Ajker Patrika

জাককানইবিতে ভর্তি শুরু ১৭ জানুয়ারি

জাককানইবি প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৩: ০৫
জাককানইবিতে ভর্তি শুরু ১৭ জানুয়ারি

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) স্নাতক (২০২০-২০২১) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১৭ জানুয়ারি। বিভিন্ন ইউনিটের ভর্তি কার্যক্রম ১৭ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত। এ ছাড়া অপেক্ষমাণ তালিকার ভর্তির কার্যক্রম চলবে আগামী ২০ জানুয়ারি। 

গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, FA 1, FSE, FBA, FSS এবং FL ইউনিটের ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি। এবং FA 2 ও FFA ইউনিটের ভর্তির কার্যক্রম চলবে আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি (অফিস চলাকালীন) পর্যন্ত। আর সব ইউনিটের অপেক্ষমাণ তালিকার ভর্তির কার্যক্রম চলবে আগামী ২০ জানুয়ারি। ভর্তি ফি এবং ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www. jkkniu. edu. bd-তে পাওয়া যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত