Ajker Patrika

ইবিতে টিকার জন্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ, বাকিদের জন্য নিবন্ধন শুরু

প্রতিনিধি, ইবি
ইবিতে টিকার জন্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ, বাকিদের জন্য নিবন্ধন শুরু

করোনা প্রতিরোধক টিকা গ্রহণের জন্য আবাসিক শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এ তালিকায় ৫ হাজার ৫৭৭ শিক্ষার্থীর নাম রয়েছে। শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ভ্যাকসিন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবেদনের ভিত্তিতে তালিকা প্রকাশ করা হয়েছে। এখন টিকা কার্যক্রম পরিচালনা করবে সরকার। নির্দিষ্টভাবে বলতে না পারলেও ২-১ দিন পর থেকে শিক্ষার্থীদের নির্ধারিত ভ্যানুতে টিকা প্রয়োগ শুরু হতে পারে।

এখনো যারা টিকার জন্য আবেদন করেননি তাঁদের জন্যও আজ দুপুর ১১টা থেকে সুরক্ষা অ্যাপে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহা আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার বলেন, দীর্ঘ ৯ দিন পর আজ থেকে আমাদের শিক্ষার্থীরা এনআইডি নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে পারছে। সুরক্ষা অ্যাপে (https://surokkha.gov.bd/enroll) লিঙ্কে গিয়ে এ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে। যারা ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব টিকা সংক্রান্ত ফর্ম পূরণ করেছে তাঁদেরও সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।

আর ভোটার আইডি কার্ড না থাকায় যেসকল শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারছে না তাঁদেরও দুশ্চিন্তার কারণ নেই। তাঁদের জন্যও দ্রুতই নোটিশ দেওয়া হবে, তাঁদের টিকা গ্রহণের বিষয়েও দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া বলেন, আমরা ওয়েবসাইটে নিবন্ধনকারী শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছি। এরমধ্যে যদি কোনো শিক্ষার্থী বাদ যায় তাহলে পূর্বের নিয়মে আবারও নিবন্ধনের সুযোগ থাকছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত