠান। উদ্বোধন করেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা ইয়াসমিন। উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য নূর নবী আল মাহমুদ, সমাজকর্ম বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সায়েদা আক্তার, ড. এ এইচ এম এম মাহবুবুর রহমান এবং বিভাগের বর্তমান চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শারমিন নাহার; যিনি অনুষ্ঠানটির সভাপতিত্বও করেন।

উদ্বোধনের পরপরই কলেজের অডিটরিয়াম-১ এ অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সেখানে উঠে আসে সমাজকর্ম বিভাগের অতীত সাফল্য, বর্তমানের চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের স্বপ্ন। বিভাগীয় চেয়ারম্যান শারমিন নাহার বলেন, ‘আজকের এই আয়োজন শুধুই একটি পুনর্মিলনী নয়, এটি আমাদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করবে। এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, সেটাই আমাদের প্রত্যাশা।’

বেলা ৩টা থেকে শুরু হয় দিনটির বহুল প্রত্যাশিত আয়োজন—সাংস্কৃতিক অনুষ্ঠান। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান, কবিতা আবৃত্তিতে মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। বিশেষ আকর্ষণ ছিল সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থীদের গঠিত ব্যান্ড দল ‘অমূলক’। তাদের সংগীত পরিবেশনার সঙ্গে সঙ্গে দর্শকদের চমকে দেয় চতুর্থ বর্ষের শিক্ষার্থী এনামুল ইসলাম নাঈমের জাদু প্রদর্শনী।

১-(2)

নেতৃত্বে নতুন প্রজন্ম

এই দিনেই গঠিত হয় সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি। সভাপতি নির্বাচিত হয়েছেন ৯৮-৯৯ ব্যাচের ফারহানা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ০১-০২ ব্যাচের হাসান মো. তৌফিক ইমাম।

রাজধানীর তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা।
রাজধানীর তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা।

দিনব্যাপী আনন্দ-উল্লাস শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে র‍্যাফল ড্রয়ের মধ্য দিয়ে। আনন্দ, হাসি আর আবেগের মেলবন্ধনে ভরপুর এই দিন হয়ে থাকবে স্মরণীয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত