Ajker Patrika

বরিশাল বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল শিক্ষা বোর্ডের মিলনায়তনে আজ বৃহস্পতিবার এসএসসির ফল ঘোষণা করেন চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী। ছবি: আজকের পত্রিকা
বরিশাল শিক্ষা বোর্ডের মিলনায়তনে আজ বৃহস্পতিবার এসএসসির ফল ঘোষণা করেন চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী। ছবি: আজকের পত্রিকা

বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫-এ ধস নেমেছে। গত বছরের তুলনায় এ বছর পাসের হার এবং জিপিএ-৫ পেয়েছে প্রায় অর্ধেকের মতো। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে ফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বরিশাল বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন শিক্ষার্থী। অথচ গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। ২০২৩ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ১৮ শতাংশ।

অপরদিকে, ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ১৪৫ জন। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার পরীক্ষার্থী।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট ১ হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪। তাদের মধ্যে পরীক্ষায় পাস করেছে মাত্র ৪৬ হাজার ৭৫৮ জন।

বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএতে এগিয়ে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, এ বছর গ্রামে ইংরেজি এবং গণিতে বেশি ফেল করেছে। পরীক্ষাও হয়েছে কড়াকড়ি। তাই পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত