Ajker Patrika

ইংরেজি শিখছে সহস্রাধিক শিক্ষার্থী

জাহিদ হাসান, যশোর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ০০
ইংরেজি শিখছে সহস্রাধিক শিক্ষার্থী

অডিটরিয়াম ভরা শিক্ষার্থী। সবার হাতে স্মার্টফোন। আর মঞ্চে মাল্টিমিডিয়া প্রজেক্টরে ইংরেজিতে দেখানো হচ্ছে প্রশ্ন বা কুইজ। প্রশ্ন দেখেই নিজ নিজ ফোনে উত্তর দিচ্ছে শিক্ষার্থীরা। সেই উত্তর অ্যাপসের মাধ্যমে জমা হচ্ছে প্রজেক্টরের স্ক্রিনে। উত্তর ভুল  নাকি সঠিক, সেটিও জানিয়ে দিচ্ছে ক্লাসের কি-নোট স্পিকার।

শিক্ষার্থীরাই সেজেছে ক্রেতা ও বিক্রেতা। বিদ্যালয়ের মাঠে ইংরেজিতে সবজি ও ফলের নাম লেখা কার্ড নিয়ে ক্রেতার দল বাজারে ছুটছে। নাম লেখা সবজি-ফল খুঁজে বের করার চেষ্টা করছে। আর বিক্রেতার দল তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরই মধ্যে সবজি বা ফল খুঁজে ভলান্টিয়ারদের কাছে জমা দিচ্ছে ক্রেতারা।

ক্লাসের পড়াশোনার বাইরে যশোরের স্বনামধন্য ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবে খেলতে খেলতে ইংরেজি শেখাচ্ছে আইডিয়া স্পোকেন দ্য গেইম মেথড নামের একটি সংগঠন। এতে সহযোগিতা করছে যশোর জেলা প্রশাসন। চলতি মাস থেকে শুরু হওয়া এই প্রজেক্টে শহরের ১০টি মাধ্যমিক স্তরের সহস্রাধিক শিক্ষার্থী আগামী চার মাস বিনা মূল্যে স্পোকেন ইংরেজি শিখবে।

আইডিয়া স্পোকেন যশোরের আলোচিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার অঙ্গসংগঠন। এ কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো জিলা স্কুল, যশোর সরকারি বালিকা বিদ্যালয়, বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট, সখিনা বালিকা উচ্চবিদ্যালয়, মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয়, যশোর আমিনিয়া আলিয়া মাদ্রাসা, হামিদপুর দারুল আমান দাখিল মাদ্রাসা, যশোর কালেক্টরেট স্কুল, নবকিশলয় স্কুল ও মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত