চবি সংবাদদাতা
অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে সোমবার (১ জুলাই) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
রোববার (৩০ জুন) পূর্বনির্ধারিত নির্দেশনা অনুযায়ী পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এ সময় প্রতিটি বিভাগেই পরীক্ষা ছাড়া সব রকম ক্লাস নেওয়া থেকে বিরত থাকতে দেখা যায় শিক্ষকদের। সেই সঙ্গে সোমবার থেকে সব ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
‘বৈষম্যমূলক’ প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বলেন, ‘শিক্ষকেরা যদি সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করেন, তাহলে কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা হওয়া সম্ভব নয়। তবে বিশ্ববিদ্যালয় থেকে অফিশিয়ালি ক্লাস-পরীক্ষা বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’
এদিকে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কর্মবিরতি পালন করেন। এ সময় বক্তারা প্রত্যয় স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়কে বাদ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, বৈষম্যমূলক এ স্কিমের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে যে অস্থিরতা তৈরি হচ্ছে, তা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি।
আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে আগামী ১, ২ ও ৩ জুলাই পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেন অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ।
অন্যদিকে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রণীতব্য অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করতে দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতিকেও।
উল্লেখ্য, গত ২০ মে সর্বজনীন পেনশন স্কিম-সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহার এবং আগের পেনশন স্কিম চালু রাখার দাবিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
এরই ধারাবাহিকতায় ২৬ জুন বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এরপর ২৮ মে দুই ঘণ্টা এবং ২৫-২৭ জুন তিন দিন সারা দেশে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে সোমবার (১ জুলাই) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
রোববার (৩০ জুন) পূর্বনির্ধারিত নির্দেশনা অনুযায়ী পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এ সময় প্রতিটি বিভাগেই পরীক্ষা ছাড়া সব রকম ক্লাস নেওয়া থেকে বিরত থাকতে দেখা যায় শিক্ষকদের। সেই সঙ্গে সোমবার থেকে সব ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
‘বৈষম্যমূলক’ প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বলেন, ‘শিক্ষকেরা যদি সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করেন, তাহলে কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা হওয়া সম্ভব নয়। তবে বিশ্ববিদ্যালয় থেকে অফিশিয়ালি ক্লাস-পরীক্ষা বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’
এদিকে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কর্মবিরতি পালন করেন। এ সময় বক্তারা প্রত্যয় স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়কে বাদ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, বৈষম্যমূলক এ স্কিমের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে যে অস্থিরতা তৈরি হচ্ছে, তা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি।
আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে আগামী ১, ২ ও ৩ জুলাই পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেন অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ।
অন্যদিকে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রণীতব্য অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করতে দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতিকেও।
উল্লেখ্য, গত ২০ মে সর্বজনীন পেনশন স্কিম-সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহার এবং আগের পেনশন স্কিম চালু রাখার দাবিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
এরই ধারাবাহিকতায় ২৬ জুন বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এরপর ২৮ মে দুই ঘণ্টা এবং ২৫-২৭ জুন তিন দিন সারা দেশে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।
লেখাপড়ায় ভালো করতে হলে সবচেয়ে জরুরি হলো মনোযোগ ধরে রাখা। কিন্তু নানা কারণে পড়ার সময় অনেকের মন বসে না। নিচে কিছু কার্যকর উপায় দেওয়া হলো, যা অনুসরণ করলে লেখাপড়ায় মনোযোগ বাড়বে।
১ ঘণ্টা আগেডেনমার্কে ডেনিশ ডেটা সায়েন্স একাডেমি (ডিডিএসএ) ভিজিট গ্রান্ট স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১ ঘণ্টা আগেইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ হতে চলেছে। এই বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং বাংলাদেশের দীর্ঘদিনের মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে একটি কেন্দ্রীয় কাঠামোয় এনে নৈতিকতা, জ্ঞান ও গবেষণার পথে এগিয়ে নেওয়ার প্রয়াস।
১ ঘণ্টা আগেহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে প্রথমবারের মতো দুই দিনব্যাপী (১৮ ও ১৯ জুলাই) ‘আইইইই সিএস বিডিসি সামার সিম্পোজিয়াম ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
১ ঘণ্টা আগে