Ajker Patrika

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর শাখায় পুরস্কার বিতরণ

বিজ্ঞপ্তি  
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর শাখায় পুরস্কার বিতরণ। ছবি: সংগৃহীত
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর শাখায় পুরস্কার বিতরণ। ছবি: সংগৃহীত

বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গাজীপুর শাখায়। চোখধাঁধানো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গাজীপুর শাখায় অধ্যয়নরত বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনের ছাত্রছাত্রীরা।

বঙ্গতাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)। আনন্দমুখর আয়োজনে বিশেষ অতিথি ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম, গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা।

গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর শাখার উপাধ্যক্ষ শায়লা ফারজানা।

অনুষ্ঠার প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা পুরস্কার তুলে দেন ছাত্রছাত্রীদের হাতে। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তি এবং শিক্ষামূলক নাটিকা পরিবেশন মুগ্ধ করে উপস্থিত সবাইকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত