Ajker Patrika

নজরুল বিশ্ববিদ্যালয় দিবস

শিক্ষক-শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

অনিরুদ্ধ সাজ্জাদ
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, গবেষণা ও উন্নয়নের ২০তম বর্ষে পদার্পণ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ২০০৬ সালে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির নামে এটি প্রতিষ্ঠিত হয়। ২০০৭ সালের ৩ জুন প্রথম ক্লাস শুরুর দিনটিকে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে নির্ধারণ করা হয়। এই বিশ্ববিদ্যালয়ের গৌরবময় পথচলার মাইলফলক উদ্‌যাপনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরেছেন অনিরুদ্ধ সাজ্জাদ

মোহাম্মদ তরিকুল ইসলাম জনি, বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক. ব্যবস্থাপনা বিভাগ। ছবি: সংগৃহীত
মোহাম্মদ তরিকুল ইসলাম জনি, বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক. ব্যবস্থাপনা বিভাগ। ছবি: সংগৃহীত

আমার প্রত্যাশা, আমার স্বপ্ন

একসময় এখানে ছাত্র হিসেবে স্বপ্ন বুনেছিলাম, আজ একই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছি। এই পথচলা দিয়েছে গর্ব, দিয়েছে দায়িত্ব; সঙ্গে অসংখ্য স্মৃতিগাথা। স্মরণে আসে শুরুর সেই দিনগুলো; ছোট পরিসরের ক্যাম্পাস, সীমিত সুযোগ-সুবিধা; তবু আমাদের স্বপ্ন ছিল আকাশছোঁয়া। আজকের বিস্তৃত পরিসর, উন্নত কাঠামো এবং উদ্যমী প্রজন্ম দেখে গর্বে বুক ভরে ওঠে। আমার স্বপ্ন—এই বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক গবেষণা ও জ্ঞানচর্চার দীপ্ত কেন্দ্র। গড়ে উঠুক আধুনিক গবেষণাগার, সমৃদ্ধ পাঠাগার ও আন্তর্জাতিক মানের শিক্ষকসমাজ। এখানে শিক্ষার্থীরা বেড়ে উঠুক এক নিরাপদ, মানবিক ও মুক্ত পরিবেশে; যেখানে কোনো ভয় কিংবা অন্যায় তাদের স্বপ্নভুবনকে স্পর্শ করতে পারবে না।

মো. সজীব মিয়া, শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ। ছবি: সংগৃহীত
মো. সজীব মিয়া, শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ। ছবি: সংগৃহীত

জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান

এই বিশ্ববিদ্যালয় জ্ঞান, সংস্কৃতি ও চিন্তার জগতে স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছে। এই ২০ বছরে বিশ্ববিদ্যালয়ের অর্জন যেমন প্রশংসনীয়, তেমনি আগামীর পথচলায় রয়েছে অনেক সুযোগ

ও সম্ভাবনা। আগামী দিনে বিশ্ববিদ্যালয়টি গবেষণাভিত্তিক শিক্ষা, আন্তর্জাতিক মানের পাঠক্রম এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গঠনে আরও এগিয়ে যাবে। শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসন ও সাবেক শিক্ষার্থীদের সমন্বিত প্রয়াসে এটি হয়ে উঠবে অনন্য বিদ্যাপীঠ, যেখানে শুধু পুঁথিগত বিদ্যা নয়; বরং মানবিকতা, সৃজনশীলতা এবং সামাজিক দায়িত্ববোধের শিক্ষা দেওয়া হবে। নজরুল-চেতনায় অনুপ্রাণিত হয়ে বিশ্ববিদ্যালয় যেন সব বাধা পেরিয়ে এগিয়ে যায়, প্রতিষ্ঠিত হয় একটি জ্ঞানভিত্তিক, প্রগতিশীল এবং ন্যায়ের সমাজ গঠনে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান হিসেবে—এটাই আমার আন্তরিক প্রত্যাশা।

আফরোজা ইসলাম লিপি, সহকারী অধ্যাপক, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ। ছবি: সংগৃহীত
আফরোজা ইসলাম লিপি, সহকারী অধ্যাপক, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ। ছবি: সংগৃহীত

প্রাপ্তির ঠিকানা, প্রিয় বিশ্ববিদ্যালয়

স্কুল-কলেজ পেরিয়ে উচ্চশিক্ষার পথে পা রাখার যে উত্তেজনা, তার ঠিকানা হয়ে উঠেছিল এই বিশ্ববিদ্যালয়। ভর্তিযুদ্ধে জয়ী হয়ে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগে ভর্তি হওয়ার সেই দিন আজও স্মৃতির অ্যালবামে ঝলমল করে। ছোটবেলা থেকে শিক্ষক বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমিও গড়েছি শিক্ষক হওয়ার স্বপ্ন। সেই স্বপ্নের পূর্ণতা এসেছে এখানেই, এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে আজ আমি নিজ বিভাগে শিক্ষকতা করছি। এই অর্জনের চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে। এখানেই জ্ঞান অর্জন করেছি, এখানেই জ্ঞান বিতরণের সুযোগ পেয়েছি। স্বপ্ন দেখি, এই প্রতিষ্ঠান শিক্ষা ও গবেষণায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হয়ে উঠবে অনন্য, গর্বের প্রতীক।

তকিব হাসান, শিক্ষার্থী, ফোকলোর বিভাগ। ছবি: সংগৃহীত
তকিব হাসান, শিক্ষার্থী, ফোকলোর বিভাগ। ছবি: সংগৃহীত

নজরুলের বিদ্রোহী চেতনায় উজ্জীবিত হোক

আমাদের প্রত্যাশা, এই বিশ্ববিদ্যালয় হোক আন্তর্জাতিক জ্ঞানচর্চার কেন্দ্র। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠুক শ্রদ্ধাবোধ আর সহযোগিতার সম্পর্ক। প্রশাসন হোক স্বচ্ছ ও দায়িত্বশীল। অবকাঠামো উন্নয়ন হোক পরিকল্পিত। আমরা চাই একটা সবুজ, পরিপাটি ও নিরাপদ ক্যাম্পাস। লাইব্রেরি, হল, চিকিৎসা, খাবার, নিরাপত্তা—সব খাতেই থাকুক সহজ আর ভালো মানের নিশ্চয়তা। গবেষণায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে নজরুল ইনস্টিটিউটের পাশাপাশি আরও উদ্যোগ নেওয়া হোক। সাহিত্য, সংস্কৃতি ও সমাজ নিয়ে নতুন ভাবনা তৈরি হোক এই জায়গা থেকে। সবচেয়ে বড় কথা, নজরুলের বিদ্রোহী চেতনা আর মানবিকতা যেন এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ হয়ে থাকে। ২০ বছরে দাঁড়িয়ে আমাদের স্বপ্ন—এই বিশ্ববিদ্যালয় হোক আগামী দিনের আলোকিত ঠিকানা।

তানজিল আহমেদ, সাবেক শিক্ষার্থী ও সহকারী অধ্যাপক, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ। ছবি: সংগৃহীত
তানজিল আহমেদ, সাবেক শিক্ষার্থী ও সহকারী অধ্যাপক, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ। ছবি: সংগৃহীত

নজরুলিয়ানদের জয়জয়কার

অল্প সময়ে এই বিশ্ববিদ্যালয়ের খ্যাতি সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। দেশের নানান প্রান্তে নজরুলিয়ানদের জয়জয়কার এ কথাই মনে করিয়ে দেয় ‘ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া,/ খোদার আসন ‘আরশ’ ছেদিয়া/ উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর!’ এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমার প্রত্যাশা অসীম। আমি স্বপ্ন দেখি, এই বিশ্ববিদ্যালয় ‘শিক্ষা-গবেষণায়’ বিশ্বের মানচিত্রে স্থান করে নেবে। শিক্ষার্থীদের জন্য শতভাগ উন্নত আবাসনব্যবস্থা হবে, মানসম্মত খাবারের ব্যবস্থা থাকবে, হলগুলো পড়াশোনামুখী হবে। ‘ইনোভেটিভ এবং গবেষণালব্ধ’ আলোচনায় ক্লাসরুমগুলো মুখর হবে। শিক্ষার্থীরা বাস্তবধর্মী জ্ঞান অর্জনের পাশাপাশি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখবে। বিশ্ববিদ্যালয়ের স্পর্শে বেড়ে ওঠা হাজারো তরুণ-তরুণী নিজের লালিত স্বপ্নকে বিশ্বদরবারে তুলে ধরবে।

তাসনিয়া হাসান ইভা, শিক্ষার্থী, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ। ছবি: সংগৃহীত
তাসনিয়া হাসান ইভা, শিক্ষার্থী, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ। ছবি: সংগৃহীত

জ্ঞানচর্চা, শান্তি ও সৃজনশীলতার জায়গা

নিজের ভেতরে একরাশ স্বপ্ন নিয়ে সদ্য কলেজ ডিঙানো ছাত্রছাত্রীরা পা রাখে এই ক্যাম্পাস আঙিনায়। চারপাশের অচেনা মুখগুলো ধীরে ধীরে হয়ে ওঠে আপন মানুষ। ক্লাস, ক্যাফে, লাইব্রেরি, সংস্কৃতিসন্ধ্যা, অ্যাসাইনমেন্ট জমা, হাসি-কান্না—সব মিলিয়ে এই বিশ্ববিদ্যালয় সবার জীবনের গল্পের অন্যতম অধ্যায় হয়ে রয়ে যায়। বিশ্ববিদ্যালয় দিবসে আমাদের প্রত্যাশা খুব বেশি কিছু নয়; শুধু একটা এমন পরিবেশ, যেখানে ভয় বা হতাশা নয়, বরং বিশ্বাস জন্মায়। যেখানে শিক্ষক হবেন অনুপ্রেরণা, আর পাঠ্যবইয়ের বাইরের জ্ঞানও সমান গুরুত্ব পাবে। আমরা চাই এখানে যেন ছাত্ররাজনীতির নামে কোনো দলাদলি, ভয়ের পরিবেশ বা দখলদারত্ব না থাকে। শিক্ষার্থীরা নির্ভয়ে স্বপ্ন দেখতে পারবে, নেতৃত্বে আসবে মেধা ও নীতির মাধ্যমে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

জীবনের শেষ ইচ্ছার কথা ফেসবুকে প্রকাশ, বাস্তবেও ঘটল তাই

সাংবাদিকদের ন্যূনতম বেতন নবম গ্রেডের কাছাকাছি করা হচ্ছে: উপদেষ্টা মাহফুজ

ঘরে ঝুলছিল নারীর লাশ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

এআইইউবিতে ১০ম সিজেন কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

আজকের পত্রিকা ডেস্ক­
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন (এমএমসি) বিভাগ আয়োজিত ‘১০ম কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (সিজেন) কনফারেন্স ২০২৫’ ২৪ ও ২৫ অক্টোবর এআইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ডিডব্লিউ একাডেমির সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া শিক্ষাবিদ, গণমাধ্যম পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘মিডিয়া ট্রান্সফর্মড: বাংলাদেশ অ্যাট এ ক্রসরোড’।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান। বিশেষ অতিথি ছিলেন ডিডব্লিউ একাডেমির প্রজেক্ট ম্যানেজার মিস জিমি আমির। এ সময় আরও উপস্থিত ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক ভাইস চ্যান্সেলর ড. কারমেন জিটা লামাগনা, এআইইউবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান, ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের (এফএএসএস) ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম, এমএমসি বিভাগের উপদেষ্টা ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের গণমাধ্যম পেশাজীবীরা।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন এমএমসি বিভাগের বিভাগীয় প্রধান মিস রানি এলেন ভি রামোস। দুই দিনব্যাপী এই কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা এবং একাডেমিক পেপার সেশন অনুষ্ঠিত হয়।

এর আগে ২৪ অক্টোবর কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

জীবনের শেষ ইচ্ছার কথা ফেসবুকে প্রকাশ, বাস্তবেও ঘটল তাই

সাংবাদিকদের ন্যূনতম বেতন নবম গ্রেডের কাছাকাছি করা হচ্ছে: উপদেষ্টা মাহফুজ

ঘরে ঝুলছিল নারীর লাশ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশ করা হয়েছে। এ বছর গড় পাসের হার ৬২ দশমিক ৩৪ শতাংশ।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে মোট ৩৮ হাজার ৩৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। তাঁদের মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নিয়েছেন ৩১ হাজার ৪২১ জন শিক্ষার্থী। আর চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ১৬ হাজার ৭৮৩ জন, যার মধ্যে ১০ হাজার ৪৬৩ জন উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৬৪০ জন ছাত্র ও ৪ হাজার ৮২৩ জন ছাত্রী। পরীক্ষার ফল বাউবির ওয়েবসাইট (result.bou.ac.bd) থেকে জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

জীবনের শেষ ইচ্ছার কথা ফেসবুকে প্রকাশ, বাস্তবেও ঘটল তাই

সাংবাদিকদের ন্যূনতম বেতন নবম গ্রেডের কাছাকাছি করা হচ্ছে: উপদেষ্টা মাহফুজ

ঘরে ঝুলছিল নারীর লাশ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিশ্বের ৫০ তরুণের একজন আমিমুল

আব্দুর রাজ্জাক খান
বিশ্বের ৫০ তরুণের একজন আমিমুল

বিশ্বের নানা প্রান্তের তরুণেরা যখন পরিবর্তনের স্বপ্নে ভবিষ্যৎ গড়ছেন, তখন সেই স্বপ্নবাজদের সারিতে বাংলাদেশের তরুণ আমিমুল এহসান খান যোগ করেছেন এক অনন্য অধ্যায়। সম্প্রতি তিনি নির্বাচিত হয়েছেন ‘গ্লোবাল চেঞ্জমেকার ২০২৫’ হিসেবে। বিশ্বের ৫০ জন তরুণের মধ্য থেকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ২০ থেকে ২৪ অক্টোবর অনুষ্ঠিত গ্লোবাল ইয়ুথ সামিট ২০২৫-এ অংশ নেন আমিমুল। বিশ্বের বিভিন্ন দেশের ৫০ তরুণ নেতাকে নিয়ে আয়োজিত এই সামিটে আলোচনা হয় নেতৃত্ব, টেকসই উন্নয়ন, সামাজিক পরিবর্তন ও বৈশ্বিক সহযোগিতা নিয়ে। এই সম্মেলন ছিল ফুল ফান্ডেড। সামিটে অংশগ্রহণ করা তরুণদের সব ব্যয় বহন করেছে আয়োজক সংস্থা।

টোকিও থেকে বিশ্বমঞ্চে

আমিমুলের উচ্চশিক্ষা সম্পন্ন হয়েছে জাপানের টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে। বিশ্ববিদ্যালয় থেকে তিনি পেয়েছেন ৮০ শতাংশ স্কলারশিপ, পাশাপাশি জাপান সরকারের এক বছরের বৃত্তিও পেয়েছিলেন তিনি। বর্তমানে তিনি কাজ করছেন অ্যাওয়ারনেস ৩৬০ নামের একটি বৈশ্বিক তরুণ নেতৃত্বাধীন প্রতিষ্ঠানে প্রজেক্ট ম্যানেজমেন্ট লিড হিসেবে। পাশাপাশি জাপানের এশিয়ান বিজনেস নেটওয়ার্কে তিনি মার্কেটিং ম্যানেজার পদেও কর্মরত।

পরিবর্তনের পথে নেতৃত্ব

নিজের যাত্রা নিয়ে আমিমুল বলেন, ‘আমি এই সুযোগ পেয়েছি যুব ক্ষমতায়নমূলক কাজের জন্য, যা আমি অ্যাওয়ারনেস ৩৬০-এর সঙ্গে করে আসছি। আমি একা পৃথিবী বদলাতে পারব না জানি, তাই আমি অন্যদের অনুপ্রাণিত করছি, যাতে তারাও পরিবর্তনের পথে এগিয়ে আসে।’

39f00df0-২

তাঁর নেতৃত্বে প্রতিবছর আয়োজিত হয় অ্যাওয়ারনেস ৩৬০ ফেলোশিপ প্রোগ্রাম। যেখানে তরুণদের শেখানো হয় নেতৃত্ব, প্রজেক্ট ম্যানেজমেন্ট ও সামাজিক প্রভাব তৈরির দক্ষতা। পাঁচ বছর ধরে প্রতিবছর এই উদ্যোগে যুক্ত হয়েছেন বিশ্বের ৭০টির বেশি দেশের প্রায় ৫০০ তরুণ।

পুরস্কার ও স্বীকৃতি

যুবসমাজের জন্য নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে আমিমুল পেয়েছিলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড’। এটি ছিল তরুণ নেতৃত্ব এবং সামাজিক প্রভাব তৈরির অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার।

অনুপ্রেরণার বার্তা

দক্ষিণ আফ্রিকার সামিটে অংশ নেওয়ার অভিজ্ঞতা তাঁকে আরও দৃঢ় করেছে। তিনি বলেন, ‘এই সম্মেলনে অংশ নিয়ে বুঝেছি, পৃথিবীর প্রত্যেক তরুণই পরিবর্তনের বাহক হতে পারে। আমাদের চিন্তা, কাজ আর সহযোগিতার মাধ্যমে গড়ে উঠতে পারে এক সুন্দর, টেকসই ভবিষ্যৎ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

জীবনের শেষ ইচ্ছার কথা ফেসবুকে প্রকাশ, বাস্তবেও ঘটল তাই

সাংবাদিকদের ন্যূনতম বেতন নবম গ্রেডের কাছাকাছি করা হচ্ছে: উপদেষ্টা মাহফুজ

ঘরে ঝুলছিল নারীর লাশ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সাইবার সুরক্ষায় শিক্ষার্থীদের পাশে আরাফাত চৌধুরী

নওসাদ আল সাইম
আরাফাত চৌধুরী।
আরাফাত চৌধুরী।

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। সেই সঙ্গে বেড়ে চলেছে সাইবার অপরাধের ঝুঁকি। ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকিং, ভুয়া আইডি থেকে অপপ্রচার, অনলাইন প্রতারণা কিংবা ডিপফেক ভিডিও—সবকিছু মিলিয়ে এখন সাইবার অপরাধ এক বড় সামাজিক সংকটে পরিণত হয়েছে।

সাইবার এইড বাংলাদেশের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ডিপফেক ও এআইনির্ভর অপরাধের হার এখন ২৩ শতাংশের বেশি। সোশ্যাল মিডিয়া হ্যাকিং ২১ শতাংশ, ভুয়া অ্যাকাউন্ট থেকে অপপ্রচার ১৫ শতাংশ, ই-কমার্স প্রতারণা ১৫ শতাংশ এবং অনলাইন হুমকি ১১ শতাংশ। ভুক্তভোগীদের প্রায় ৭৯ শতাংশের বয়স ১৮-৩০ বছরের মধ্যে, তাঁদের ৫৯ শতাংশই নারী।

অধিকাংশ ভুক্তভোগী জানেন না, কোথায় অভিযোগ করতে হবে। জরিপে দেখা গেছে, ৪২ শতাংশ অভিযোগ দাখিলের সঠিক পদ্ধতি সম্পর্কে অজ্ঞ এবং যাঁরা অভিযোগ করেন, তাঁদের মাত্র ১২ শতাংশ আইনি প্রতিকার পান। ফলে সচেতনতার অভাব ও আইনি কাঠামোর সীমাবদ্ধতায় সাইবার নিরাপত্তা এখন দেশের বড় এক চ্যালেঞ্জ।

এই বাস্তবতায় এগিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী। ২০২২ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘সাইবার এইড বাংলাদেশ’, যা সাইবার অপরাধের শিকার মানুষের আইনি সহায়তা এবং মানসিক সাপোর্ট দেয়। মাত্র তিন বছরের ব্যবধানে সংগঠনটি দেশে সাইবার অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।

আরাফাত বলেন, ‘সাইবার অপরাধ শুধু মানসিক যন্ত্রণা নয়, সামাজিক মর্যাদাহানির কারণও। কিন্তু বেশির ভাগ ভুক্তভোগী ভয় বা লজ্জায় মুখ খুলতে চান না।’ সংগঠনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ১ হাজার ৭৬১ জন এবং অনানুষ্ঠানিকভাবে প্রায়

৪ হাজার মানুষ সাইবার এইডের সহায়তা পেয়েছেন। সেবাগ্রহীতাদের মধ্যে ৭৬ শতাংশই নারী। সবচেয়ে বেশি অভিযোগ আসে ব্ল্যাকমেল ও ই-কমার্স প্রতারণা-সংক্রান্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান সুমনা বলেন, ‘একজন আমার ব্যক্তিগত ছবি ব্যবহার করে ব্ল্যাকমেল করতে থাকে। কী করব বুঝতে পারছিলাম না। তখন সাইবার এইডে যোগাযোগ করি। শুধু আইনি সহায়তাই নয়; মানসিকভাবেও তারা পাশে দাঁড়ায়।’

অন্যদিকে জান্নাতুল ফেরদৌস বলেন, ‘অনলাইনে একটি পেজ থেকে আইফোন কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছিলাম। সাইবার এইডের সহায়তায় পুলিশে অভিযোগ করতে পারি। এখন অন্তত জানি, প্রতারণার শিকার হলে চুপ করে না থেকে লড়াই করা যায়।’

শুধু আইনি সহায়তা নয়, সচেতনতা সৃষ্টিতেও কাজ করছে সংগঠনটি। এ পর্যন্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা ক্যাম্পেইন এবং বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে ৫৬টির বেশি সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে তারা। অনলাইনে ‘বেসিক সাইবার লিটারেসি’, ‘সাইবার স্পেস সিকিউরিটি’ ও ‘ডিজিটাল ফরেনসিক’ কোর্স চালু করেছে। ভবিষ্যতে চালু হবে একটি মোবাইল অ্যাপ, যেখানে থাকবে লাইভ চ্যাট সাপোর্ট, এআইনির্ভর নিরাপত্তা নির্দেশনা এবং দ্রুত অভিযোগ দাখিলের সুবিধা।

ভুক্তভোগীরা হটলাইন, ফেসবুক পেজ বা গ্রুপের মাধ্যমে অভিযোগ করলে সাইবার এইড বাংলাদেশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন ও সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সঙ্গে সমন্বয় করে দ্রুত আইনি ব্যবস্থা নিশ্চিত করে।

সাইবার অপরাধ বাড়ার পেছনে আরাফাত দুটি বড় কারণ দেখছেন। সেগুলো হলো সচেতনতার অভাব এবং আইনগত সীমাবদ্ধতা। তাঁর মতে, বেশির ভাগ সাইবার অপরাধ জামিনযোগ্য হওয়ায় অপরাধীদের ভয় কম। আবার ডিজিটাল প্রমাণ সংগ্রহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতায়ও ঘাটতি রয়েছে।

আরাফাতের বিশ্বাস, প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সাইবার ঝুঁকিও বাড়ছে। তাই প্রয়োজন আগাম প্রস্তুতি ও সচেতনতা। তাঁর ভাষায়, ‘আমরা চাই তরুণেরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তির নিরাপত্তা সম্পর্কে জ্ঞান অর্জন করুক।’

এ বিষয়ে অ্যাডভোকেট আল মামুন রাসেল বলেন, সাইবার এইড বাংলাদেশ দীর্ঘদিন ধরে সাইবার ক্রাইম ভিকটিমদের আইনি সহযোগিতা করে যাচ্ছে। পাশাপাশি সাইবার‌ ক্রাইম প্রতিরোধে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সাইবার ক্রাইম ভুক্তভোগীদের আইনি সহযোগিতা প্রদানে এটি অনন্য ও কার্যকরী উদ্যোগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

জীবনের শেষ ইচ্ছার কথা ফেসবুকে প্রকাশ, বাস্তবেও ঘটল তাই

সাংবাদিকদের ন্যূনতম বেতন নবম গ্রেডের কাছাকাছি করা হচ্ছে: উপদেষ্টা মাহফুজ

ঘরে ঝুলছিল নারীর লাশ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত