নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ আট বছর পর আগামী ২০ এবং ২১ জুন (শুক্রবার-শনিবার) ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল অ্যান্ড্রয়েড কনফারেন্স ‘ড্রয়েডকন’।
৫০০ জনেরও বেশি অংশগ্রহণকারী, বিশ্বের ১৯ জন বক্তা এবং ২০-এর অধিক টেকনিক্যাল সেশনের মাধ্যমে ড্রয়েডকন বাংলাদেশ-২০২৫ দেশের সর্ববৃহৎ অ্যান্ড্রয়েড কেন্দ্রিক ডেভেলপার সমাবেশ হতে চলেছে। উদ্ভাবন, কোড ও সম্প্রদায়ের সঙ্গে আলোচনা, অভিজ্ঞতা ও নলেজ শেয়ারিং নিয়ে থাকবে এই দুই দিনের মূল আয়োজন।
কনফারেন্সের প্রথম দিন শুক্রবারের (২০ জুন) আয়োজনে যা থাকছে—
কি নোট, বিদ্যুতের আলো ও কোটলিন, ফ্লাটার, পরিষ্কার স্থাপত্য এবং ডেভেলপার যাত্রার ওপর গভীরভাবে আলোচনাসহ ১০টি অধিবেশন। বিষয়গুলো স্কেলেবল অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি থেকে শুরু করে স্টার্টআপ কেস স্টাডি এবং আধুনিক ইউআই ডেভেলপমেন্ট পর্যন্ত সবকিছুকে অন্তর্ভুক্ত করবে।
দ্বিতীয় দিন শনিবারের (২১ জুন) আয়োজনে যা থাকছে—
অত্যাধুনিক অ্যান্ড্রয়েড নিরাপত্তা, মোবাইল টেস্টিংয়ে এআই, কোটলিন মাল্টি প্ল্যাটফর্ম (কেএমপি) এবং বাস্তব বিশ্বের ইঞ্জিনিয়ারিং নেতৃত্বের মাধ্যমে ৯টি সেশন পরিপূর্ণ।
দুই দিনব্যাপী এই উত্তেজনাপূর্ণ আয়োজনে থাকছে একটি দক্ষ অতিথি প্যানেল, র্যাফেল ড্র, কুইজের ফলাফল এবং দ্বিতীয় দিনে একটি গ্র্যান্ড সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। এই কনফারেন্সের মিডিয়া পার্টনার দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম আজকের পত্রিকা। Sunnat 629.dev এই কনফারেন্সটির আয়োজন করেছে।
এ ছাড়া, টাইটেল স্পনসর ডায়নামিক সলিউশন ইনোভেটরস লিমিটেড (ডিএসআই), গোল্ড স্পনসর ব্রেইন স্টেশন-২৩ ও চেক (Cheq), কমিউনিটি পার্টনার বিডিঅ্যাপস (BDApps), জেটব্রেইনস (JetBrains), অ্যাজাইল বাংলাদেশ (Agile Bangladesh) ও এই আয়োজনের সঙ্গে ছিল।
এই আয়োজনের কো-হোস্ট ছিল আইইউবি সিএসই বিভাগের আইইইই বাংলাদেশ সেকশন, কো-অর্গানাইজার ছিল টেকবাইট সল্যুশনস (TechAByte Solutions)।
দীর্ঘ আট বছর পর আগামী ২০ এবং ২১ জুন (শুক্রবার-শনিবার) ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল অ্যান্ড্রয়েড কনফারেন্স ‘ড্রয়েডকন’।
৫০০ জনেরও বেশি অংশগ্রহণকারী, বিশ্বের ১৯ জন বক্তা এবং ২০-এর অধিক টেকনিক্যাল সেশনের মাধ্যমে ড্রয়েডকন বাংলাদেশ-২০২৫ দেশের সর্ববৃহৎ অ্যান্ড্রয়েড কেন্দ্রিক ডেভেলপার সমাবেশ হতে চলেছে। উদ্ভাবন, কোড ও সম্প্রদায়ের সঙ্গে আলোচনা, অভিজ্ঞতা ও নলেজ শেয়ারিং নিয়ে থাকবে এই দুই দিনের মূল আয়োজন।
কনফারেন্সের প্রথম দিন শুক্রবারের (২০ জুন) আয়োজনে যা থাকছে—
কি নোট, বিদ্যুতের আলো ও কোটলিন, ফ্লাটার, পরিষ্কার স্থাপত্য এবং ডেভেলপার যাত্রার ওপর গভীরভাবে আলোচনাসহ ১০টি অধিবেশন। বিষয়গুলো স্কেলেবল অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি থেকে শুরু করে স্টার্টআপ কেস স্টাডি এবং আধুনিক ইউআই ডেভেলপমেন্ট পর্যন্ত সবকিছুকে অন্তর্ভুক্ত করবে।
দ্বিতীয় দিন শনিবারের (২১ জুন) আয়োজনে যা থাকছে—
অত্যাধুনিক অ্যান্ড্রয়েড নিরাপত্তা, মোবাইল টেস্টিংয়ে এআই, কোটলিন মাল্টি প্ল্যাটফর্ম (কেএমপি) এবং বাস্তব বিশ্বের ইঞ্জিনিয়ারিং নেতৃত্বের মাধ্যমে ৯টি সেশন পরিপূর্ণ।
দুই দিনব্যাপী এই উত্তেজনাপূর্ণ আয়োজনে থাকছে একটি দক্ষ অতিথি প্যানেল, র্যাফেল ড্র, কুইজের ফলাফল এবং দ্বিতীয় দিনে একটি গ্র্যান্ড সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। এই কনফারেন্সের মিডিয়া পার্টনার দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম আজকের পত্রিকা। Sunnat 629.dev এই কনফারেন্সটির আয়োজন করেছে।
এ ছাড়া, টাইটেল স্পনসর ডায়নামিক সলিউশন ইনোভেটরস লিমিটেড (ডিএসআই), গোল্ড স্পনসর ব্রেইন স্টেশন-২৩ ও চেক (Cheq), কমিউনিটি পার্টনার বিডিঅ্যাপস (BDApps), জেটব্রেইনস (JetBrains), অ্যাজাইল বাংলাদেশ (Agile Bangladesh) ও এই আয়োজনের সঙ্গে ছিল।
এই আয়োজনের কো-হোস্ট ছিল আইইউবি সিএসই বিভাগের আইইইই বাংলাদেশ সেকশন, কো-অর্গানাইজার ছিল টেকবাইট সল্যুশনস (TechAByte Solutions)।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। বাকি তিনটি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। ডাকসুর ২৮টি পদের মধ্যে সদস্যপদ রয়েছে ১৩ টি। এই পদেও শিবিরের প্রার্থীরা একচেটিয়
৩ ঘণ্টা আগেডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের বিজয় নিয়ে দলটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘আমি এই বিজয়কে শুধুমাত্র শিবিরের বিজয় বলে মনে করছি না, বরং এই বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর এবং দেশের আপামর মানুষের। যাঁরা কাঙ্ক্ষিত পরিবর্তনের রাজনীতি চান, এটা তাঁদের বিজয় হিসেবে দেখব...
৪ ঘণ্টা আগেডাকসুতে জিএস হিসেবে জয় ব্যক্তিগত অর্জন বা ঢাবিতে ছাত্রশিবিরের জয় নয় বরং এটা ঢাবির সব শিক্ষার্থীদের জয় বলে মন্তব্য করেছেন ডাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক বা জিএস এস এম ফরহাদ। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
৫ ঘণ্টা আগেজাতির সঙ্গে ছাত্র শিবিরের বেইমানি ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র ভিপিপ্রার্থী উমামা ফাতেমা। তিনি ডাকসু নির্বাচনের কারচুপির অভিযোগ এনে আজ বুধবার ভোর পৌনে ৬টায় এক ফেসবুক পোস্টে এ কথা লেখেন।
৫ ঘণ্টা আগে