Ajker Patrika

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বিজ ভার্স’ প্রতিযোগিতার সমাপনী

বিজ্ঞপ্তি  
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ২২: ৪৯
ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বিজ ভার্স’ প্রতিযোগিতার সমাপনী। ছবি: সংগৃহীত
ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বিজ ভার্স’ প্রতিযোগিতার সমাপনী। ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তবিশ্ববিদ্যালয় ব্যবসায়িক কেস প্রতিযোগিতা ‘বিজ ভার্স ২০২৪ ’-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক্সিবিশন হলে এই প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব।

এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করেছে ব্যাংক এশিয়া। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন। এতে শিক্ষার্থীরা তাঁদের ব্যবসায়িক দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। এটি শিক্ষার্থীদের যোগাযোগ, দলগত কাজ এবং উদ্যোক্তা হিসেবে দক্ষতা বৃদ্ধির একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

দুটি পর্বে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের বিশ্লেষণী ও কৌশলগত দক্ষতা যাচাই করা হয়। চূড়ান্ত পর্বে ১০ জন প্রতিযোগী প্রত্যেকে পাঁচ মিনিটের মধ্যে ‘ক্লিনওয়েভ’ নামে একটি প্রস্তাবিত লন্ড্রি সেবার ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর দুই মিনিটের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

গ্র্যান্ড ফিনালেতে বিচারকের দায়িত্ব পালন করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অব কমিউনিকেশনসের ডিরেক্টর খায়রুল বাশার, এইচএসবিসির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং বিজনেস ম্যানেজমেন্ট হোলসেল ব্যাংকিংয়ের হেড শেখ শোয়াইব মোহাম্মদ সিদ্দিক, ডেকো ইশো ভেঞ্চার ক্যাপিটালের হেড অব কমিউনিকেশনস তারিফ মোহাম্মদ খান এবং এলকো ওয়্যারস অ্যান্ড কেবল লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক মাহমুদ মতিন।

ফলপ্রসূ ব্যবসায়িক ধারণা প্রদান করে গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাশনিমুল আরশাদ তাহমিদ। প্রথম রানারআপের পুরস্কার পান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির তানজিম নূর তন্ময় এবং দ্বিতীয় রানারআপ হন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী মজুর ই এলাহী তূর্জ।

ফাইনাল প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড এবং ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের উপদেষ্টা ও ব্র্যাক বিজনেস স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শায়লা শোয়াত সিদ্দিকী। তাঁরা প্রতিযোগীদের অভিনন্দন জানান এবং তাঁদের উদ্ভাবনী ধারণার প্রশংসা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত