Ajker Patrika

ইস্টার্ন ইউনিভার্সিটিতে গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা

বিজ্ঞপ্তি  
ইস্টার্ন ইউনিভার্সিটিতে গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা। ছবি: সংগৃহীত
ইস্টার্ন ইউনিভার্সিটিতে গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা। ছবি: সংগৃহীত

ইস্টার্ন ইউনিভার্সিটির রেজাকুল হায়দার হলে জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জুলাই মাসের অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে এবং আহতদের চিকিৎসা সহায়তার গুরুত্ব তুলে ধরে এক আবেগপূর্ণ পরিবেশ তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং কোষাধ্যক্ষ অধ্যাপক শামসুল হুদা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অভ্যুত্থানে আহত চারজন শিক্ষার্থী মো. রকিবুল ইসলাম (রাফি), তালহা সরদার, সোনিয়া মিম এবং সাহেদ আফ্রিদী তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেন। তাঁরা বলেন, আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। দেশের শান্তি, শৃঙ্খলা, মানবাধিকার ও সর্বোপরি সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সবাইকে সর্বদা প্রস্তুত থাকতে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির নেতা আটক

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: বদলি–পদায়নে অস্থিরতা

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত