রংপুর প্রতিনিধি
দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। হলে ফিরছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে নিজ নিজ হলের সামনে জড়ো হতে থাকেন। পরে সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট হল প্রভোস্ট এবং সহকারী প্রভোস্টরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের হলে প্রবেশ করান।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দীর্ঘদিন পর হলে প্রত্যাবর্তন করায় শিক্ষার্থীদের ফুল, চকলেট ও মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষার উপকরণ দিয়ে বরণ করা হয়। এ সময় তাঁদের কাছে আবাসিকের পরিচয়পত্র এবং টিকা গ্রহণের সনদ দেখা হয়। কমপক্ষে ১ম ডোজ টিকা গ্রহণকারীরা হলে প্রবেশের সুযোগ পেয়েছেন। লম্বা বিরতির পর হলে ফিরতে পেরে খুশি আবাসিক শিক্ষার্থীরা। ক্যাম্পাস চত্বরে প্রবেশের পর পরিচিতদের মধ্যে কুশল বিনিময় করতে দেখা যায় শিক্ষার্থীদের।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, দীর্ঘদিন বাসায় থেকে ক্যাম্পাস জীবন নিয়ে হতাশ হয়ে পড়েছিলাম। হলে ফেরার জন্য মনে বেকুলতা কাজ করত। অবশেষে হলে ফিরতে পারলাম।
শহীদ মুখতার ইলাহী হলের শিক্ষার্থী আবির রহমান বলেন, হল আমার কাছে দ্বিতীয় বাড়ি। এত দিন হল জীবনকে মিস করেছি। এখন হলে ফিরতে পেরে খুবই ভালো লাগছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা বলেন, শিক্ষার্থীদের হলে প্রত্যাবর্তনের জন্য আগেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা ছিল। বৈধ আবাসিক শিক্ষার্থীদের হলে তোলা হয়েছে। অবৈধ শিক্ষার্থীদের হলে থাকার সুযোগ নেই। এ জন্য হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডিকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে গত ৩০ অক্টোবর ৮২ তম সিন্ডিকেট সভায় ২ নভেম্বর থেকে আবাসিক হল ও ১১ নভেম্বর থেকে সশরীরে শ্রেণিকক্ষে ক্লাস-পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রয়োজনে অনলাইনে ক্লাস-পরীক্ষা গ্রহণ করা যাবে বলেও সিদ্ধান্ত হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, কমপক্ষে প্রথম ডোজ টিকা গ্রহণকারী এবং আবাসিক শিক্ষার্থীরাই সংশ্লিষ্ট হলে উঠতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট সকলকে সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি তথা সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন মাস্ক পরিধান করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব মেনে চলা, সাবান-পানি দিয়ে হাত ধৌত করা এবং হাঁচি-কাশি হলে টিস্যু বা রুমাল ব্যবহার করা ইত্যাদি মেনে চলতে হবে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। হলে ফিরছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে নিজ নিজ হলের সামনে জড়ো হতে থাকেন। পরে সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট হল প্রভোস্ট এবং সহকারী প্রভোস্টরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের হলে প্রবেশ করান।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দীর্ঘদিন পর হলে প্রত্যাবর্তন করায় শিক্ষার্থীদের ফুল, চকলেট ও মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষার উপকরণ দিয়ে বরণ করা হয়। এ সময় তাঁদের কাছে আবাসিকের পরিচয়পত্র এবং টিকা গ্রহণের সনদ দেখা হয়। কমপক্ষে ১ম ডোজ টিকা গ্রহণকারীরা হলে প্রবেশের সুযোগ পেয়েছেন। লম্বা বিরতির পর হলে ফিরতে পেরে খুশি আবাসিক শিক্ষার্থীরা। ক্যাম্পাস চত্বরে প্রবেশের পর পরিচিতদের মধ্যে কুশল বিনিময় করতে দেখা যায় শিক্ষার্থীদের।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, দীর্ঘদিন বাসায় থেকে ক্যাম্পাস জীবন নিয়ে হতাশ হয়ে পড়েছিলাম। হলে ফেরার জন্য মনে বেকুলতা কাজ করত। অবশেষে হলে ফিরতে পারলাম।
শহীদ মুখতার ইলাহী হলের শিক্ষার্থী আবির রহমান বলেন, হল আমার কাছে দ্বিতীয় বাড়ি। এত দিন হল জীবনকে মিস করেছি। এখন হলে ফিরতে পেরে খুবই ভালো লাগছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা বলেন, শিক্ষার্থীদের হলে প্রত্যাবর্তনের জন্য আগেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা ছিল। বৈধ আবাসিক শিক্ষার্থীদের হলে তোলা হয়েছে। অবৈধ শিক্ষার্থীদের হলে থাকার সুযোগ নেই। এ জন্য হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডিকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে গত ৩০ অক্টোবর ৮২ তম সিন্ডিকেট সভায় ২ নভেম্বর থেকে আবাসিক হল ও ১১ নভেম্বর থেকে সশরীরে শ্রেণিকক্ষে ক্লাস-পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রয়োজনে অনলাইনে ক্লাস-পরীক্ষা গ্রহণ করা যাবে বলেও সিদ্ধান্ত হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, কমপক্ষে প্রথম ডোজ টিকা গ্রহণকারী এবং আবাসিক শিক্ষার্থীরাই সংশ্লিষ্ট হলে উঠতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট সকলকে সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি তথা সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন মাস্ক পরিধান করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব মেনে চলা, সাবান-পানি দিয়ে হাত ধৌত করা এবং হাঁচি-কাশি হলে টিস্যু বা রুমাল ব্যবহার করা ইত্যাদি মেনে চলতে হবে।
একজন নিবন্ধিত ও সনদপ্রাপ্ত লাইভস্টক ডিগ্রিধারীর প্রধান কাজ হচ্ছে, প্রাণীর কষ্ট লাঘব ও ব্যথা উপশমে প্রাথমিক চিকিৎসা দেওয়া। তাঁদের কাজ টিকাদান, কৃত্রিম প্রজনন, বার্ডিজ দ্বারা খোজাকরণ, ওয়ার্ড ড্রেসিং ইত্যাদি। এ ছাড়া ভেটেরিনারি কাউন্সিল কর্তৃক নির্ধারিত বিভিন্ন সেবাও তাঁরা প্রদান করেন, যা প্রাণিসম্পদ
৭ ঘণ্টা আগেস্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে সামার ২০২৫ সেশনে ভর্তি শুরু হয়েছে। এই ইউনিভার্সিটি ৫টি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে।
১৮ ঘণ্টা আগেবিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে দিনব্যাপী ‘নেক্সট জেন বাংলাদেশ: ইঞ্জিনিয়ারিং টুমরো’ শীর্ষক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং অ্যাডমিশন অফিসের যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠ
১ দিন আগেবিশ্ববিদ্যালয় শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে শিক্ষার্থীরা কেবল পাঠ্যবইয়ের জ্ঞানার্জন করেন না, বরং গবেষণা, বিশ্লেষণ ও নানা স্কিল গঠনের সুযোগ পান। এই দক্ষতাগুলোর মধ্যে অন্যতম হলো অ্যাসাইনমেন্ট তৈরি। অ্যাসাইনমেন্ট শুধু পরীক্ষার বিকল্প কিংবা নম্বর তোলার মাধ্যম নয়, বরং এটি একজন শিক্ষার্থী
১ দিন আগে