জীবন কুমার সরকার
উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমানো শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বাড়ছে। উন্নত শিক্ষাব্যবস্থা, গবেষণার সুযোগ, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও ক্যারিয়ার গড়ার সম্ভাবনা–এসব কারণে অনেক শিক্ষার্থী বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার স্বপ্ন দেখেন। তবে এই যাত্রা সহজ নয়; এর জন্য প্রয়োজন পরিকল্পিত প্রস্তুতি, সঠিক তথ্য ও যথাযথ দিকনির্দেশনা।
এই লক্ষ্য সামনে রেখে সম্প্রতি ‘ওভারসিজ এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার গাইডেন্স ওয়ার্কশপ’ শিরোনামে একটি অনলাইন কর্মশালার আয়োজন করেন পাঠকবন্ধুর আন্তর্জাতিক শাখার সদস্যরা।
১০ দিনব্যাপী এই কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ছয় শ শিক্ষার্থী অংশ নেন। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীন, মিসরে অধ্যয়নরত ৬ শিক্ষার্থী।
সনদ প্রদান ও পরামর্শ সভা
কর্মশালা শেষে ২১ ফেব্রুয়ারি বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন তিনি।
কর্মশালার সনদ প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কামরুল হাসান। তিনি বলেন, ‘দেশে হোক বা বিদেশে, শিক্ষার্থীদের পড়ালেখার কোনো বিকল্প নেই। সংবাদ প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে আমরা কাজ করতে চাই, সে কাজটিই করবে পাঠকবন্ধু।’
কর্মশালার মূল বিষয়
এই কর্মশালায় বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন দিক আলোচনা করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়া, স্কলারশিপের সুযোগ, ভাষাগত দক্ষতা এবং ক্যারিয়ার গঠনের কৌশল। অংশগ্রহণকারীরা তাঁদের প্রশ্নের উত্তর পাওয়ার পাশাপাশি অভিজ্ঞদের কাছ থেকে বাস্তবধর্মী প্রস্তুতির ধারণাও লাভ করেন।
ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কর্মশালায় অংশ নেওয়া নাহিদুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকেই বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন ছিল। এই কর্মশালার মধ্য দিয়ে ব্যাংক সলভেন্সি, এসওপি লেখা, রিকমেন্ডেশন লেটার, ভিসা ইন্টারভিউ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ হয়েছে।’
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী সামসুন নাহার পিংকি বলেন, ‘ওয়ার্কশপে অংশ নিয়ে খুব ভালো লেগেছে। বিদেশে পড়াশোনা এবং ক্যারিয়ার নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি। ভবিষ্যতে উচ্চশিক্ষার যাত্রায় এটি খুব সহায়ক হবে।’
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী মোত্তাকিয়া নিশাত বলেন, ‘বিদেশে পড়ার স্বপ্ন অনেকের থাকলেও এটি বাস্তবায়ন করতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই কর্মশালা সেই চ্যালেঞ্জ সহজ করতে সহায়ক হয়েছে।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠকবন্ধুর কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রাজ্জাক খান এবং সহযোগিতায় ছিলেন সহসম্পাদক ইলিয়াস শান্ত।
প্রশিক্ষকদের অভিজ্ঞতা
ওভারসিজ এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার গাইডেন্স ওয়ার্কশপে প্রশিক্ষক ছিলেন চীনের ন্যানজিং ইউনিভার্সিটির পিএইচডি গবেষক খায়রুল ইসলাম, আমেরিকার হবার্ট অ্যান্ড উইলিয়াম স্মিথ কলেজের শিক্ষার্থী ডিন’স স্কলার শ্রেয়া ঘোষ, মিসরের আল-আজহার ইউনিভার্সিটির শিক্ষার্থী এস এম ফখরুল ইসলাম, যুক্তরাজ্যের ব্রুনেল ইউনিভার্সিটি অব লন্ডনের শিক্ষার্থী সাদমান পাশা, চীনের চাংশা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী জীবন কুমার সরকার এবং সাংহাই ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকসের শিক্ষার্থী মো. আলী ইমাম।
খায়রুল ইসলাম বলেন, ‘এই কর্মশালা উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার চ্যালেঞ্জ সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে।’
শ্রেয়া ঘোষ বলেন, ‘কর্মশালাটি শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবায়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে। বাস্তব অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস গঠনের দিক থেকে এটি অত্যন্ত কার্যকর।’
ব্রুনেল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাদমান পাশা বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষায় ভাষা দক্ষতা, বিশেষত আইইএলটিএসের গুরুত্ব অপরিসীম। অনেক শিক্ষার্থী ইংরেজি ও আইইএলটিএস নিয়ে ভয় পান। কর্মশালায় তাঁদের এই ভীতি দূর করার চেষ্টা করেছি।’
পাঠকবন্ধুর কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রাজ্জাক খান বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের আরও কর্মশালার আয়োজন করতে চাই। শিক্ষার্থীদের প্রস্তুতি আরও সহজ এবং উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নের পথ সুগম করতে আমরা অনলাইনে সীমাবদ্ধ থাকতে চাই না। অফলাইনেও আমাদের এ ধরনের কর্মশালা আয়োজনের চেষ্টা থাকবে।’
উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমানো শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বাড়ছে। উন্নত শিক্ষাব্যবস্থা, গবেষণার সুযোগ, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও ক্যারিয়ার গড়ার সম্ভাবনা–এসব কারণে অনেক শিক্ষার্থী বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার স্বপ্ন দেখেন। তবে এই যাত্রা সহজ নয়; এর জন্য প্রয়োজন পরিকল্পিত প্রস্তুতি, সঠিক তথ্য ও যথাযথ দিকনির্দেশনা।
এই লক্ষ্য সামনে রেখে সম্প্রতি ‘ওভারসিজ এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার গাইডেন্স ওয়ার্কশপ’ শিরোনামে একটি অনলাইন কর্মশালার আয়োজন করেন পাঠকবন্ধুর আন্তর্জাতিক শাখার সদস্যরা।
১০ দিনব্যাপী এই কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ছয় শ শিক্ষার্থী অংশ নেন। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীন, মিসরে অধ্যয়নরত ৬ শিক্ষার্থী।
সনদ প্রদান ও পরামর্শ সভা
কর্মশালা শেষে ২১ ফেব্রুয়ারি বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন তিনি।
কর্মশালার সনদ প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কামরুল হাসান। তিনি বলেন, ‘দেশে হোক বা বিদেশে, শিক্ষার্থীদের পড়ালেখার কোনো বিকল্প নেই। সংবাদ প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে আমরা কাজ করতে চাই, সে কাজটিই করবে পাঠকবন্ধু।’
কর্মশালার মূল বিষয়
এই কর্মশালায় বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন দিক আলোচনা করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়া, স্কলারশিপের সুযোগ, ভাষাগত দক্ষতা এবং ক্যারিয়ার গঠনের কৌশল। অংশগ্রহণকারীরা তাঁদের প্রশ্নের উত্তর পাওয়ার পাশাপাশি অভিজ্ঞদের কাছ থেকে বাস্তবধর্মী প্রস্তুতির ধারণাও লাভ করেন।
ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কর্মশালায় অংশ নেওয়া নাহিদুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকেই বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন ছিল। এই কর্মশালার মধ্য দিয়ে ব্যাংক সলভেন্সি, এসওপি লেখা, রিকমেন্ডেশন লেটার, ভিসা ইন্টারভিউ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ হয়েছে।’
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী সামসুন নাহার পিংকি বলেন, ‘ওয়ার্কশপে অংশ নিয়ে খুব ভালো লেগেছে। বিদেশে পড়াশোনা এবং ক্যারিয়ার নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি। ভবিষ্যতে উচ্চশিক্ষার যাত্রায় এটি খুব সহায়ক হবে।’
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী মোত্তাকিয়া নিশাত বলেন, ‘বিদেশে পড়ার স্বপ্ন অনেকের থাকলেও এটি বাস্তবায়ন করতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই কর্মশালা সেই চ্যালেঞ্জ সহজ করতে সহায়ক হয়েছে।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠকবন্ধুর কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রাজ্জাক খান এবং সহযোগিতায় ছিলেন সহসম্পাদক ইলিয়াস শান্ত।
প্রশিক্ষকদের অভিজ্ঞতা
ওভারসিজ এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার গাইডেন্স ওয়ার্কশপে প্রশিক্ষক ছিলেন চীনের ন্যানজিং ইউনিভার্সিটির পিএইচডি গবেষক খায়রুল ইসলাম, আমেরিকার হবার্ট অ্যান্ড উইলিয়াম স্মিথ কলেজের শিক্ষার্থী ডিন’স স্কলার শ্রেয়া ঘোষ, মিসরের আল-আজহার ইউনিভার্সিটির শিক্ষার্থী এস এম ফখরুল ইসলাম, যুক্তরাজ্যের ব্রুনেল ইউনিভার্সিটি অব লন্ডনের শিক্ষার্থী সাদমান পাশা, চীনের চাংশা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী জীবন কুমার সরকার এবং সাংহাই ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকসের শিক্ষার্থী মো. আলী ইমাম।
খায়রুল ইসলাম বলেন, ‘এই কর্মশালা উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার চ্যালেঞ্জ সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে।’
শ্রেয়া ঘোষ বলেন, ‘কর্মশালাটি শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবায়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে। বাস্তব অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস গঠনের দিক থেকে এটি অত্যন্ত কার্যকর।’
ব্রুনেল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাদমান পাশা বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষায় ভাষা দক্ষতা, বিশেষত আইইএলটিএসের গুরুত্ব অপরিসীম। অনেক শিক্ষার্থী ইংরেজি ও আইইএলটিএস নিয়ে ভয় পান। কর্মশালায় তাঁদের এই ভীতি দূর করার চেষ্টা করেছি।’
পাঠকবন্ধুর কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রাজ্জাক খান বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের আরও কর্মশালার আয়োজন করতে চাই। শিক্ষার্থীদের প্রস্তুতি আরও সহজ এবং উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নের পথ সুগম করতে আমরা অনলাইনে সীমাবদ্ধ থাকতে চাই না। অফলাইনেও আমাদের এ ধরনের কর্মশালা আয়োজনের চেষ্টা থাকবে।’
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের কাছে কানাডা অন্যতম একটি গন্তব্য। প্রতিবছর বাংলাদেশ থেকেও অনেক শিক্ষার্থী দেশটিতে পড়তে আসেন। উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত ইউরোপের এই দেশটি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে।
২ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
১৬ ঘণ্টা আগে২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে সরকারি–বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রাথমিকভাবে মোট ৫১৮ জন ভর্তিচ্ছুক প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
১৭ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে আবেদন শুরু হয়েছে।
২১ ঘণ্টা আগে