Ajker Patrika

ইবিতে নবীন বন্ধুদের বরণ ও কর্মশালা

পল্লব আহমেদ সিয়াম, ইবি 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঠকবন্ধুর নবীন সদস্যরা। ছবি: পাঠকবন্ধু
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঠকবন্ধুর নবীন সদস্যরা। ছবি: পাঠকবন্ধু

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঠকবন্ধুর আয়োজনে নবীন সদস্যদের বরণ এবং ‘কৃত্রিম বুদ্ধিমত্তা: সুযোগ-সুবিধা ও হুমকি’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জ্ঞানচর্চা ও প্রযুক্তির আধুনিক ধারা নিয়ে আলোচনা করতে এই কর্মশালার আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অনন্য অভিজ্ঞতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠকবন্ধুর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইআইইআরের পরিচালক ড. মো. ইকবাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব। অনুষ্ঠানে বক্তব্য দেন মো. জুবায়ের রহমান। সঞ্চালনা করেন মো. মিনহাজুর রহমান মাহিম ও রাইসা আমিন লস্কর।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. ইকবাল হোসাইন বলেন, পাঠকবন্ধু একটি বুদ্ধিবৃত্তিক চর্চার জায়গা। এর সদস্যরা লেখালেখির পাশাপাশি সৃজনশীল বিভিন্ন আলোচনা ও গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে পারেন।

বিশেষ অতিথি অধ্যাপক ড. রহমান হাবিব নবীনদের উদ্দেশে বলেন, ‘লেখালেখি একটি শক্তিশালী মাধ্যম। যাঁরা এই চর্চার সঙ্গে যুক্ত, তাঁরা সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে সক্ষম হন। এ ধরনের সংগঠন আমাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

মো. জুবায়ের রহমান কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এআই ও কম্পিউটারের জ্ঞান থাকা জরুরি। প্রযুক্তির সঙ্গে যাঁরা খাপ খাইয়ে নিতে না পারবেন, ভবিষ্যতে কর্মসংস্থানের ক্ষেত্রে তাঁদের পিছিয়ে পড়তে হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। নবীন শিক্ষার্থীরা বলেন, ‘কর্মশালাটি আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে বাস্তবধর্মী ধারণা দিয়েছে এবং প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেছে।’

পাঠকবন্ধুর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পাঠকবন্ধু সংগঠন আদর্শ নাগরিক তৈরির কারিগরের কাজের প্ল্যাটফর্ম। আমরা সব সময় জ্ঞানমূলক চর্চায় বিশ্বাসী।’

ইসলামী বিশ্ববিদ্যালয় পাঠকবন্ধুর এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে লেখালেখি, প্রযুক্তি ও জ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এমন আলোচনা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও হলে তা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত