Ajker Patrika

আইইউবিএটির ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

বিজ্ঞপ্তি  
আইইউবিএটির ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা। ছবি: সংগৃহীত
আইইউবিএটির ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) অনুষ্ঠিত হয়েছে ‘আইইউবিএটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ২০২৫-২০২৬’ কমিটির হস্তান্তর অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে গত ২৩ নভেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ত মিলনমেলা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আব্দুর রব। তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এটি কীভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং ডিপার্টমেন্টের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার কোষাধ্যক্ষ সেলিনা নার্গিস। এ ছাড়া উপস্থিত ছিলেন আইইউবিএটির রেজিস্ট্রার, ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন, ইইই বিভাগের চেয়ারম্যান, কো–অর্ডিনেটর এবং বিভিন্ন শিক্ষকেরা।

এ সময় আইইউবিএটির জ্যেষ্ঠ অ্যালামনাই প্রকৌশলী মো. হানিফ, প্রকৌশলী নুরুজ্জামান ফারুকি, প্রকৌশলী জিয়াদ তানজিমের উপস্থিতিতে নবগঠিত কমিটির সভাপতি প্রকৌশলী নাফিস রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী ইমরুল হাসান সানি ও প্রকৌশলী মো. জামাল মুন্সি এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সামিউল ইসলাম চৌধুরীর নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী সাফিনা সিদ্দিকা সিল্কি ও প্রকৌশলী মো. শাহিদুল হাসান শাওন।

আইইউবিএটির ইইই বিভাগের অনেক প্রকৌশলী সুনামের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে উচ্চতর ডিগ্রির জন্য অধ্যয়নরত। তাদের মধ্যে থেকে প্রকৌশলী জয় দাশ গুপ্ত যিনি অস্ট্রেলিয়ায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন এবং ভিডিও বার্তায় নতুন কমিটির জন্য শুভেচ্ছা জানান ও তাঁর কাজের অভিজ্ঞতা শেয়ার করেন। অনুষ্ঠানের শেষ অংশে সাংস্কৃতিক পরিবেশনা মাধ্যমে অতিথিরা দিনটি উদ্‌যাপন করেন। অনুষ্ঠান সকলের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।

আইইউবিএটির ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, হবে যা সাবেক শিক্ষার্থীদের একত্রিত করবে এবং তাদের পেশাগত উন্নয়ন ও সামাজিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণে কাজ করবে। নতুন কমিটির কার্যক্রমে ডিইইই বিভাগের সুনাম আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

১৯৯১ সালে শিক্ষাবিদ অধ্যাপক এম আলিমউল্যা মিয়ানের উদ্যোগে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে আইইউবিএটি। বর্তমানে উত্তরায় ২০ বিঘার নিজস্ব সবুজ ক্যাম্পাসে ৬টি অনুষদে ১৪টি প্রোগ্রাম চালু আছে এই প্রতিষ্ঠানে। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার শিক্ষার্থীর সঙ্গে এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের শতাধিক শিক্ষার্থীরাও নিয়মিত পড়াশোনা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির নেতা আটক

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: বদলি–পদায়নে অস্থিরতা

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত