Ajker Patrika

কারাগারে বসেই দিলেন ঢাবির ভর্তি পরীক্ষা

প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৫: ৪৯
কারাগারে বসেই দিলেন ঢাবির ভর্তি পরীক্ষা

রাজধানীর কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটের পরীক্ষা দিলেন রাজধানীর একটি কলেজের শিক্ষার্থী। আজ শনিবার সকাল ১১টায় তিনি পরীক্ষায় অংশ নেন। 

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. এস এম মাসুম বাকী বিল্লাহ, সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক, প্রক্টর অফিসের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (প্রধান সহকারী) মো. কুমের আলী ও শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আদালতের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা দিয়েছেন ওই শিক্ষার্থী। 

নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু ও শেষ করেছে বলে জানায় পরিদর্শক হিসেবে থাকা কুমের আলী। 

তবে ওই শিক্ষার্থীর নাম ও পরিচয় প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এই শিক্ষার্থীর পরিচয় জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘তার একটি ব্যক্তিগত জীবন আছে। এটি প্রকাশ না করা ভালো। সে কোন অভিযোগে অভিযুক্ত এটি আমাদের দেখার বিষয় না। আমাদের কাছে আদালতের রায় এসেছিল, আর আমরা দুজন শিক্ষক ও একজন কর্মকর্তা পাঠিয়ে সেই শিক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করেছি।’ 

গোলাম রাব্বানী বলেন, আমাদের ভর্তি-ইচ্ছু একজন শিক্ষার্থী রাজধানীর কেরানীগঞ্জ কারাগারে ছিল। তার আবেদনের ভিত্তিতে তার পরীক্ষা নেওয়ার জন্য প্রক্টরিয়াল টিমের একজন সদস্যসহ দু'জন শিক্ষকের একটি টিম কারাগারে পাঠিয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত