Ajker Patrika

পাঠকবন্ধুর এক বছরের পথচলা

আব্দুর রাজ্জাক খান, ঢাকা
পাঠকবন্ধুর এক বছর পূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে সংগীত পরিবেশন। গতকাল বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে। ছবি: আজকের পত্রিকা
পাঠকবন্ধুর এক বছর পূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে সংগীত পরিবেশন। গতকাল বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে। ছবি: আজকের পত্রিকা

২০২৪ সালের ২ মে। পাঠাভ্যাস গড়ে তোলা, সৃজনশীলতা বিকাশ, কর্মদক্ষতা বৃদ্ধি এবং সামাজিক কার্যক্রমের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করে পাঠকবন্ধু। পাঠপ্রেমী কিছু উদ্যমী তরুণের হাত ধরে শুরু হওয়া এই যাত্রা গত শুক্রবার এক বছর পূর্ণ হয়েছে। চলুন, দেখে নেওয়া যাক এক বছরের কিছু উজ্জ্বল মুহূর্ত।

সবুজায়ন ও পরিচ্ছন্নতায় সচেতনতার বীজ

মাঠপর্যায়ে পাঠকবন্ধুর যাত্রা শুরু হয়েছিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লিন ক্যাম্পাস কর্মসূচির মধ্য দিয়ে। এরপর ধারাবাহিকভাবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান সংগঠনের কার্যক্রমকে করে তোলে আরও দৃঢ়। বরিশালের ‘৪৮ ঘণ্টায় পরিষ্কার বরিশাল’ কর্মসূচি এবং ময়মনসিংহ, সাতক্ষীরা, নারায়ণগঞ্জেও সদস্যদের অংশগ্রহণ ছিল অনুকরণীয়।

মানবিকতায় পাঠকবন্ধু

পাঠকবন্ধু শুধু পাঠেই নয়, মানুষের দুঃখ-কষ্টেও পাশে থেকেছে। মাদারীপুর শাখার ক্যানসার রোগীর পাশে দাঁড়ানো কিংবা ফেনীর বন্যার্তদের খাদ্য, পানি, বিভিন্ন আর্থিক সহায়তা—এই উদ্যোগগুলো পাঠকবন্ধুর মানবিক সত্তাকে তুলে ধরে।

জ্ঞান, সংস্কৃতি ও চেতনার মেলবন্ধন

ভোলায় মাদকবিরোধী সচেতনতামূলক সভা, ঢাকা বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয় ও ডিআইইউতে গানের আসর, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক বার্তা ছড়িয়ে দিয়েছে সংগঠনটি। যশোরের বৈশাখী কুইজ কিংবা নগরকান্দার শিশুদের নিয়ে আয়োজন পাঠকবন্ধুর বহুমাত্রিক উদ্যোগের সাক্ষ্য দেয়।

খেলাধুলায় সুস্থতা ও সংহতি

গাংনী উপজেলা ও স্টেট ইউনিভার্সিটির খেলাধুলা আয়োজন পাঠকবন্ধুর ক্রীড়াচর্চার ক্ষেত্রেও অবদান রাখার ইঙ্গিত দেয়। তরুণদের শারীরিক সুস্থতা ও সামাজিক সংহতির বার্তা পৌঁছে দেয় এসব আয়োজন।

ভবিষ্যতের ক্যারিয়ার নিয়ে প্রস্তুতি

ক্যারিয়ার নিয়ে ভাবনার জায়গায়ও পাঠকবন্ধু পিছিয়ে নেই। তিতুমীর কলেজ, এশিয়ান ইউনিভার্সিটি ও আন্তর্জাতিক শাখার অনলাইন কর্মশালাগুলো তরুণদের আত্মবিশ্বাসী ও সময়োপযোগী করে তুলেছে। নবীনবরণ উপলক্ষে পাবিপ্রবি, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং গ্রিন ইউনিভার্সিটির কর্মসূচি পাঠকবন্ধুকে করেছে আরও গ্রহণযোগ্য।

শীতবস্ত্র ও ইফতারে উষ্ণতা

মাদারীপুর, পোর্ট সিটি ইউনিভার্সিটি ও পঞ্চগড়ের সদস্যরা শীতবস্ত্র বিতরণ করেছেন শীতার্ত মানুষের মাঝে। এ ছাড়া রমজানে ইফতার বিতরণের মধ্য দিয়ে পাঠকবন্ধু ছড়িয়ে দিয়েছে সম্প্রীতির সুবাস।

বইয়ের সঙ্গে বন্ধুত্ব

শাবিপ্রবি, পোর্ট সিটি, গ্রিন ইউনিভার্সিটি, তিতুমীর কলেজ ও চট্টগ্রাম কলেজে পাঠকবন্ধুর আয়োজন ছিল বইকেন্দ্রিক। বইয়ের সঙ্গে বন্ধুত্বের যে সেতুবন্ধন গড়ে উঠেছে, তা তরুণদের মেধা ও মননের জগতে দিগন্ত উন্মোচন করেছে।

জাতীয় দিবসে শ্রদ্ধা ও দায়িত্ববোধ

বিজয় দিবস ও একুশে ফেব্রুয়ারিতে শ্রদ্ধা জানিয়ে যেসব কর্মসূচি পালন করেছে গণ বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ কেন্দ্রীয় শাখা; তা জাতীয় চেতনা ও ইতিহাসচর্চায় পাঠকবন্ধুর দায়বদ্ধতাকে স্পষ্ট করে।

সামাজিক সহায়তায় অনন্য দৃষ্টান্ত

পঞ্চগড়ের পাথরশ্রমিকদের নিয়ে সচেতনতা কার্যক্রম, কুমুদিনী কলেজের ঈদপোশাক বিতরণ কিংবা গ্রামীণ জনপদে মানবিক সহায়তা—সবকিছু মিলিয়ে পাঠকবন্ধু প্রমাণ করেছে, তরুণেরাই পারে আলোকিত সমাজ গড়তে।

এক বছরে পাঠকবন্ধুর কর্মকাণ্ড যেন তরুণদের সম্ভাবনার মানচিত্র। প্রতিটি উদ্যোগে ছিল একটিই লক্ষ্য—মানবিকতা, মনন ও মেধার সমন্বয়ে গড়া একটি প্রগতিশীল সমাজ। এক বছর পূর্তি পাঠকবন্ধুর একটি অর্জনের দিন নয়; এটি ভবিষ্যতের দৃপ্ত পথচলারও নতুন সূচনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত