Ajker Patrika

গণিতের ভয় দূর করবে যে ৬ অ্যাপ

শিক্ষা ডেস্ক
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৬: ১৪
গণিতের ভয় দূর করবে যে ৬ অ্যাপ

বেশির ভাগ শিক্ষার্থীর কাছেই যেন এক ভয়ের নাম গণিত! ছোটবেলায় পাঠ্যবইয়ের অঙ্ক না পারলে আমরা সহায়ক বইয়ের সাহায্য নিতাম। কিন্তু অনেক সময় সেসব বইয়ে ভুল উত্তর থাকত বা সমাধানের ধাপগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করা হতো না। এখন সে যুগ বদলে গেছে। গাইড বইয়ের বদলে হাতে থাকা স্মার্টফোনেই মিলছে নির্ভরযোগ্য সাহায্য। পাটিগণিত, বীজগণিত, সূত্র মনে রাখা কিংবা জটিল সমস্যার সমাধান—সবই করে দিতে পারে এই ৬টি জনপ্রিয় অ্যাপ!

১. ফটোম্যাথ

গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে অন্যতম সেরা অ্যাপ ফটোম্যাথ। সাধারণ গণিত থেকে শুরু করে ক্যালকুলাস, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, অসমতা, ম্যাট্রিকসসহ গণিতের এক বিস্তৃত পরিসরের সমস্যার সমাধান পাবেন এই অ্যাপে। শুধু ফোনের ক্যামেরা দিয়ে সমীকরণের ছবি তুললেই সমাধান পেয়ে যাবেন। চাইলে ধাপে ধাপে সমাধান দেখেও বুঝতে পারবেন। আগে করা অঙ্কগুলোও এই অ্যাপ সংরক্ষণ করে রাখে। এতে পরবর্তী সময়ে যেকোনো প্রয়োজনে সহজেই আগের সমীকরণগুলোর সমাধান খুঁজে পাওয়া যায়।

২. ম্যালম্যাথ

ম্যালম্যাথ অ্যাপটি আপনার নিজের বাসার হোম টিউটরের মতো কাজ করে থাকে। এটি যেকোনো গাণিতিক সমস্যার সমাধান ধাপে ধাপে ব্যাখ্যা করে দেয়। ক্যালকুলাস, ত্রিকোণমিতি, লগারিদম, লিমিটসহ প্রায় সব ধরনের অঙ্ক এতে করা যায়। সবচেয়ে দারুণ বিষয় হলো, অ্যাপটি অফলাইনেও কাজ করে।

৩. জিওজেব্রা ক্ল্যাসিক

এই অ্যাপ জ্যামিতি, বীজগণিত, পরিসংখ্যান ও সম্ভাব্যতা—এই চারটি বিষয় সহজভাবে শেখাতে খুবই কার্যকর। শিক্ষার্থীদের বোঝার সুবিধার জন্য এতে গ্রাফ আঁকা, স্থানাঙ্ক বসানো ও মডেল তৈরির সুবিধা রয়েছে।

৪. অল ম্যাথ ফর্মুলা

অঙ্ক করার সময় সূত্র ভুলে যাওয়া খুব স্বাভাবিক বিষয়। এ সমস্যা দূর করতে সাহায্য করবে অল ম্যাথ ফর্মুলা অ্যাপটি। এখানে বীজগণিত, জ্যামিতি, ক্যালকুলাস, ত্রিকোণমিতি, সংখ্যাতত্ত্বসহ ১ হাজারের বেশি সূত্র এক জায়গায় পাওয়া যাবে।

৫. মাইস্ক্রিপ্ট ক্যালকুলেটর

এই অ্যাপটিতে আপনি সরাসরি স্ক্রিনে হাত দিয়ে অঙ্ক লিখলে তা নিজে থেকেই বুঝে নেয় এবং সমাধান করে দেয়। মৌলিক পাটিগণিত, ঘনমূল, বর্গমূল, লগারিদম, ত্রিকোণমিতি ও শতকরা হিসাব করতে পারেন সহজেই।

৬. সায়েন্টিফিক ক্যালকুলেটর

ত্রিকোণমিতি, এক্সপোনেনশিয়াল, লগারিদমসহ নানা জটিল গণিত সমস্যার সমাধান করতে এই অ্যাপটি দারুণ কার্যকর। এখানে রয়েছে মোড পরিবর্তনের সুবিধা, হাইলাইট করে ধাপে ধাপে সমাধান বোঝানোর সুবিধা এবং আগে করা সমাধান সংরক্ষণের অপশন।

প্রতিদিনই তো আমরা নানা কাজে স্মার্টফোন ব্যবহার করি, তবে এবার স্মার্টফোন হোক গণিত শেখার সঙ্গী!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধরের পর বললেন, ‘আমি যুবদলের সভাপতি, জানস?’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত