Ajker Patrika

এইচএসসি পরীক্ষার্থীদের A-Z পরামর্শ

মো. আশিকুর রহমান
এইচএসসি পরীক্ষার্থীদের A-Z পরামর্শ

এইচএসসি পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়, বরং ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ভিত্তি। চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৬ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। সঠিক প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা ও মানসিক দৃঢ়তা সফলতার চাবিকাঠি। তাই প্রয়োজন স্মার্ট স্টাডি ও ইতিবাচক মনোভাবের সমন্বয়। এই লেখায় আপনি পাবেন, A থেকে Z পর্যন্ত ২৬টি বাস্তবমুখী পরামর্শ।

A-আদর্শ অনুশীলন: প্রতিদিন প্রশ্নপত্র অনুশীলন করুন, এতে আত্মবিশ্বাস বাড়বে। নিয়মিত লিখে প্র্যাকটিস করলে উন্নতি হবে।

  • B-ব্যালান্স বজায় রাখুন: ঘুম, খাবার, পড়া—সবকিছুতে ভারসাম্য জরুরি। অতিরিক্ত চাপ নয়, মানসিক প্রশান্তিও গুরুত্বপূর্ণ।
  • C-চর্চা করুন: বইয়ের পাঠ যত বেশি চর্চা করবেন, তত সহজ হবে মনে রাখা। নতুন বিষয় শিখে নিজে নিজে ব্যাখ্যা করে দেখুন।
  • D-দরকারি বিষয় আগে: যে অধ্যায় বেশি নম্বর বয়ে আনে, আগে তা ভালো করে পড়ুন। গুরুত্বপূর্ণ অধ্যায় আগে শেষ করলে চাপ কমে।
  • E-একাগ্রতা: পড়ার সময় মোবাইল ও সামাজিক মাধ্যম থেকে দূরে থাকুন। একটানা ২৫-৩০ মিনিট মনোযোগ ধরে রাখার চেষ্টা করুন।
  • F-ফোকাস: ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে তা পূরণ করুন। একসঙ্গে সবকিছু নয়, একসময় এক বিষয়েই মন দিন।

  • G-গাইড বই নয়, মূল বই: প্রশ্ন মূল বই থেকে আসে, তাই তা গভীরভাবে পড়ুন। গাইড শুধু সহায়ক হিসেবে ব্যবহার করুন।
  • H-হ্যান্ডনোট: নিজের ভাষায় নোট করলে সহজে মনে থাকে। রিভিশনের আগে একনজরে দেখে নেওয়ার জন্য উপকারী।
  • I-ইচ্ছাশক্তি: ‘আমি পারব’ এই বিশ্বাস থাকলে সাফল্য সম্ভব। নিজেকে অনুপ্রাণিত রাখতে প্রতিদিন নিজের লক্ষ্য মনে করিয়ে দিন।
  • J-যত্ন: শরীর ও মনের যত্ন নিন, নাহলে প্রস্তুতি বিঘ্নিত হবে। ভালো খাওয়া, ঘুম ও বিশ্রাম প্রস্তুতির অংশ।
  • K-কঠোর পরিশ্রম: প্রতিদিন অল্প সময়ও যদি নিয়ম করে পড়েন, ফল আসবেই। সময়মতো ঘুমিয়ে পরদিন নতুন উদ্যমে পড়ুন।
  • L-লেখার গতি ও মান: পরীক্ষায় সময় বাঁচাতে স্পষ্ট ও দ্রুত লেখার অভ্যাস গড়ুন। উত্তর সুন্দর করে সাজিয়ে লিখলে নম্বর বাড়ে।

  • M-মনোভাব: ভয় নয়, পরীক্ষা একটি সুযোগ নিজেকে প্রমাণ করার। ইতিবাচক মনোভাবে ফলাফল ভালো হয়।
  • N-নিয়ম: নিয়ম মেনে রুটিনে চলা প্রস্তুতির প্রথম শর্ত। রুটিনে প্রতিদিন রিভিশনের সময় রাখুন।
  • O-অপচয় নয়: সময় ও শক্তির অপচয় হলে প্রস্তুতি বাধাগ্রস্ত হয়। বন্ধু-বান্ধবের সঙ্গে সময় দিলেও পরিকল্পনা রেখে দিন।
  • P-প্রস্তুতি: শেষ মুহূর্তে নতুন কিছু না পড়ে পুরোনো পড়া ঝালিয়ে নিন। পরীক্ষার আগে বারবার রিভিশন দিন।
  • Q-প্রশ্ন বিশ্লেষণ: প্রশ্নে কী চাওয়া হয়েছে, তা ভালো করে বুঝে লিখুন। প্রশ্নের ভাষা অনুযায়ী উত্তর সাজান।
  • R-রিভিশন: রিভিশন ছাড়া প্রস্তুতি অসম্পূর্ণ। নিয়মিত ঝালিয়ে নিলে ভুল ধরতে সুবিধা হয়।
  • S-সলভ: নিজে নিজে মডেল টেস্ট দিন ও সমাধান মিলিয়ে দেখুন। যত বেশি লিখবেন, ভুল তত কম হবে।
  • T-টাইম ম্যানেজমেন্ট: পরীক্ষার হলে প্রশ্ন অনুসারে সময় ভাগ করুন। সব উত্তর যেন সময়ের মধ্যে শেষ করা যায়।
  • U-উদ্যম: একটু ব্যর্থতায় ভেঙে পড়বেন না। প্রত্যেক দিন নতুন উদ্যমে শুরু করুন।
  • V-ভয় নয়: ভয়ের বদলে আত্মবিশ্বাস রাখুন। নিজের ওপর বিশ্বাসই সেরা প্রস্তুতি।
  • W-ওয়ার্ম আপ: পরীক্ষার আগে হালকা রিভিশন দিয়ে মস্তিষ্ক প্রস্তুত করুন। চটজলদি নোট দেখে মনে ঝালিয়ে নিন।
  • X-Extra Care: যে বিষয় দুর্বল, সেটিতে আলাদা সময় দিন। শুধু পছন্দের বিষয় পড়লে চলবে না।
  • Y-‘Yes, I can’ মনোভাব: নিজেকে সব সময় উৎসাহ দিন ও সাহস জোগান। আপনার ইতিবাচক মনোভাব আপনাকে এগিয়ে নেবে।
  • Z-Zero confusion: যা বুঝতে অসুবিধা হয়, তা শিক্ষকের সাহায্যে পরিষ্কার করুন। স্পষ্ট ধারণা থাকলে প্রশ্নে ভুল কম হবে।

এইচএসসি জীবনের এক ধাপ মাত্র—এর ওপর নির্ভর করছে ভবিষ্যতের অনেক পথ। আত্মবিশ্বাস, নিয়মিত পড়াশোনা ও ইতিবাচক মনোভাব এই যুদ্ধে জয়ী হওয়ার সবচেয়ে বড় অস্ত্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত