Ajker Patrika

প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয় বৃত্তি

শিক্ষা ডেস্ক
প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয় বৃত্তি

ফ্রান্সে প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৫-২৬-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় ফ্রান্সের ওরসেতে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ২০১৯ সালে কয়েকটি টেকনিক্যাল গ্র্যান্ডেস যেমন: ইকোল, কয়েকটি প্রযুক্তিগত প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং স্কুল এবং গবেষণা সুবিধার একীভূতকরণের পর প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৪৮ হাজারের বেশি শিক্ষার্থী পড়ালেখা করছেন।

সুযোগ-সুবিধা

ইউনিভার্সিটি প্যারিস-স্যাকলে স্কলারশিপের পরিমাণ প্রতিবছর ১০ হাজার ইউরো। এ অর্থ শিক্ষাবর্ষ চলাকালে শিক্ষার্থীদের দেওয়া হবে। এ ছাড়া ভ্রমণ এবং ভিসা খরচের জন্য সর্বোচ্চ ১ হাজার ইউরো দেওয়া হতে পারে। বৃত্তির অর্থ অগ্রিম দেওয়া হবে না।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

প্রকৌশল, বিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, জীববৈচিত্র্য, কৃষি ও খাদ্য, সমাজ ও পরিবেশ, জীববিজ্ঞান, চিকিৎসা, ঔষধ গবেষণা, খেলাধুলা এবং মানব গতি বিজ্ঞান, আইন, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি।

আবেদনের যোগ্যতা

৩০ বছরের কম বয়সী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীদের এ বৃত্তির জন্য আবেদনের সুযোগ রয়েছে। দেশটিতে এক বছরেরও কম সময় অবস্থান করছেন, তবে কোনো সনদপ্রাপ্ত হননি–এমন বিদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৫ মে, ২০২৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত