Ajker Patrika

একাডেমিক ভবনের কাজ শেষ হবে কবে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৩১
একাডেমিক ভবনের কাজ শেষ হবে কবে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১০ তলা একাডেমিক ভবন ও কেন্দ্রীয় গবেষণাগারের নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৮ সালে। ছয় বছর কেটে গেলেও শেষ হয়নি এর এক-চতুর্থাংশের নির্মাণকাজ। দীর্ঘদিন স্থগিত ছিল ৩ নম্বর একাডেমিক ভবনের কাজ। অথচ এটির নির্মাণ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালে। ফলে রুমের সংকটে ক্লাস করতে হিমশিম খেতে হচ্ছে ৩১টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৮ হাজার ১৩২ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। সাময়িকভাবে ক্লাসরুমের সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক ভবন-৩-এর দ্বিতীয় তলায় কয়েকটি রুম করে সেখানে কয়েকটি বিভাগকে বরাদ্দ দিয়েছে। সংকট মোকাবিলায় প্রভোস্ট বিল্ডিং ও বিশ্ববিদ্যালয় মেডিকেলেও ক্লাসরুম বরাদ্দ দেওয়া হয় কয়েকটি বিভাগকে।

শুধু তা-ই নয়, নোবিপ্রবি শিক্ষক সমিতি, নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনসহ অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাদের বসা ও কার্যক্রম পরিচালনার জন্য কোনো রুম নেই। ফলে বিশ্ববিদ্যালয়ে ব্যাহত হচ্ছে সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম। এ অবস্থায় নোবিপ্রবির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে একাডেমিক ভবন-৩-এর কাজ দ্রুত শেষ করার দাবি জানাচ্ছি।

ফজলে এলাহী ফুয়াদ, শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত