তানজিল কাজী
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এক কোণে ক্লাস শেষে তিন তরুণ হাতে তুলে নিয়েছিলেন গিটার, কণ্ঠে তুলেছিলেন গান। সেদিন হয়তো তাঁরা কল্পনাও করতে পারেননি সেই আড্ডার সুর একদিন অতিক্রম করবে ক্যাম্পাসের সীমানা, ছড়িয়ে পড়বে টিভি, রেডিও আর বড় বড় মঞ্চে। বন্ধুত্ব আর সংগীতপ্রেম থেকে জন্ম নেওয়া সেই দলই আজ ‘সাদাকালা ব্যান্ড’। শুধু গান নয়, ঐতিহ্যবাহী বাউল-ফোকের ধারা নতুন রূপে পরিবেশন করে তারা ছুঁয়ে যাচ্ছে মানুষের হৃদয়। নিজেদের তারা দেখছে কেবল একটি ব্যান্ড হিসেবেই নয়, বরং এক সাংস্কৃতিক আন্দোলনের প্রতিনিধি হিসেবে।
যেভাবে শুরু
ক্লাস শেষে বাদ্যযন্ত্র ছাড়াই গান গাইতেন তাঁরা। শুধু মনের টানে শুরু হয়েছিল সংগীতচর্চা। একসময় সেই নেশা পরিণত হয় ভালোবাসায়। ধীরে ধীরে যোগ হয় ইউকেলেলে, খোমক, হাতের বায়া। প্রথম মঞ্চ ছিল ক্যাম্পাসের ক্যানটিন আর বাগান। সেখান থেকে যাত্রা শুরু ‘সাদাকালা’র। তাদের বিশ্বাস, ‘সাদামনের মানুষের মধ্যে কোনো ছলচাতুরী নেই।’ তাই নামকরণ হয় ‘সাদাকালা’। অচিরেই ডিআইইউর যেকোনো অনুষ্ঠানে তাদের উপস্থিতি হয়ে ওঠে অপরিহার্য।
ক্যাম্পাস মাতিয়ে বড় মঞ্চে
তিনজন দিয়ে শুরু হলেও এখন মূল দলে সাতজন—মেহেদী, সিয়াম, মুরাদ, সাজন, সৈকত ও এলিন আশিক। শুধু গান নয়, নাচ ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনাও যুক্ত হয়েছে। ক্যাম্পাসের বাইরের অনুষ্ঠানেও সমান উৎসাহে অংশ নিচ্ছেন তাঁরা। বর্তমানে প্রায় ৫০ জনের সাংস্কৃতিক পরিবারকে ঘিরে বিস্তার ঘটিয়েছে সাদাকালা।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রথম ক্যাম্পাস-বহির্ভূত পারফর্ম করেন তাঁরা। সরল গানের আবেগেই তাঁরা জয় করে নেন শ্রোতাদের মন।
অর্জন আর ভালোবাসা
শ্রোতাদের ভালোবাসাই সাদাকালার বড় সাফল্য। পাশাপাশি মিলেছে প্রাতিষ্ঠানিক স্বীকৃতিও। ড্যাফোডিলের আয়োজিত সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয় থেকে পুরস্কার পায় তারা। ২০২৩ সালে সময় টেলিভিশনে তাদের প্রথম সাক্ষাৎকার প্রচারিত হয়। পরবর্তী সময়ে অ্যাপল রেডিও ৯১.২, নেক্সাস টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে আরও পরিচিতি পায়। সামাজিক মাধ্যমেও তাঁদের গান দারুণ সাড়া ফেলেছে।
প্রশংসা ও দর্শন
ডিআইইউর সহকারী অধ্যাপক ওমর ফারুক বলেন, ‘সাদাকালা গানের দল একটি সমকালীন সংগীতধারা প্রচারকারী দল, যারা বাংলা গানের ভেতরে সমাজ, সংস্কৃতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে বিশেষভাবে কাজ করছে।’
দলের এক সদস্য মোহাম্মদ সিয়াম বলেন, ‘আমাদের যাত্রা শুরু হয়েছিল বাংলা লোকগানের মাধুর্য তুলে ধরার স্বপ্ন থেকে। ঐতিহ্য ও নতুনত্বের সমন্বয়ে আমরা নিজেরাই গড়ে তুলছি সুরের ভুবন। চ্যালেঞ্জ থাকলেও শ্রোতাদের ভালোবাসাই আমাদের শক্তি।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অতীশ চাকমা মনে করেন, সাদাকালা কেবল জনপ্রিয় হওয়ার জন্য গান করে না, বরং বিশ্বাস করে, সংগীত দিয়ে সমাজ বদলানো যায়, মানুষকে ভাবানো যায়। তাদের গানে যেমন আছে প্রতিবাদের সুর, তেমনি মেলে আশার আলো।
সাংস্কৃতিক আন্দোলনের পথে
সাদাকালা ব্র্যান্ডের প্রতিটি পরিবেশনায় থাকে বাংলার মাটির গন্ধ আর মানুষের হৃদয়ের স্পন্দন। তরুণ থেকে প্রৌঢ়—সব বয়সী শ্রোতার কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে তাদের গান। ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজেদের সুরের জাদু ছড়িয়ে দিতে চায় তারা। সাদাকালার যাত্রা প্রমাণ করছে—সত্যিকারের শিল্প মানেই সময়ের সঙ্গী হওয়া।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এক কোণে ক্লাস শেষে তিন তরুণ হাতে তুলে নিয়েছিলেন গিটার, কণ্ঠে তুলেছিলেন গান। সেদিন হয়তো তাঁরা কল্পনাও করতে পারেননি সেই আড্ডার সুর একদিন অতিক্রম করবে ক্যাম্পাসের সীমানা, ছড়িয়ে পড়বে টিভি, রেডিও আর বড় বড় মঞ্চে। বন্ধুত্ব আর সংগীতপ্রেম থেকে জন্ম নেওয়া সেই দলই আজ ‘সাদাকালা ব্যান্ড’। শুধু গান নয়, ঐতিহ্যবাহী বাউল-ফোকের ধারা নতুন রূপে পরিবেশন করে তারা ছুঁয়ে যাচ্ছে মানুষের হৃদয়। নিজেদের তারা দেখছে কেবল একটি ব্যান্ড হিসেবেই নয়, বরং এক সাংস্কৃতিক আন্দোলনের প্রতিনিধি হিসেবে।
যেভাবে শুরু
ক্লাস শেষে বাদ্যযন্ত্র ছাড়াই গান গাইতেন তাঁরা। শুধু মনের টানে শুরু হয়েছিল সংগীতচর্চা। একসময় সেই নেশা পরিণত হয় ভালোবাসায়। ধীরে ধীরে যোগ হয় ইউকেলেলে, খোমক, হাতের বায়া। প্রথম মঞ্চ ছিল ক্যাম্পাসের ক্যানটিন আর বাগান। সেখান থেকে যাত্রা শুরু ‘সাদাকালা’র। তাদের বিশ্বাস, ‘সাদামনের মানুষের মধ্যে কোনো ছলচাতুরী নেই।’ তাই নামকরণ হয় ‘সাদাকালা’। অচিরেই ডিআইইউর যেকোনো অনুষ্ঠানে তাদের উপস্থিতি হয়ে ওঠে অপরিহার্য।
ক্যাম্পাস মাতিয়ে বড় মঞ্চে
তিনজন দিয়ে শুরু হলেও এখন মূল দলে সাতজন—মেহেদী, সিয়াম, মুরাদ, সাজন, সৈকত ও এলিন আশিক। শুধু গান নয়, নাচ ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনাও যুক্ত হয়েছে। ক্যাম্পাসের বাইরের অনুষ্ঠানেও সমান উৎসাহে অংশ নিচ্ছেন তাঁরা। বর্তমানে প্রায় ৫০ জনের সাংস্কৃতিক পরিবারকে ঘিরে বিস্তার ঘটিয়েছে সাদাকালা।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রথম ক্যাম্পাস-বহির্ভূত পারফর্ম করেন তাঁরা। সরল গানের আবেগেই তাঁরা জয় করে নেন শ্রোতাদের মন।
অর্জন আর ভালোবাসা
শ্রোতাদের ভালোবাসাই সাদাকালার বড় সাফল্য। পাশাপাশি মিলেছে প্রাতিষ্ঠানিক স্বীকৃতিও। ড্যাফোডিলের আয়োজিত সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয় থেকে পুরস্কার পায় তারা। ২০২৩ সালে সময় টেলিভিশনে তাদের প্রথম সাক্ষাৎকার প্রচারিত হয়। পরবর্তী সময়ে অ্যাপল রেডিও ৯১.২, নেক্সাস টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে আরও পরিচিতি পায়। সামাজিক মাধ্যমেও তাঁদের গান দারুণ সাড়া ফেলেছে।
প্রশংসা ও দর্শন
ডিআইইউর সহকারী অধ্যাপক ওমর ফারুক বলেন, ‘সাদাকালা গানের দল একটি সমকালীন সংগীতধারা প্রচারকারী দল, যারা বাংলা গানের ভেতরে সমাজ, সংস্কৃতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে বিশেষভাবে কাজ করছে।’
দলের এক সদস্য মোহাম্মদ সিয়াম বলেন, ‘আমাদের যাত্রা শুরু হয়েছিল বাংলা লোকগানের মাধুর্য তুলে ধরার স্বপ্ন থেকে। ঐতিহ্য ও নতুনত্বের সমন্বয়ে আমরা নিজেরাই গড়ে তুলছি সুরের ভুবন। চ্যালেঞ্জ থাকলেও শ্রোতাদের ভালোবাসাই আমাদের শক্তি।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অতীশ চাকমা মনে করেন, সাদাকালা কেবল জনপ্রিয় হওয়ার জন্য গান করে না, বরং বিশ্বাস করে, সংগীত দিয়ে সমাজ বদলানো যায়, মানুষকে ভাবানো যায়। তাদের গানে যেমন আছে প্রতিবাদের সুর, তেমনি মেলে আশার আলো।
সাংস্কৃতিক আন্দোলনের পথে
সাদাকালা ব্র্যান্ডের প্রতিটি পরিবেশনায় থাকে বাংলার মাটির গন্ধ আর মানুষের হৃদয়ের স্পন্দন। তরুণ থেকে প্রৌঢ়—সব বয়সী শ্রোতার কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে তাদের গান। ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজেদের সুরের জাদু ছড়িয়ে দিতে চায় তারা। সাদাকালার যাত্রা প্রমাণ করছে—সত্যিকারের শিল্প মানেই সময়ের সঙ্গী হওয়া।
মার্কিন যুক্তরাষ্ট্রে বোস্টন ইউনিভার্সিটি ট্রাস্টি স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য বৃত্তিটি সক্রিয় থাকবে।
১ ঘণ্টা আগেবিজেএস পরীক্ষার প্রিলিমিনারি অংশে অপরাধবিজ্ঞান থেকে সাধারণত ১০টি প্রশ্ন আসে। এর মধ্যে সাক্ষ্য আইন থেকে প্রায় ২টি, দণ্ডবিধি থেকে ৪-৫টি এবং ফৌজদারি কার্যবিধি থেকে ৩-৪টি প্রশ্ন থাকে। একই অংশ থেকে বার কাউন্সিল পরীক্ষায়ও প্রশ্ন হয়। বার কাউন্সিল পরীক্ষায় সাক্ষ্য আইন থেকে ১৫, দণ্ডবিধি থেকে...
১ ঘণ্টা আগেইংরেজি ভাষায় প্রিপজিশনের সঠিক ব্যবহার প্রাঞ্জল ও সঠিক বাক্য রচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিভিন্ন noun, adjective বা participle-এর পরে কোন preposition বসবে, তা সব সময় সহজে মনে রাখা যায় না। এই পর্বে আমরা দেখব, কোন ধরনের শব্দের সঙ্গে কোন preposition সাধারণত ব্যবহার হয়।
১ ঘণ্টা আগেএতে বলা হয়, বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ৩৭৩ জন ছাত্রছাত্রী এবং পাস করে ২ হাজার ৩৭০ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৯ দশমিক ৮৭ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৪৮ জন।
১৬ ঘণ্টা আগে