Ajker Patrika

আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেলেন অর্ক রায়

ক্যাম্পাস ডেস্ক 
পুরস্কার হাতে অর্ক রায়। ছবি: সংগৃহীত
পুরস্কার হাতে অর্ক রায়। ছবি: সংগৃহীত

দেশের তরুণেরা শুধু দেশেই নন, আন্তর্জাতিক অঙ্গনেও তাঁদের প্রতিভা, মানবিকতা ও নেতৃত্বের ছাপ রাখছেন। সেই ধারার এক উজ্জ্বল উদাহরণ অর্ক রায়। সম্প্রতি তিনি পেয়েছেন ‘মানবিক সম্প্রীতি সম্মেলন ও আন্তর্জাতিক শান্তি পুরস্কার ২০২৫’-এর ইনডিভিজুয়াল ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ স্বীকৃতি।

অর্ক রায়ের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের হারামিয়া কমপ্লেক্স আবাসিক এলাকায়। তিনি সাউদার্ন বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়ার প্রস্তুতি নিচ্ছেন এবং পাশাপাশি আইন পেশার সঙ্গেও যুক্ত রয়েছেন। তিনি কেবল আদালতকক্ষেই সীমাবদ্ধ নন; নিয়মিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে আইনি সচেতনতা, মানবাধিকার ও সামাজিক ন্যায়ের বিষয়ে লেখালেখি করে আসছেন। নিজের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, ‘আইন কোনো ভয় নয়, বরং এটি মানুষের সুরক্ষার প্রতীক। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমার প্রধান লক্ষ্য।’

সম্প্রতি অনুষ্ঠানটি হয় মালদ্বীপের ভিল্লা ইন্টারন্যাশনাল কলেজ অডিটরিয়ামে। বিশ্বের ৩৩টি দেশের মনোনীত প্রতিনিধিদের মধ্য থেকে নির্বাচিত হন অর্ক রায়। বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি এই আন্তর্জাতিক সম্মান অর্জন করেন।

মানবিকতা ও শান্তির মঞ্চে

মালদ্বীপের এই সম্মেলনে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, সমাজসেবী, গণমাধ্যম প্রতিনিধি ও কূটনীতিকেরা। আলোচনার বিষয় ছিল মানবিক সম্প্রীতি, বৈশ্বিক শান্তি ও সহমর্মিতার প্রসার।

সেখানে নিজের নিষ্ঠা, চিন্তা ও ন্যায়ের প্রতি অঙ্গীকারের মাধ্যমে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন অর্ক রায়।

আয়োজক কমিটির অফিশিয়াল বিবৃতিতে বলা হয়, ‘মি. অর্ক রায় মানব সম্প্রীতি, ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় তাঁর আইনবিষয়ক লেখনী এবং সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অসামান্য অবদানের জন্য সম্মানিত হয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেড় মাস ধরে কর্মস্থলে নেই সহকারী কমিশনার, নিয়োগ বাতিল করল সরকার

জুবায়েদ হত্যার নেপথ্যে ‘প্রেমের সম্পর্ক’, সিসিটিভির ফুটেজ দেখে আটক ৩

মাদ্রাসাছাত্রীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ, আড়াল করতে সাউন্ডবক্সে চলে গান

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি

এলাকার খবর
Loading...