Ajker Patrika

বিইউএফটির সঙ্গে শিন শিন গ্রুপ ও ইপিলিয়ন গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর

বিইউএফটির সঙ্গে শিন শিন গ্রুপ ও ইপিলিয়ন গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর। ছবি: সংগৃহীত
বিইউএফটির সঙ্গে শিন শিন গ্রুপ ও ইপিলিয়ন গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর। ছবি: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) আজ সোমবার ঢাকার নিশাতনগরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শিন শিন গ্রুপ এবং ইপিলিয়ন গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এই সহযোগিতা একাডেমিক শিক্ষার সঙ্গে শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধন ঘটিয়ে উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন ও বিইউএফটির শিক্ষার্থীদের পেশাগত অগ্রগতির নতুন সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএয়ের সাবেক সভাপতি ফারুক হাসান ও বিইউএফটির উপ-উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান উপস্থিত ছিলেন।

শিন শিন গ্রুপের পরিচালক মিফরে মোস্তারী, পিপল ও কালচার অ্যাডভাইজার টিআইএম জাহিদ হোসাইন এবং ইপিলিয়ন গ্রুপের জেনারেল ম্যানেজার (এইচআর, অ্যাডমিন ও কমপ্লায়েন্স) মোহাম্মদ শওকত ইকবাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে অংশগ্রহণ করেন।

বিইউএফটির কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ধন্যবাদ জ্ঞাপন এবং একটি যৌথ ছবি তোলার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে ডিনরা, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, সিএফও, একাডেমিক এবং প্রশাসনিক বিভাগের প্রধানেরা, শিক্ষকেরা, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত